কলকাতা, 31 জুলাই: উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি, আর কিছুটা হলেও আশার আলো দক্ষিণবঙ্গজুড়ে । আলিপুর আবহাত্তয়া অফিসের পূর্বাভাস, রবি-সোম দু'দিন দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে । তাহলে কি জুন-জুলাইয়ে বৃষ্টির ঘাটতি অগস্টে মিটবে ? আবহাত্তয়াবিদরা এইভাবে ভাবতে নারাজ । কারণ, বৃষ্টির ঘাটতির পরিমাণ যে জায়গায় পৌঁছেছে, সেখানে খুব একটা আশার পরিস্থিতি তৈরি হয়নি (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain thundershower likely to occur) ।
তবে এতদিনে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে বালুরঘাট হয়ে চলে যাওয়ায় বৃষ্টি সেভাবে ধরা দেয়নি । রবিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে । মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে । আসানসোল-কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে যাবে । ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়াতে আগামী দু'দিন অর্থাৎ আজ এবং কাল ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ।
আরও পড়ুন: নতুন প্রকল্প শুরুর আগে শুভ সময় জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে । কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে । সোমবার থেকে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ রবিবার আংশিক মেঘলা আকাশ । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷