ETV Bharat / state

West Bengal Weather Update: বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে তবু কমবে না গরম

এর আগে কয়েক দফা ঝড়-বৃষ্টিতে একটু প্রাণ জুড়িয়েছিল ৷ তাপমাত্রা একটু কমে হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা রেহাই মিলেছিল ৷ আগামিকাল পর্যন্ত রাজ্যে বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Forecast) ৷

Weather
গরম
author img

By

Published : Mar 30, 2023, 6:44 AM IST

কলকাতা, 30 মার্চ: গত কয়েকদিনের স্বস্তিদায়ক আবহাওয়া সরে গিয়ে বাড়ছে গরম ৷ চৈত্রের মাঝামাঝি সময়ে চড়ছে পারদ ৷ রামনবমীর সারাদিন উৎসবের আনন্দের মাঝে কাঁটা ছড়াতে পারে বাড়তে থাকা এই গরম ৷ বঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে ঠিকই ৷ কিন্তু তা গরম আবহে প্রলেপ দেওয়ার পক্ষে যথেষ্ট নয় ৷ উত্তরপূর্ব রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই ঝড়বৃষ্টি ৷ তবে চৈত্রের শুরু থেকে ঝড়বৃষ্টি নতুন নয় ৷ বরং কালবৈশাখীর হাত ধরে ঝড়বৃষ্টি বঙ্গে স্বাভাবিক (West Bengal Weather) ৷

গত বছর এপ্রিল মাসের শেষে কালবৈশাখী ঝড় হয়েছিল ৷ এবছর 5 মার্চ ঝড়বৃষ্টি হয়েছে ৷ তার পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঝড়বৃষ্টি হচ্ছে ৷ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ আগামী পাঁচদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রথম দু'দিন সেভাবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই ৷ পরের তিন দিনে ঝড় বৃষ্টির জন্যে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমতে পারে ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রথম দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই ৷ পরবর্তী দু'দিন তাপমাত্রা 2-4 ডিগ্রি হ্রাস পেতে পারে ৷ উপরের পাঁচটি জেলার মধ্যে দুটো জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি অংশের আবহাওয়া শুষ্ক ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে মূলত আবহাওয়া শুষ্ক ৷ বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়বৃষ্টির হতে পারে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রাম নবমীতে কোন রাশির ভাগ্যে কী রয়েছে, জানুন রাশিফলে

কলকাতা, 30 মার্চ: গত কয়েকদিনের স্বস্তিদায়ক আবহাওয়া সরে গিয়ে বাড়ছে গরম ৷ চৈত্রের মাঝামাঝি সময়ে চড়ছে পারদ ৷ রামনবমীর সারাদিন উৎসবের আনন্দের মাঝে কাঁটা ছড়াতে পারে বাড়তে থাকা এই গরম ৷ বঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে ঠিকই ৷ কিন্তু তা গরম আবহে প্রলেপ দেওয়ার পক্ষে যথেষ্ট নয় ৷ উত্তরপূর্ব রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই ঝড়বৃষ্টি ৷ তবে চৈত্রের শুরু থেকে ঝড়বৃষ্টি নতুন নয় ৷ বরং কালবৈশাখীর হাত ধরে ঝড়বৃষ্টি বঙ্গে স্বাভাবিক (West Bengal Weather) ৷

গত বছর এপ্রিল মাসের শেষে কালবৈশাখী ঝড় হয়েছিল ৷ এবছর 5 মার্চ ঝড়বৃষ্টি হয়েছে ৷ তার পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঝড়বৃষ্টি হচ্ছে ৷ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ আগামী পাঁচদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রথম দু'দিন সেভাবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই ৷ পরের তিন দিনে ঝড় বৃষ্টির জন্যে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমতে পারে ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রথম দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই ৷ পরবর্তী দু'দিন তাপমাত্রা 2-4 ডিগ্রি হ্রাস পেতে পারে ৷ উপরের পাঁচটি জেলার মধ্যে দুটো জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি অংশের আবহাওয়া শুষ্ক ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে মূলত আবহাওয়া শুষ্ক ৷ বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়বৃষ্টির হতে পারে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রাম নবমীতে কোন রাশির ভাগ্যে কী রয়েছে, জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.