ETV Bharat / state

West Bengal Weather Update : বৃষ্টির সঙ্গে গরমের যুগলবন্দি, বাড়বে অস্বস্তি - IMD Kolkata says uneasiness to increase as both heat and rain will be there

মৌসুমী বায়ু আসছে ৷ তাই বর্ষার খুব একটা দেরি নেই, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ তবে এখন কখনও বৃষ্টি, কখনও গরম থাকবে (West Bengal Weather Update) ৷

West Bengal Rain Forecast
পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টিতে গরম থাকবে
author img

By

Published : May 27, 2022, 6:54 AM IST

কলকাতা, 27 মে : ভরদুপুরে কিংবা পড়ন্ত বিকেলে কালো মেঘ দেখে যাঁরা ভাবছেন ভারী বৃষ্টি হবে, আবহাওয়ার খামখেয়ালিপনা তাঁদের বোকা বানাতে পারে । এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কাকভেজা করে দিচ্ছে । ক্ষণিকের জন্য গরম কমতে পারে (IMD Kolkata says uneasiness to increase weather wise) ।

বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ ফের গিয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে । আলিপুর আবহাত্তয়া অফিস আগেই জানিয়েছিল, তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও গরম বাড়বে । সেই মতো গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি, স্বাভাবিক ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 27th May : আর্থিক দিক থেকে আজকের দিনটি কাদের গড়পড়তা যাবে ? জানুন রাশিফলে

জ্যৈষ্ঠ মাসে পারদের এই ওঠানামায় বর্ষার আগমনী । দুই বঙ্গে এখন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে । ফলে পারদ 37 ডিগ্রিতে পৌঁছলেও তা আরাম দিচ্ছে । ইতিমধ্যে মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশের ইঙ্গিত দিতে শুরু করেছে । ফলে বর্ষা আসবে নির্দিষ্ট সময়ের সামান্য আগে-পিছে । শুক্রবার কলকাতা এবং তার আশপাশের আকাশ অংশত মেঘলা থাকবে । সন্ধেয় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 27 মে : ভরদুপুরে কিংবা পড়ন্ত বিকেলে কালো মেঘ দেখে যাঁরা ভাবছেন ভারী বৃষ্টি হবে, আবহাওয়ার খামখেয়ালিপনা তাঁদের বোকা বানাতে পারে । এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কাকভেজা করে দিচ্ছে । ক্ষণিকের জন্য গরম কমতে পারে (IMD Kolkata says uneasiness to increase weather wise) ।

বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ ফের গিয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে । আলিপুর আবহাত্তয়া অফিস আগেই জানিয়েছিল, তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও গরম বাড়বে । সেই মতো গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি, স্বাভাবিক ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 27th May : আর্থিক দিক থেকে আজকের দিনটি কাদের গড়পড়তা যাবে ? জানুন রাশিফলে

জ্যৈষ্ঠ মাসে পারদের এই ওঠানামায় বর্ষার আগমনী । দুই বঙ্গে এখন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে । ফলে পারদ 37 ডিগ্রিতে পৌঁছলেও তা আরাম দিচ্ছে । ইতিমধ্যে মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশের ইঙ্গিত দিতে শুরু করেছে । ফলে বর্ষা আসবে নির্দিষ্ট সময়ের সামান্য আগে-পিছে । শুক্রবার কলকাতা এবং তার আশপাশের আকাশ অংশত মেঘলা থাকবে । সন্ধেয় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.