ETV Bharat / state

WB Weather Update: বিকেলেই রেড রোডে জমজমাট কার্নিভাল, তাল কাটবে না বৃষ্টি - পুজো কার্নিভাল

বিকেলে রেড রোডে পুজো কার্নিভাল ৷ আনন্দের শেষ রেশটুকু চেটে পুটে উপভোগ করতে এই কার্নিভালে যে চোখে পড়ার মতো ভিড় হবে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ কার্নিভালে বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে আশঙ্কা ছিল ৷ তবে এবার আশার কথা শোনাল আবহাওয়া দফতর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:19 AM IST

কলকাতা, 27 অক্টোবর: এ যেন শেষ হয়েও হইল না শেষ ৷ পুজোর শেষ হতেই শুরু হয়েছে কার্নিভাল । আজ রাজ্যসরকার পক্ষ থেকে রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয় ইডেনে বিশ্বকাপ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ঢিল ছোড়া দুরত্বে হচ্ছে এই পুজো কার্নিভাল। এই জোড়া আনন্দের আবহে বৃষ্টি তাল কাটতে পারে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ? তাতেই ভরসা দিল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ হেমন্তের বাতাসে ঠন্ডার আমেজ। তাই এই বছর গরমের মধ্যে কার্নিভালের মজা উপভোগ করতে হবে না ৷

ইতিমধ্যেই আর্দ্রতা কাটিয়ে রুক্ষতার পরশ মিলতে শুরু করেছে বাতাসে । নিম্নচাপ- ঘুর্ণিঝড় সরতেই ঋতু পরিবর্তনের আঁচ মিলছে। উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। ফলে শিরশিরানি ভাব যে অনুভূত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস অবশ্য এই পরিস্থিতিকে শীতের আগমনী বলতে নারাজ। তবে রোদের তাপ অনেক নরম হয়েছে। সূর্য ডুবলে মনোরম হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে ঝড় বৃষ্টির আর সম্ভাবনা নেই । উত্তুরে ঠান্ডা বাতাস যে ঢুকছে তা বোঝা হচ্ছে । পশ্চিমের জেলাগুলোয় শীতের আমেজ বেশ জোরালোভাবেই মালুম হচ্ছে ।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আগামী দুই-তিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে। জেলায় সেই পারদ পতন আরও খানিকটা বেশি হবে । ফলে সেখানে কলকাতার তুলনায় শীতের আমেজ বেশি বলে মনে হবে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে নামতে শুরু করেছে । মনে করা হয়, বৃষ্টি ঠিকমতো না হলে শীত পড়ে না । এবছর বর্ষা শেষ মুহূর্তে ঘাটতি মিটিয়েছে । তাই শীত যে কম পড়বে তা এখনই বলা যাচ্ছে না ।

আরও পড়ুন: দুর্গাপুজো কার্নিভালে মাতোয়ারা মালদা, কলরবে মুখরিত রাজপথ

বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

কলকাতা, 27 অক্টোবর: এ যেন শেষ হয়েও হইল না শেষ ৷ পুজোর শেষ হতেই শুরু হয়েছে কার্নিভাল । আজ রাজ্যসরকার পক্ষ থেকে রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয় ইডেনে বিশ্বকাপ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ঢিল ছোড়া দুরত্বে হচ্ছে এই পুজো কার্নিভাল। এই জোড়া আনন্দের আবহে বৃষ্টি তাল কাটতে পারে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ? তাতেই ভরসা দিল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ হেমন্তের বাতাসে ঠন্ডার আমেজ। তাই এই বছর গরমের মধ্যে কার্নিভালের মজা উপভোগ করতে হবে না ৷

ইতিমধ্যেই আর্দ্রতা কাটিয়ে রুক্ষতার পরশ মিলতে শুরু করেছে বাতাসে । নিম্নচাপ- ঘুর্ণিঝড় সরতেই ঋতু পরিবর্তনের আঁচ মিলছে। উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। ফলে শিরশিরানি ভাব যে অনুভূত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস অবশ্য এই পরিস্থিতিকে শীতের আগমনী বলতে নারাজ। তবে রোদের তাপ অনেক নরম হয়েছে। সূর্য ডুবলে মনোরম হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে ঝড় বৃষ্টির আর সম্ভাবনা নেই । উত্তুরে ঠান্ডা বাতাস যে ঢুকছে তা বোঝা হচ্ছে । পশ্চিমের জেলাগুলোয় শীতের আমেজ বেশ জোরালোভাবেই মালুম হচ্ছে ।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আগামী দুই-তিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে। জেলায় সেই পারদ পতন আরও খানিকটা বেশি হবে । ফলে সেখানে কলকাতার তুলনায় শীতের আমেজ বেশি বলে মনে হবে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে নামতে শুরু করেছে । মনে করা হয়, বৃষ্টি ঠিকমতো না হলে শীত পড়ে না । এবছর বর্ষা শেষ মুহূর্তে ঘাটতি মিটিয়েছে । তাই শীত যে কম পড়বে তা এখনই বলা যাচ্ছে না ।

আরও পড়ুন: দুর্গাপুজো কার্নিভালে মাতোয়ারা মালদা, কলরবে মুখরিত রাজপথ

বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.