ETV Bharat / state

এই ভয়ংকর পরিস্থিতিতে ভার্চুয়াল সভা বাতিল করুন, মমতাকে আবেদন অধীরের - 21 শে জুলাই

প্রতিবছর 21 জুলাই তৃণমূল ধর্মতলায় শহিদ সমাবেশ করে ৷ হাজার হাজার কর্মী-সমর্থক রোদ-বৃ্ষ্টি উপেক্ষা করেই জমায়েত করে৷ কিন্তু এবছর কোরোনা আবহে সেই সমাবেশ হচ্ছে না বলে আগেই জানানো হয়েছে দলের তরফে৷

adhir ranjan chowdhury
adhir ranjan chowdhury
author img

By

Published : Jul 21, 2020, 7:20 AM IST

Updated : Jul 21, 2020, 8:12 AM IST

কলকাতা, 21 জুলাই : আজ, 21 জুলাই ৷ প্রতি বছর এই দিনটাতে শহিদ দিবস পালন করে তৃণমূল ৷ বিশাল জমায়েতের মাধ্য়মে বিগত কয়েক বছর ধরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে এসেছে রাজ্যের শাসকদল ৷ তবে, এবার সেসব শিকেয় ৷ কোরোনা আবহে বিশাল জমায়েতের কোনও প্রশ্নই নেই ৷ তবে, বিধানসভা নির্বাচনের আগে এই মঞ্চটাকে একেবারে নষ্ট হতেও দেওয়া যায় না ৷ তাই ভার্চুয়াল পথে পা বাড়িয়েছে তৃণমূল ৷ আজ ডিজ়িটাল মাধ্যমে শহিদ স্মরণ করবেন তৃণমূল নেত্রী ৷ সঙ্গে নেতা-কর্মীরাও ৷ যদিও এই পরিস্থিতিতে যাতে ভার্চুয়াল সভাও না করা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আবেদন জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷

টুইটারে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের উপর নজরে রেখে ফের লকডাউন জারি করা হয়েছে ৷ এই ভয়ংকর পরিস্থিতিতে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল মিটিং না করার আবেদন জানাচ্ছি ৷ নয়তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পাবে ৷"

প্রতিবছর 21 জুলাই তৃণমূল ধর্মতলায় শহিদ সমাবেশ করে ৷ হাজার হাজার কর্মী-সমর্থক রোদ-বৃ্ষ্টি উপেক্ষা করেই জমায়েত করে৷ কিন্তু এবছর কোরোনা আবহে সেই সমাবেশ হচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। দলের বিধায়ক, সাংসদ ও নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ভার্চুয়াল জনসভার সিদ্ধান্ত নেন তিনি । তবে এবছর ধর্মতলা থেকে না, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি ৷

ধর্মতলা চত্বরে থাকবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা । ব্লকে ব্লকেও বসানো হবে জায়ান্ট স্ক্রিন । সেখানেই শোনা যাবে নেত্রীর ভাষণ । জেলাগুলি থেকে আসবে না কোনও বাস । হবে না কোনও জমায়েত । এমনকী কোরোনা নির্দেশিকা মেনে ব্লকগুলিতেও একসঙ্গে মাত্র 25 জনই জমায়েত করতে পারবে । তৃণমূলের তরফে বলা হয়েছে, এবছর 21 জুলাই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে ৷

কলকাতা, 21 জুলাই : আজ, 21 জুলাই ৷ প্রতি বছর এই দিনটাতে শহিদ দিবস পালন করে তৃণমূল ৷ বিশাল জমায়েতের মাধ্য়মে বিগত কয়েক বছর ধরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে এসেছে রাজ্যের শাসকদল ৷ তবে, এবার সেসব শিকেয় ৷ কোরোনা আবহে বিশাল জমায়েতের কোনও প্রশ্নই নেই ৷ তবে, বিধানসভা নির্বাচনের আগে এই মঞ্চটাকে একেবারে নষ্ট হতেও দেওয়া যায় না ৷ তাই ভার্চুয়াল পথে পা বাড়িয়েছে তৃণমূল ৷ আজ ডিজ়িটাল মাধ্যমে শহিদ স্মরণ করবেন তৃণমূল নেত্রী ৷ সঙ্গে নেতা-কর্মীরাও ৷ যদিও এই পরিস্থিতিতে যাতে ভার্চুয়াল সভাও না করা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আবেদন জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷

টুইটারে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের উপর নজরে রেখে ফের লকডাউন জারি করা হয়েছে ৷ এই ভয়ংকর পরিস্থিতিতে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল মিটিং না করার আবেদন জানাচ্ছি ৷ নয়তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পাবে ৷"

প্রতিবছর 21 জুলাই তৃণমূল ধর্মতলায় শহিদ সমাবেশ করে ৷ হাজার হাজার কর্মী-সমর্থক রোদ-বৃ্ষ্টি উপেক্ষা করেই জমায়েত করে৷ কিন্তু এবছর কোরোনা আবহে সেই সমাবেশ হচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। দলের বিধায়ক, সাংসদ ও নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ভার্চুয়াল জনসভার সিদ্ধান্ত নেন তিনি । তবে এবছর ধর্মতলা থেকে না, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি ৷

ধর্মতলা চত্বরে থাকবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা । ব্লকে ব্লকেও বসানো হবে জায়ান্ট স্ক্রিন । সেখানেই শোনা যাবে নেত্রীর ভাষণ । জেলাগুলি থেকে আসবে না কোনও বাস । হবে না কোনও জমায়েত । এমনকী কোরোনা নির্দেশিকা মেনে ব্লকগুলিতেও একসঙ্গে মাত্র 25 জনই জমায়েত করতে পারবে । তৃণমূলের তরফে বলা হয়েছে, এবছর 21 জুলাই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে ৷

Last Updated : Jul 21, 2020, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.