ETV Bharat / state

West Bengal Weather Update: হোলির আনন্দের পথে কাঁটা সূর্যদেবের অগ্নিবাণ - রৌদ্রজ্বল দিন

হোলিতে সকাল থেকেই রৌদ্রজ্বল দিন (IMD Weather Forecast) ৷ সর্বোচ্চ এবং সবনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 23ডিগ্রির আশেপাশে থাকবে । তাই হোলির আনন্দ ও সূর্যের দহন একই সঙ্গে চলবে ।

West Bengal Weather Update
আবহাওয়া
author img

By

Published : Mar 8, 2023, 7:14 AM IST

Updated : Mar 8, 2023, 7:36 AM IST

কলকাতা, 8 মার্চ: দোল এবং হোলি- বসন্তের দুটি প্রধান উৎসব ৷ প্রকৃতির মাঝে পলাশের আগুন ছোঁয়া পরশ আর প্রিয় মানুষের আবির রাঙা হাতের ছোঁয়ায় উষ্ণ বার্তা দেয় বসন্ত এসে গেছে (Weather Update of West Bengal) ৷ প্রকৃতি থেকে আমজনতা সকলেই মেতে ওঠে বসন্ত উদযাপনে ৷ তবে এই বছর বসন্ত কালের চেনা আবহাওয়ায় রংয়ের খেলার আনন্দ বেশ ভাটা পড়েছে । স্বস্তিকর আবহাওয়া দূরঅস্ত, চাঁদিফাটা গরমে জেরবার জনজীবন ।

সকাল থেকেই রোদের তাপ এতটাই কড়া যে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই দায় । ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে । সেটা যে আরও বাড়বে তার ইঙ্গিত হাওয়া অফিস হাওয়া অফিস দিয়েছে । তবে তাপমাত্রার ঊর্ধ্বগতির থেকেও বেশি বাতাসের শুষ্কতা ৷ জনজীবনকে সমস্যায় ফেলেছে এই বিষয়টি। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের সূত্র বলছে আগামি 5দিন এবং রাতের তাপমাত্রাতেও বিশেষ পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই । এখন যে ধরনের গরম চলছে সেটাই চলবে । শনিবারের পর থেকে তাপমাত্রার পারদ আরও একটু চড়বে । বৃষ্টির কোনও ইঙ্গিত আপাতত নেই । তাই মার্চের প্রথম দিক অর্থাৎ ফাল্গুন মাসের শেষের দিকে গ্রীষ্মকালীন দাবদাহর সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় পারদ 36 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে জেনে নিন কী বলছে রাশিফল

দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ওপরের দু’টো জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলাগুলোতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দিন এবং রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামি 5 দিন নেই । কলকাতাতেও যে ধরনের গরম অনুভূত হচ্ছে সেটাই চলবে । মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 81 শতাংশ । আজ বুধবার হোলির দিন । সকাল থেকেই রৌদ্রজ্বল দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 23ডিগ্রির আশেপাশে থাকবে । তাই হোলির আনন্দ ও সূর্যের দহন একই সঙ্গে চলবে ।

কলকাতা, 8 মার্চ: দোল এবং হোলি- বসন্তের দুটি প্রধান উৎসব ৷ প্রকৃতির মাঝে পলাশের আগুন ছোঁয়া পরশ আর প্রিয় মানুষের আবির রাঙা হাতের ছোঁয়ায় উষ্ণ বার্তা দেয় বসন্ত এসে গেছে (Weather Update of West Bengal) ৷ প্রকৃতি থেকে আমজনতা সকলেই মেতে ওঠে বসন্ত উদযাপনে ৷ তবে এই বছর বসন্ত কালের চেনা আবহাওয়ায় রংয়ের খেলার আনন্দ বেশ ভাটা পড়েছে । স্বস্তিকর আবহাওয়া দূরঅস্ত, চাঁদিফাটা গরমে জেরবার জনজীবন ।

সকাল থেকেই রোদের তাপ এতটাই কড়া যে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই দায় । ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে । সেটা যে আরও বাড়বে তার ইঙ্গিত হাওয়া অফিস হাওয়া অফিস দিয়েছে । তবে তাপমাত্রার ঊর্ধ্বগতির থেকেও বেশি বাতাসের শুষ্কতা ৷ জনজীবনকে সমস্যায় ফেলেছে এই বিষয়টি। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের সূত্র বলছে আগামি 5দিন এবং রাতের তাপমাত্রাতেও বিশেষ পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই । এখন যে ধরনের গরম চলছে সেটাই চলবে । শনিবারের পর থেকে তাপমাত্রার পারদ আরও একটু চড়বে । বৃষ্টির কোনও ইঙ্গিত আপাতত নেই । তাই মার্চের প্রথম দিক অর্থাৎ ফাল্গুন মাসের শেষের দিকে গ্রীষ্মকালীন দাবদাহর সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় পারদ 36 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে জেনে নিন কী বলছে রাশিফল

দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ওপরের দু’টো জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলাগুলোতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দিন এবং রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামি 5 দিন নেই । কলকাতাতেও যে ধরনের গরম অনুভূত হচ্ছে সেটাই চলবে । মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 81 শতাংশ । আজ বুধবার হোলির দিন । সকাল থেকেই রৌদ্রজ্বল দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 23ডিগ্রির আশেপাশে থাকবে । তাই হোলির আনন্দ ও সূর্যের দহন একই সঙ্গে চলবে ।

Last Updated : Mar 8, 2023, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.