ETV Bharat / state

West Bengal Weather Update: মঙ্গলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, বুধে বৃষ্টির পূর্বাভাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 9:05 AM IST

পুজোর আর একমাসের কিছু বেশি সময় বাকি ৷ এই বর্ষায় দক্ষিণে বৃষ্টি তেমন একটা হয়নি ৷ ফিরেছে ভ্যাপসা গরম ৷ এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই

কলকাতা, 12 সেপ্টেম্বর: দুর্গাপুজোর সময় এগিয়ে আসছে ৷ এদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরেছে রাজ্যে ৷ সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95 শতাংশ ৷ দক্ষিণবঙ্গজুড়ে তেমন একটা বৃষ্টি হয়নি ৷ পারদ চৌত্রিশ ডিগ্রি ছুঁয়েছে ৷

মঙ্গলবার, 12 সেপ্টেম্বর এই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে ৷ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে তা বিক্ষিপ্তভাবে ৷ যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে ৷ তেমনটাই হওয়ার সম্ভাবনা ৷ বৃষ্টির পরিমাণ এবং সময় দু’টোই নামমাত্র ৷ গত দু-তিনদিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেড়েছে ৷

কলকাতার ক্ষেত্রেও আজ একই পরিস্থিতি থাকবে ৷ আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, সামান্য বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা ৷ এই বৃষ্টি বাড়তে থাকা তাপমাত্রায় রাশ পরাতে পারবে না ৷ এককথায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বৃষ্টি বিরতিতে ৷

অন্যদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলার মধ্যে দু'টিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ৷

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর উত্তরবঙ্গে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে ৷ ঘাটতি সেভাবে দেখা যায়নি ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও 30 শতাংশের কাছাকাছি ৷ আগামিকাল 13 তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও তাতে ঘাটতি মেটার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন: শেয়ারে বাজারে বিনিয়োগ লাভজনক কাদের, জানুন রাশিফলে

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: দুর্গাপুজোর সময় এগিয়ে আসছে ৷ এদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরেছে রাজ্যে ৷ সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95 শতাংশ ৷ দক্ষিণবঙ্গজুড়ে তেমন একটা বৃষ্টি হয়নি ৷ পারদ চৌত্রিশ ডিগ্রি ছুঁয়েছে ৷

মঙ্গলবার, 12 সেপ্টেম্বর এই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে ৷ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে তা বিক্ষিপ্তভাবে ৷ যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে ৷ তেমনটাই হওয়ার সম্ভাবনা ৷ বৃষ্টির পরিমাণ এবং সময় দু’টোই নামমাত্র ৷ গত দু-তিনদিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেড়েছে ৷

কলকাতার ক্ষেত্রেও আজ একই পরিস্থিতি থাকবে ৷ আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, সামান্য বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা ৷ এই বৃষ্টি বাড়তে থাকা তাপমাত্রায় রাশ পরাতে পারবে না ৷ এককথায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বৃষ্টি বিরতিতে ৷

অন্যদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলার মধ্যে দু'টিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ৷

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর উত্তরবঙ্গে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে ৷ ঘাটতি সেভাবে দেখা যায়নি ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও 30 শতাংশের কাছাকাছি ৷ আগামিকাল 13 তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও তাতে ঘাটতি মেটার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন: শেয়ারে বাজারে বিনিয়োগ লাভজনক কাদের, জানুন রাশিফলে

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.