ETV Bharat / state

West Bengal Weather Update: এখনও মুখ ফিরিয়ে বর্ষা, শঙ্কার কথা শোনাল হাওয়া অফিস - Rain

বৃষ্টির দেখা নেই ৷ উত্তরে তাও বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণের কপাল ফাঁকাই ৷ আগামী 4-5 দিন উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
জুলাইয়েও আকাশ মেঘলাই
author img

By

Published : Jul 14, 2022, 7:12 AM IST

Updated : Jul 14, 2022, 7:39 AM IST

কলকাতা, 14 জুলাই: বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কথা, তবে সেসব এখন খাতায়-কলমে । দিনের মধ্যে কয়েক পশলা বৃষ্টি মিলছে ৷ ব্যস, ওই পর্যন্তই । পরিস্থিতি এমনই যে, আষাঢ়ের বেলাশেষে বর্ষার ধারাস্নান জোরালো হওয়ার ইঙ্গিত নেই । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "এখন টানা বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী 4-5 দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ একটু বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরে ।"

জুনে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে । দু'দফায় বৃষ্টির তোড় এতটাই ছিল যে জুনের শেষে 60 শতাংশ উদ্বৃত্ত ছিল । তা এখন কমতে-কমতে 14 শতাংশে এসে পৌঁছেছে । সাময়িক বিরতির পর 18 জুলাইয়ের পর থেকে ফের উত্তরে বৃষ্টি বাড়বে । বিশেষত উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে 13 জুলাই পর্যন্ত বৃষ্টির ঘাটতি 47 শতাংশ । পরবর্তী কয়েকদিনে সেই ঘাটতি কতটা বাড়বে, তা আবহবিদরা সঠিক বলতে পারছেন না (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain likely to occur) ।

আরও পড়ুন: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ কাদের, জানুন রাশিফলে

তবে আশার আলো নিম্নচাপের সম্ভাবনা । সেই কারণে মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । কারণ উপকূল এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে । তাই উপকূলীয় জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হইবে, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ।

আগামী ক'দিন আবহাওয়া কেমন থাকবে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

দফায় দফায় বৃষ্টিতে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে জনজীবন সমস্যায় পড়লেও তা প্রত্যাশিত বর্ষার বৃষ্টি নয় । বুধবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 33.6 ডিগ্রি এবং 27.5 ডিগ্রি সেলসিয়াস, দু'টোই স্বাভাবিকের থেকে বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । বৃহস্পতিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 14 জুলাই: বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কথা, তবে সেসব এখন খাতায়-কলমে । দিনের মধ্যে কয়েক পশলা বৃষ্টি মিলছে ৷ ব্যস, ওই পর্যন্তই । পরিস্থিতি এমনই যে, আষাঢ়ের বেলাশেষে বর্ষার ধারাস্নান জোরালো হওয়ার ইঙ্গিত নেই । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "এখন টানা বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী 4-5 দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ একটু বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরে ।"

জুনে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে । দু'দফায় বৃষ্টির তোড় এতটাই ছিল যে জুনের শেষে 60 শতাংশ উদ্বৃত্ত ছিল । তা এখন কমতে-কমতে 14 শতাংশে এসে পৌঁছেছে । সাময়িক বিরতির পর 18 জুলাইয়ের পর থেকে ফের উত্তরে বৃষ্টি বাড়বে । বিশেষত উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে 13 জুলাই পর্যন্ত বৃষ্টির ঘাটতি 47 শতাংশ । পরবর্তী কয়েকদিনে সেই ঘাটতি কতটা বাড়বে, তা আবহবিদরা সঠিক বলতে পারছেন না (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain likely to occur) ।

আরও পড়ুন: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ কাদের, জানুন রাশিফলে

তবে আশার আলো নিম্নচাপের সম্ভাবনা । সেই কারণে মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । কারণ উপকূল এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে । তাই উপকূলীয় জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হইবে, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ।

আগামী ক'দিন আবহাওয়া কেমন থাকবে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

দফায় দফায় বৃষ্টিতে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে জনজীবন সমস্যায় পড়লেও তা প্রত্যাশিত বর্ষার বৃষ্টি নয় । বুধবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 33.6 ডিগ্রি এবং 27.5 ডিগ্রি সেলসিয়াস, দু'টোই স্বাভাবিকের থেকে বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । বৃহস্পতিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : Jul 14, 2022, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.