কলকাতা, 16 এপ্রিল : বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনেই তাপপ্রবাহ বাংলায় । বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় পারদ 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে । এই মরশুমের উষ্ণতম দিন ছিল শুক্রবার ৷ আজ শহরে আকাশ মেঘলা থাকলেও গরম থাকবে (IMD Kolkata Weather Forecast Partly cloudy sky) ৷ বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস । পানাগড়ে ছিল 43.1 ডিগ্রি, আসানসোলে 42.6 ডিগ্রি সেলসিয়াস ।
রাজ্যজুড়ে তাপপ্রবাহের তালিকায় এই তিন জায়গা প্রথম, দ্বিতীয়, তৃতীয় । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আরও দু'দিন পারদের এই ঊর্ধ্বগামী যাত্রা অব্যাহত থাকবে । ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস সরিয়ে প্রচণ্ড দাবদাহের জন্য সতর্ক করা হচ্ছে (IMD Heatwave alert in West Bengal) । শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি হয়ে 37.9 ডিগ্রি সেলসিয়াস ছিল । সর্বনিম্ন তাপমাত্রাও দু'ডিগ্রি বেড়ে 27.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল । হাওয়া না থাকায় সর্বত্র গুমোট আবহাওয়া । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 81 ও 43 শতাংশ ।
আরও পড়ুন : Asansol By Poll Result : শনিবার ফল গণনা, ফুটবে কোন ফুল উত্তেজনায় ফুটছে আসানসোল
এরই মধ্যে কলকাতা শহরে গান্ধিজীর মূর্তির পাদদেশে 180 দিন ধরে চাকরির দাবিতে আন্দোলনরত রাজ্যের হবু শিক্ষকরা । মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনরত হবু শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা ইতিমধ্যে অসুস্থ হতে আরম্ভ করেছেন । চিকিৎসক এবং আবহাওয়া দফতর সূত্রে প্রয়োজন ছাড়া দুপুরে বেরতে নিষেধ করা হচ্ছে । আর বেরতে হলেও হাত-মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে, যাতে তাপ সরাসরি গায়ে না লাগে । সঙ্গে জলের বোতল, রোদ চশমা এবং ছাতা ব্যবহারের পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস, চিকিৎসকেরা ।
আজ শনিবার ভোটগণনায় এমনিতেই উত্তপ্ত রাজ্য ৷ কলকাতা এবং তার আশপাশ অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ যখন জ্বলছে, তখন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা । আজ শনিবারও একই পূর্বাভাস রয়েছে । তাই বলাই যায় ভিজছে পাহাড়, জ্বলছে সমতল ।