ETV Bharat / state

West Bengal Weather Update: আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কাল থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা - Rain

হাওয়া অফিস যেন কিছুটা আশাহতই করল ৷ বুধবার থেকে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে আলিপুর ৷ তবে এবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে না ৷ আজ পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বইতে পারে ৷

Rain in West Bengal
আবহাওয়া
author img

By

Published : Apr 25, 2023, 6:35 AM IST

Updated : Apr 25, 2023, 7:20 AM IST

রাজ্যে বৃষ্টি হবে নাকি গরম বাড়বে তা জানালেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 25 এপ্রিল: তাপপ্রবাহের আশঙ্কা আর নেই ৷ এমন আশ্বাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷ পয়লা এপ্রিলের পর একুশ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের কয়েকটি জায়গায় । 23 দিন পর বৃষ্টিতে ভিজেছে কলকাতাও ৷ কমেছে পারদের ঊর্ধ্বগতি ৷ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেকটাই নীচে অবস্থান করছে ৷

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক'দিন তাপ-বৃষ্টির খেলায় কাটবে গ্রীষ্ম ৷ ইতিমধ্যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে, যা সক্রিয় হলে ঝড়-বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে ৷ আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে লাগাম গরমে ৷ আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ এর ফালে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৷"

তবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামিকাল বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি কমবে ৷ আজ উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টি হবে ৷ সঙ্গে শিলাবৃষ্টিও হবে ৷ গত দু-তিনদিন ধরে ঝড়-বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে ৷ আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়বে ৷ তবে তা 40 ডিগ্রি সেলসিয়াস হবে না ৷ উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি হবে ৷ সোমবারের মতো আজও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বুধবার ঝড়-বৃষ্টি কমবে আবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সামান্য ঝড়-বৃষ্টি বাড়বে ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হয়েছে ৷ দুপুরের পর থেকে আকাশ মেঘে ঢাকা ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 53 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ অংশত মেঘলাই থাকবে । ঝড়-বৃষ্টি হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রোম্যান্টিক নৈশভোজনে যেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা

রাজ্যে বৃষ্টি হবে নাকি গরম বাড়বে তা জানালেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 25 এপ্রিল: তাপপ্রবাহের আশঙ্কা আর নেই ৷ এমন আশ্বাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷ পয়লা এপ্রিলের পর একুশ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের কয়েকটি জায়গায় । 23 দিন পর বৃষ্টিতে ভিজেছে কলকাতাও ৷ কমেছে পারদের ঊর্ধ্বগতি ৷ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেকটাই নীচে অবস্থান করছে ৷

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক'দিন তাপ-বৃষ্টির খেলায় কাটবে গ্রীষ্ম ৷ ইতিমধ্যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে, যা সক্রিয় হলে ঝড়-বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে ৷ আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে লাগাম গরমে ৷ আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ এর ফালে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৷"

তবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামিকাল বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি কমবে ৷ আজ উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টি হবে ৷ সঙ্গে শিলাবৃষ্টিও হবে ৷ গত দু-তিনদিন ধরে ঝড়-বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে ৷ আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়বে ৷ তবে তা 40 ডিগ্রি সেলসিয়াস হবে না ৷ উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি হবে ৷ সোমবারের মতো আজও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বুধবার ঝড়-বৃষ্টি কমবে আবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সামান্য ঝড়-বৃষ্টি বাড়বে ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হয়েছে ৷ দুপুরের পর থেকে আকাশ মেঘে ঢাকা ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 53 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ অংশত মেঘলাই থাকবে । ঝড়-বৃষ্টি হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রোম্যান্টিক নৈশভোজনে যেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা

Last Updated : Apr 25, 2023, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.