ETV Bharat / state

West Bengal Weather Update : আইপিএলে ঝড় বৃষ্টির ভ্রূকুটি - IMD Kolkata forecasts possibility of rain and heavy wind in the city

তাপপ্রবাহের সম্ভাবনা নেই ৷ তবে ঝড়-বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ৷ দোসর ঝোড়ো বাতাস (West Bengal Weather Update) ৷

IPL Kolkata Weather News
পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি
author img

By

Published : May 24, 2022, 7:01 AM IST

Updated : May 24, 2022, 7:28 AM IST

কলকাতা, 24 মে : মৌসুমীবায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে উত্তরবঙ্গে তো বটেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে । সঙ্গে ঝোড়ো বাতাস । ফলে তাপমাত্রার পারদ 35 ডিগ্রির মধ্যে থাকছে ।

তাপপ্রবাহের সম্ভাবনা শুধু বঙ্গ কেন, দেশেও নেই, তা হাওয়া অফিস জানিয়েছে । এদিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে আইপিএলের আসরে সমস্যা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । নতুন সপ্তাহের প্রথম তিন দিন কলকাতায় আইপিএলের প্লে অফ এবং এলিমিনেটরের খেলা । সন্ধের প্রবল ঝড়-বৃষ্টি যে আসরটা মাটি করে দিতে পারে তার ইঙ্গিত মিলেছে গত শনিবার ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস 23 মে সোমবার থেকে থেকে 25 মে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে (IMD Kolkata forecasts possibility of moderate rain or thunderstorm) । আবহাবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সঙ্গে কয়েক জায়গায় ঝোড়ো হওয়া বইবে । যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । আজ মঙ্গলবার 24 তারিখ ঝড় বৃষ্টির প্রভাব বেশি পড়বে । 25 তারিখ বুধবারও সন্ধেয় ঝড়-বৃষ্টি হবে । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।"

আগামী ক'দিন রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : IPL Playoffs at Eden : তিন বছর পর ইডেনে আইপিএল, কেমন সাজল স্বর্গোদ্যান ? দেখুন ছবিতে

উত্তরবঙ্গে গ্রীষ্ম এবছর বৃষ্টি ভেজা । নিয়মিতভাবে ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরের উপরের জেলাগুলিতে । চলতি সপ্তাহে 23-25 মে বুধবার পর্যন্ত জেলাগুলিতে হাল্কা থেক মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়লে কলকাতাতেও তার প্রভাব পড়বে । তাই আইপিএলের আসরে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি জোরালোভাবে থাকছে ধরে নেওয়া যায় ।

সোমবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস । দুটোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । মঙ্গলবার আকাশ অংশত মেঘলা থাকবে । সন্ধে নাগাদ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

কলকাতা, 24 মে : মৌসুমীবায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে উত্তরবঙ্গে তো বটেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে । সঙ্গে ঝোড়ো বাতাস । ফলে তাপমাত্রার পারদ 35 ডিগ্রির মধ্যে থাকছে ।

তাপপ্রবাহের সম্ভাবনা শুধু বঙ্গ কেন, দেশেও নেই, তা হাওয়া অফিস জানিয়েছে । এদিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে আইপিএলের আসরে সমস্যা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । নতুন সপ্তাহের প্রথম তিন দিন কলকাতায় আইপিএলের প্লে অফ এবং এলিমিনেটরের খেলা । সন্ধের প্রবল ঝড়-বৃষ্টি যে আসরটা মাটি করে দিতে পারে তার ইঙ্গিত মিলেছে গত শনিবার ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস 23 মে সোমবার থেকে থেকে 25 মে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে (IMD Kolkata forecasts possibility of moderate rain or thunderstorm) । আবহাবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সঙ্গে কয়েক জায়গায় ঝোড়ো হওয়া বইবে । যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । আজ মঙ্গলবার 24 তারিখ ঝড় বৃষ্টির প্রভাব বেশি পড়বে । 25 তারিখ বুধবারও সন্ধেয় ঝড়-বৃষ্টি হবে । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।"

আগামী ক'দিন রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : IPL Playoffs at Eden : তিন বছর পর ইডেনে আইপিএল, কেমন সাজল স্বর্গোদ্যান ? দেখুন ছবিতে

উত্তরবঙ্গে গ্রীষ্ম এবছর বৃষ্টি ভেজা । নিয়মিতভাবে ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরের উপরের জেলাগুলিতে । চলতি সপ্তাহে 23-25 মে বুধবার পর্যন্ত জেলাগুলিতে হাল্কা থেক মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়লে কলকাতাতেও তার প্রভাব পড়বে । তাই আইপিএলের আসরে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি জোরালোভাবে থাকছে ধরে নেওয়া যায় ।

সোমবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস । দুটোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । মঙ্গলবার আকাশ অংশত মেঘলা থাকবে । সন্ধে নাগাদ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

Last Updated : May 24, 2022, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.