কলকাতা, 3 জুন: প্যাচপ্যাচে গরমে অতিষ্টকর অবস্থা। ভোর থেকে আর্দ্রতা জনিত গরম এতটাই অসহ্য হয়ে উঠছে যে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে । একাধিকবার স্নান করেও গরমের হাত থেকে রেহাই মিলছে না । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি মাসের প্রথম সাতদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে । তারপর থেকে অবশ্য কমতে পারে গরম । আপাতত পশ্চিমের জেলাগুলোতে লু বইবে সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছবে।
আবহওয়াবিদদের মতে প্রবল তাপে পুড়বে দক্ষিণবঙ্গ । শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও তৎসংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে । শুক্রবার রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস । দ্বিতীয়স্থানে আছে সিউড়ি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস । কৃষ্ণনগর, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান, পুরুলিয়াতেও পারদ 41 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল ৷
এদিন কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.8 সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । শনিবার এবং রবিবার সকালের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও, বিকেলেরপর থেকে আবহওয়ার পরিবর্তন হবে ৷ উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ।
আরও পড়ুন: পেট্রল পাম্পে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, উদ্যোগে বাংলার 'প্যাডম্যান'
শনিবার দিনেরবেলা আবহাওয়া অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম বহাল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে । আগামী সপ্তাহে মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে ৷ জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে উঠবে । গরম নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।
আরও পড়ুন : বিয়ের যোগ কোন রাশির, জানুন রাশিফলে
সুস্থ থাকতে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে বেশি করে জল পানের পরামর্শ । সেইসঙ্গে একটানা অনেকক্ষণ রোদের মধ্যে কাজ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর । কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত । আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে । তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললে চলে। গরমের হাত থেকে রেহাই পাবেন না উত্তরবঙ্গবাসীও । ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চড়ছে দার্জিলিং এবং কালিম্পঙে ৷ ফলে শীতলতার খোঁজে পাহাড়ে ঘুরতে যাওয়া মানুষও অস্বস্তিতে পড়েছেন ।