ETV Bharat / state

West Bengal Weather Forecast : বঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা , আকাশ থাকবে মেঘলা - পশ্চিমবঙ্গে শীত

শীত কবে, সে প্রশ্নের উত্তর এখও অধরাই ৷ সকালে কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা বেড়ে চলেছে ৷ নভেম্বরের শেষেও গরম আবহাওয়া রয়ে গিয়েছে ৷

Kolkata weather forecast
কলকাতা আকাশ মেঘলা
author img

By

Published : Nov 24, 2021, 9:03 AM IST

Updated : Nov 24, 2021, 10:03 AM IST

কলকাতা, 24 নভেম্বর : আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজ্যে সেভাবে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই । তবে উত্তর ও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (light rain likely in some districts of West Bengal) ৷

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 3টি জেলায় হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস । আর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

গত বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার গতিপ্রকৃতি জুড়ে শুধুই ধোঁয়াশা ৷ সকালে কুয়াশা থাকলেও ঠাণ্ডার আমেজ প্রায় নেই বললেই চলে (Winter in Bengal) । দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে রোদের তাপ গায়ে লাগছে ৷ তাই সাময়িক হলেও নভেম্বরের শেষেও গরম রয়েছে ।

আরও পড়ুন : Horoscope for 24th November: কাজের জায়গায় ভাল দিন কাটাবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ 24 নভেম্বর সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷

গরম বাতাসের উপস্থিতি, নিম্নচাপের শঙ্কা সব মিলিয়ে আদুরে শীতের আমেজ হারিয়ে গিয়েছে । যদিও হাওয়া অফিস জানিয়েছে এই অস্বস্তি সাময়িক । চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে পারে । ঠাণ্ডা-গরমের এই লুকোচুরিতে আক্রান্ত হচ্ছে শরীর । তাই করোনা আবহে মরশুম বদলের প্রভাব পড়ছে ৷

কলকাতা, 24 নভেম্বর : আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজ্যে সেভাবে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই । তবে উত্তর ও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (light rain likely in some districts of West Bengal) ৷

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 3টি জেলায় হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস । আর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

গত বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার গতিপ্রকৃতি জুড়ে শুধুই ধোঁয়াশা ৷ সকালে কুয়াশা থাকলেও ঠাণ্ডার আমেজ প্রায় নেই বললেই চলে (Winter in Bengal) । দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে রোদের তাপ গায়ে লাগছে ৷ তাই সাময়িক হলেও নভেম্বরের শেষেও গরম রয়েছে ।

আরও পড়ুন : Horoscope for 24th November: কাজের জায়গায় ভাল দিন কাটাবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ 24 নভেম্বর সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷

গরম বাতাসের উপস্থিতি, নিম্নচাপের শঙ্কা সব মিলিয়ে আদুরে শীতের আমেজ হারিয়ে গিয়েছে । যদিও হাওয়া অফিস জানিয়েছে এই অস্বস্তি সাময়িক । চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে পারে । ঠাণ্ডা-গরমের এই লুকোচুরিতে আক্রান্ত হচ্ছে শরীর । তাই করোনা আবহে মরশুম বদলের প্রভাব পড়ছে ৷

Last Updated : Nov 24, 2021, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.