কলকাতা, 1 জুলাই : শহরে বাস পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ কর্মীর ৷ ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে যায় একটি মিনিবাস ৷ বাসের নিচে চলে আসে ওই পুলিশ কর্মীর বাইক ৷ জখম হয়েছেন বাসের 12 জন যাত্রী ৷ উদ্ধারে নামেন সেনা জওয়ান এবং আশেপাশে থাকা লোকজন ৷ জখমদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রাফিক এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তদন্ত শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড ৷ পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান, মৃত পুলিশ কর্মীর নাম বিবেকানন্দ দেব ৷ তিনি কলকাতা পুলিশের রির্জাভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ৷
বৃহস্পতিবার বেলার দিকে রেড রোডে নিয়ন্ত্রণ হারাল মেটিয়াবুরুজ থেকে হাওড়া স্টেশনগামী একটি মিনিবাস ৷ ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে যায় বাসটি ৷ বাসের নিচে চলে যান বাইক আরোহী পুলিশ কর্মী ৷ দুর্ঘটনার পরই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সেনা জওয়ানরা ৷ সাহায্য করেন আশপাশের থাকা মানুষজনও ৷ দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে মিনিবাসের ভিতরে সামনের দিকের সিটগুলিও দুমড়ে-মুছড়ে যায় ৷ বাসের জানালার কাঁচগুলি ভেঙে যায় ৷ জখম হন বাসের ভিতরে থাকা অন্তত 12 জন যাত্রী ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁরা এসএসেকএম হাসপাতালে ভর্তি রয়েছেন ৷
বাসের নিচে থাকা পুলিশ কর্মীকে এদিন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেখানেই ফেলে রাখতে হয় ৷ কারণ মিনিবাসটিকে তোলার জন্য সময় মতো ক্রেন পাওয়া যায়নি ৷ তা পাওয়া গেলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হত ৷ তাঁকে টেনে-হিঁচড়ে বাসের নিচ থেকে বের করাও সম্ভব হয়নি ৷ তা করতে গেলে হাত-পা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছিল ৷ তাই ক্রেন আসা অবধি অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না ৷ তাতেই হয়ে যায় দেরি ৷ শেষে যখন তাঁকে উদ্ধার করে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে ৷ কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ কমিশনার জানিয়েছেন, কলকাতা পুলিশের রির্জাভ ফোর্সের কনস্টেবল বিবেকানন্দ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ৷ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে থাকতেন তিনি ৷
এদিন দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা । আসেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) অভিজিৎ সিনহা । দেখা যায় বাসের নিচে চলে যাওয়া বাইকটিকে 'পুলিশ' স্টিকার রয়েছে ৷ ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র-সহ উচ্চপদস্থ আধিকারিকরাও । তারপরই তাঁর পরিচয় জানার চেষ্টা চালানো হয় ৷ দেখা যায় তিনি কলকাতা পুলিশেরই রিজার্ভ ফোর্স কর্মরত এক কনস্টেবল ৷
ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এফএসটিপি (Fatal Squad Traffic Police) । দু'টি ক্রেনের সাহায্যে বাসটিকে টেনে তোলা হয় ৷ স্থানীয় ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে মিনিবাসটিকে । ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের এফএসটিপি-এর আধিকারিকরা । পরে ময়দান থানায় গিয়েও বাসটিকে ভাল ভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন তাঁরা ৷ এক্ষেত্রে মূলত দেখার বিষয় হল, বাসের টায়ারের কি অবস্থা ছিল ৷ সেটি রি-শোলিং টায়ার ছিল কিনা পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা । পাশাপাশি বাসের গতিবেগ কত ছিল তাও তাঁরা খতিয়ে দেখছেন । বাসের কোনও যন্ত্র বিকল ছিল তাও দেখা হচ্ছে । বাসের একাধিক নমুনা তাঁরা সংগ্রহ করেছেন ।
এর পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ট্রাফিক পুলিশের ফাটাল স্কোয়াড আধিকারিকরা । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, দুর্ঘটনার পর বাসের ভিতরে অনেকেই ঢুকেছিলেন । তাতে বাসের ভিতর থেকে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকেই যাচ্ছে । ফলে ঘটনায় তদন্তে প্রভাব পড়তে পারে ৷
আরও পড়ুন : Road Accident : তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2