ETV Bharat / state

West Bengal Weather Update: আজ পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা, গ্রাম গড়ার ফলাফলে কাঁটা নয় বৃষ্টি

আজ সকাল 8টা থেকে রাজ্যের 339টি কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হবে ৷ নিরাপত্তার জন্য মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ মঙ্গলবার গ্রামবাংলার ফলাফল ঘোষণার দিন বৃষ্টি কোনও বাড়তি বিপত্তি ডেকে আনবে না, জানিয়েছে হাওয়া অফিস ৷

author img

By

Published : Jul 11, 2023, 7:56 AM IST

ETV Bharat
আজাকের আবহাওয়া

কলকাতা, 11 জুলাই: বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি পরিমাণে। মঙ্গলবার গ্রাম গড়ার ভোটের ফলাফল ৷ গ্রামের রাশ কার হাতে থাকতে চলেছে তা জানতে আগ্রহ তুঙ্গে ৷ এই অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় বাধা হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন- সকলকেই আশ্বস্ত করবে।

এর আগে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 9-13 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ বিশেষত উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্যে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছিল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হড়পা বান আসার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আপাতত তেমন সম্ভাবনা নেই ।

এদিকে, সোমবার নতুন করে আগামী পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আলিপুর ৷ তাতে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা ভারী থেকে অতিভারী হবে না ৷ উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ বঙ্গে না হলেও দেশের উত্তরে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে ৷ এর জেরে প্লাবন দেখা দিয়েছে ৷ হিমাচল, দিল্লিতে দু'দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ৷ যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশেও বৃষ্টি হচ্ছে ৷

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি হচ্ছে ৷ এর প্রভাব এই রাজ্যের উত্তরবঙ্গে পড়েছে ৷ তবে আপাতত ভারী বৃষ্টির বদলে হালকা বৃষ্টি পঞ্চায়েত ভোটের উত্তাপে কতটা জল ঢালতে পারে সেটাই দেখার ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকলেও তা থেকে স্বস্তির বৃষ্টি মিলছে না ৷

আরও পড়ুন: দিনহাটায় স্ট্রংরুমে ঢোকা নিয়ে তৃণমূল-বিজেপি বিবাদ, এলাকায় উত্তেজনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি এখন নিত্যদিনের সঙ্গী ৷ তাপমাত্রা মাত্রাছাড়া না-হলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে প্যাচপ্যাচে আস্বস্তিকর গরম অব্যাহত থাকছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 11 জুলাই: বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি পরিমাণে। মঙ্গলবার গ্রাম গড়ার ভোটের ফলাফল ৷ গ্রামের রাশ কার হাতে থাকতে চলেছে তা জানতে আগ্রহ তুঙ্গে ৷ এই অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় বাধা হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন- সকলকেই আশ্বস্ত করবে।

এর আগে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 9-13 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ বিশেষত উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্যে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছিল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হড়পা বান আসার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আপাতত তেমন সম্ভাবনা নেই ।

এদিকে, সোমবার নতুন করে আগামী পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আলিপুর ৷ তাতে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা ভারী থেকে অতিভারী হবে না ৷ উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ বঙ্গে না হলেও দেশের উত্তরে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে ৷ এর জেরে প্লাবন দেখা দিয়েছে ৷ হিমাচল, দিল্লিতে দু'দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ৷ যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশেও বৃষ্টি হচ্ছে ৷

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি হচ্ছে ৷ এর প্রভাব এই রাজ্যের উত্তরবঙ্গে পড়েছে ৷ তবে আপাতত ভারী বৃষ্টির বদলে হালকা বৃষ্টি পঞ্চায়েত ভোটের উত্তাপে কতটা জল ঢালতে পারে সেটাই দেখার ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকলেও তা থেকে স্বস্তির বৃষ্টি মিলছে না ৷

আরও পড়ুন: দিনহাটায় স্ট্রংরুমে ঢোকা নিয়ে তৃণমূল-বিজেপি বিবাদ, এলাকায় উত্তেজনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি এখন নিত্যদিনের সঙ্গী ৷ তাপমাত্রা মাত্রাছাড়া না-হলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে প্যাচপ্যাচে আস্বস্তিকর গরম অব্যাহত থাকছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.