কলকাতা, 20 মার্চ : ঘূর্ণিঝড় চোখ রাঙালেও বঙ্গে তার প্রভাব পড়বে না । বরং রোদে চাঁদিফাটার জোগাড় । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে । উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ঘূর্ণিঝড় (IMD Kolkata forecasts mainly clear sky) ।
20 মার্চ রবিবার সকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে । সোমবার 21 মার্চ আরও শক্তি বৃদ্ধি পাবে এবং তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর মঙ্গলবার আছড়ে পড়বে । 22 মার্চ, মঙ্গলবার বঙ্গের আবহাওয়ায় মেঘলা আকাশ ছাড়া কোনও পরিবর্তন দেখা যাবে না ।
আরও পড়ুন : ETV Bharat Horoscope for 20th March : সাবধান ! আর্থিক ক্ষতির আশঙ্কা এই রাশির জাতক-জাতিকাদের
তাই দাবদাহ তো থাকবেই, বরং তা আরও বাড়বে । তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতের কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যগুলিতে । আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রায় ঊর্ধ্বগতি থাকলেও জেলা শহরগুলোতে পারদ এখনও সেভাবে চড়েনি । বেলাশেষে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার রেশ রয়ে গিয়েছে ।
শনিবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বৃদ্ধি পেয়ে 35.5 ডিগ্রিতে পৌঁছেছে । সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । রবিবার রৌদ্রজ্জ্বল দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । তাই ঝড় আসছে বলে দাবদাহ থেকে রেহাই পাওয়ার কোনও আশা বঙ্গের নেই । উলটে তাপমাত্রার বৃদ্ধিতে আরও অস্বস্তি বাড়বে ।