কলকাতা, 18 সেপ্টেম্বর: আগে থেকেই পূর্বাভাস ছিল বিশ্বকর্মা পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ সেটাই হতে চলেছে ৷ যাঁরা ইতিমধ্যেই ঘুড়ি, লাটাই কিনে তৈরি হচ্ছেন তাঁদের মন খারাপ করতে আবহাওয়া দফতরের পূর্বাভাসই যথেষ্ট। গত দু’দিন আর্দ্রতাজনিত গরমে জেরবার বঙ্গবাসী। এমতাবস্থায় আগেই হাওয়া অফিসের তরফে বলা হয়েছিল, নতুন সপ্তাহের প্রথম দিন থেকে নিজের ছন্দ ফিরে পাবে বৃষ্টি ৷ তার জেরে সাময়িকভাবে গরম থেকে রেহাই মিলতে পারে ৷ শুধু তাই নয়, সপ্তাহের অর্ধেকটা জুড়ে বৃষ্টি মারকুটে ইনিংস খেলতে পারে।
এই প্রসঙ্গেই হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপটি এখন ওড়িশা এবং বঙ্গোপসাগরের উপকূলের কাছাকাছি অবস্থান করছে । নিম্নচাপ অক্ষরেখা জামশেদপুর হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্য পড়েনি। নিম্নচাপের প্রভাব পড়েছে প্রধানত ওড়িশায় । ফলে বৃষ্টিও পেয়েছে পড়শি রাজ্য ।
এবার নতুন সপ্তাহের প্রথম তিনদিন অর্থাৎ 18, 19 এবং 20 সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস মিলেছে ৷ তাই বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি যে ঘুড়ি প্রেমীদের আনন্দ মাটি করতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ছবিটা অন্যরকম। আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও ।
আরও পড়ুন: প্রেমজীবনে আজ উন্নতি কোন রাশির জাতক-জাতিকাদের ?
গত দু'দিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা বেড়েছে। রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই এক ডিগ্রি বেশি ছিল স্বাভাবিকের থেকে । বর্তমানে তাপমাত্রা বাড়ালেও বৃষ্টির পরিমাণ বাড়ার পর থেকে তা কমবে । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ । আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সোমববার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্র্রি আশেপাশে থাকতে পারে ।