ETV Bharat / state

West Bengal Weather Update : আজ, কাল বৃষ্টির পৌষমাস, ঠান্ডার সর্বনাশ - IMD Kolkata forecasts cloudy sky with light rain in Bengal

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিতে যাচ্ছেন পুণ্যার্থীরা ৷ কিন্তু এবার বৃষ্টিতে ভিজে স্নান সারতে হবে তাঁদের, জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ জানুয়ারির মাঝামাঝি বৃষ্টিতে শীত বিদায়ের পালা শুরু (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
জানুয়ারিতে বৃষ্টি
author img

By

Published : Jan 13, 2022, 7:00 AM IST

কলকাতায়, 13 জানুয়ারি : পৌষ মাসের শেষবেলায় ঠান্ডার আপডেট নয়, বরং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস । শীতে বর্ষার আগমন । বিগত ক'দিন ধরে আলিপুর আবহাওয়া অফিস জানুয়ারির মাঝামাঝি শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে (West Bengal Weather Forecast generally cloudy sky with light rain) ।

রাতের তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে । বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । মেঘলা আকাশ এবং রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা বৃষ্টিতে নাজেহাল জনজীবন ৷

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : করোনা আবহে দোসর পশ্চিমী ঝঞ্ঝা, সাগরমেলায় কমল পুণ্যার্থীর সংখ্যা

মকর সংক্রান্তির গঙ্গাস্নান করতে পুণ্যার্থীদের ঢল গঙ্গাসাগরে । হাওয়া অফিস বলছে, এবার গঙ্গাসাগরে বৃষ্টিতে ভিজে স্নান করতে হবে । হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির জন্যে পারদ নিম্নমুখী হলেও তা শীত ফেরাতে পারবে না ৷

আজ থেকে 15 তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে থাকবে ৷ শনিবার থেকে কিছুটা পরিবর্তন হবে ৷ বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে ।

কলকাতায়, 13 জানুয়ারি : পৌষ মাসের শেষবেলায় ঠান্ডার আপডেট নয়, বরং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস । শীতে বর্ষার আগমন । বিগত ক'দিন ধরে আলিপুর আবহাওয়া অফিস জানুয়ারির মাঝামাঝি শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে (West Bengal Weather Forecast generally cloudy sky with light rain) ।

রাতের তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে । বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । মেঘলা আকাশ এবং রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা বৃষ্টিতে নাজেহাল জনজীবন ৷

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : করোনা আবহে দোসর পশ্চিমী ঝঞ্ঝা, সাগরমেলায় কমল পুণ্যার্থীর সংখ্যা

মকর সংক্রান্তির গঙ্গাস্নান করতে পুণ্যার্থীদের ঢল গঙ্গাসাগরে । হাওয়া অফিস বলছে, এবার গঙ্গাসাগরে বৃষ্টিতে ভিজে স্নান করতে হবে । হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির জন্যে পারদ নিম্নমুখী হলেও তা শীত ফেরাতে পারবে না ৷

আজ থেকে 15 তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে থাকবে ৷ শনিবার থেকে কিছুটা পরিবর্তন হবে ৷ বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.