ETV Bharat / state

West Bengal Weather Update : পারদ চড়লেও লাগামছাড়া হবে না, ইঙ্গিত হাওয়া অফিসের - আজকের আবহাওয়া

বসন্ত বিদায়, বাড়ছে তাপমাত্রা ৷ এবার গ্রীষ্মের পালা (West Bengal Weather Update) ৷

Bengal Weather News
বঙ্গে গ্রীষ্ম
author img

By

Published : Mar 13, 2022, 6:46 AM IST

কলকাতা, 13 মার্চ : গা জ্বালানো রোদের সঙ্গে হঠাৎ মেঘলা আকাশ । কখনও রোদ, কখনও মেঘের লুকোচুরির মধ্যে বসন্ত পার করে আবহাওয়ায় এবার গরমের পদধ্বনি । হাওয়া অফিস জানিয়েছে, এটা আরও জোরালো হবে । অর্থাৎ তাপমাত্রার পারদ চড়বে (Temperature will rise in Bengal moderately) ।

ইতিমধ্যে আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার-পাঁচদিনে আবহাওয়ার বিশেষ বদল হবে না । বৃষ্টির সম্ভাবনা নেই । শুষ্ক আবহাওয়া থাকবে, যা শীত চলে গিয়ে গরমের উপস্থিতি জানান দিচ্ছে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 13th March : কোন কোন রাশির জাতক-জাতিকাদের অবস্থান তুঙ্গে, সঙ্গে রয়েছে ফলাফলও জানতে দেখুন রাশিফল

ক'দিন আগেও যে ঝঞ্ঝার কাঁটা শঙ্কা তৈরি হয়েছিল, তা নিয়ে বলার কোনও কারণ দেখছে না আলিপুর । তাই দু'বঙ্গেই আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । শনিবার রাতে কলকাতা এবং আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন 20.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । গত তিন মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে নিচে থাকার সম্ভাবনা রয়েছে । মার্চে দিন যত গড়াবে পারদ চড়বে ।তাপমাত্রার এই চড়ার পথে ঝড়বৃষ্টি বাধা হতে পারে । কারণ এই সময়ে কালবৈশাখীর সম্ভাবনা থাকে । তাই শুষ্ক আবহাওয়া চলতি মাসের বাকি দিনগুলোর জন্য বরাদ্দ, তা ধরে নেওয়া যায় ।

কলকাতা, 13 মার্চ : গা জ্বালানো রোদের সঙ্গে হঠাৎ মেঘলা আকাশ । কখনও রোদ, কখনও মেঘের লুকোচুরির মধ্যে বসন্ত পার করে আবহাওয়ায় এবার গরমের পদধ্বনি । হাওয়া অফিস জানিয়েছে, এটা আরও জোরালো হবে । অর্থাৎ তাপমাত্রার পারদ চড়বে (Temperature will rise in Bengal moderately) ।

ইতিমধ্যে আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার-পাঁচদিনে আবহাওয়ার বিশেষ বদল হবে না । বৃষ্টির সম্ভাবনা নেই । শুষ্ক আবহাওয়া থাকবে, যা শীত চলে গিয়ে গরমের উপস্থিতি জানান দিচ্ছে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 13th March : কোন কোন রাশির জাতক-জাতিকাদের অবস্থান তুঙ্গে, সঙ্গে রয়েছে ফলাফলও জানতে দেখুন রাশিফল

ক'দিন আগেও যে ঝঞ্ঝার কাঁটা শঙ্কা তৈরি হয়েছিল, তা নিয়ে বলার কোনও কারণ দেখছে না আলিপুর । তাই দু'বঙ্গেই আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । শনিবার রাতে কলকাতা এবং আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন 20.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । গত তিন মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে নিচে থাকার সম্ভাবনা রয়েছে । মার্চে দিন যত গড়াবে পারদ চড়বে ।তাপমাত্রার এই চড়ার পথে ঝড়বৃষ্টি বাধা হতে পারে । কারণ এই সময়ে কালবৈশাখীর সম্ভাবনা থাকে । তাই শুষ্ক আবহাওয়া চলতি মাসের বাকি দিনগুলোর জন্য বরাদ্দ, তা ধরে নেওয়া যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.