ETV Bharat / state

Weather Update in Bengal : আজও মেঘলা আকাশ, হালকা বৃষ্টি শহরে - IMD Kolkata forecasts cloudy sky and light rain in the city and neighbourhood

ডিসেম্বরেও শহরে এল না শীত ৷ উল্টে মেঘলা আকাশ আর একের পর এক সপ্তাহ ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ আজও একই থাকবে কলকাতা ও তৎসংলগ্ন এলাকা (Light rainfall in West Bengal) ৷

Weather Update in Bengal
পশ্চিমবঙ্গের আবহাওয়া
author img

By

Published : Dec 10, 2021, 7:35 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর : স্যাঁতসেতে আবহাওয়ার মধ্যে হঠাৎ হালকা বৃষ্টিতে নাজেহাল নগরজীবন । বৃহস্পতিবার দুপুরের পরে আচমকা মুখ গোমড়া আকাশের হালকা বৃষ্টি কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের ঠাণ্ডার ভাব বাড়িয়েছে । তারই রেশ ধরে শুক্রবারও আকাশের মুখ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাবস দিয়েছে আবহাওয়া দফতর । সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে (Light rainfall in West Bengal) ৷

জাওয়াদ চলে যাওয়ার পরও কেন এই বৃষ্টি ? তাহলে কি ফের নিম্নচাপের ভ্রুকুটি ? তবে এটা ঠিক জওয়াদ শক্তি খুইয়ে নিম্নচাপ হয়ে বঙ্গে প্রবেশ করার পরেও বাতাসে তার জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট রয়েছে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের ঠেলায় সেই জলীয় বাষ্প বাংলা থেকে পূর্ব দিকে সরছে । ফলে আবহাওয়ার জলীয় বাষ্প মুক্ত হতে কয়েক দিন সময় লাগবে । তার ফলে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে । আর দিনভর একটা স্যাঁতসেতে ভাব বজায় থাকবে ।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ ৷ উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Horoscope for 10th December: আর্থিক দিক থেকে ভাল দিন কাটবে কর্কট রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

ইতিমধ্যে জাওয়াদের ফলে চাষের ক্ষতি হয়েছে । এখন ঘন কুয়াশায় যান চলাচল প্রভাবিত হচ্ছে, বিমানের ওঠানামায় দেরি হচ্ছে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ।

ভিজে ভিজে আবহাওয়ায় ঠাণ্ডা অনুভব হলেও তা শীতের আগমনবার্তা নয় । বরং শীত এখনও কিছুটা দূরে । চলতি সপ্তাহের শেষে এই ভেজা ভাব কাটলে, শীতের আগমন সহজ হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । বলা যায় শীত পড়ার জন্য নতুন সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে ।

কলকাতা, 10 ডিসেম্বর : স্যাঁতসেতে আবহাওয়ার মধ্যে হঠাৎ হালকা বৃষ্টিতে নাজেহাল নগরজীবন । বৃহস্পতিবার দুপুরের পরে আচমকা মুখ গোমড়া আকাশের হালকা বৃষ্টি কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের ঠাণ্ডার ভাব বাড়িয়েছে । তারই রেশ ধরে শুক্রবারও আকাশের মুখ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাবস দিয়েছে আবহাওয়া দফতর । সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে (Light rainfall in West Bengal) ৷

জাওয়াদ চলে যাওয়ার পরও কেন এই বৃষ্টি ? তাহলে কি ফের নিম্নচাপের ভ্রুকুটি ? তবে এটা ঠিক জওয়াদ শক্তি খুইয়ে নিম্নচাপ হয়ে বঙ্গে প্রবেশ করার পরেও বাতাসে তার জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট রয়েছে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের ঠেলায় সেই জলীয় বাষ্প বাংলা থেকে পূর্ব দিকে সরছে । ফলে আবহাওয়ার জলীয় বাষ্প মুক্ত হতে কয়েক দিন সময় লাগবে । তার ফলে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে । আর দিনভর একটা স্যাঁতসেতে ভাব বজায় থাকবে ।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ ৷ উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Horoscope for 10th December: আর্থিক দিক থেকে ভাল দিন কাটবে কর্কট রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

ইতিমধ্যে জাওয়াদের ফলে চাষের ক্ষতি হয়েছে । এখন ঘন কুয়াশায় যান চলাচল প্রভাবিত হচ্ছে, বিমানের ওঠানামায় দেরি হচ্ছে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ।

ভিজে ভিজে আবহাওয়ায় ঠাণ্ডা অনুভব হলেও তা শীতের আগমনবার্তা নয় । বরং শীত এখনও কিছুটা দূরে । চলতি সপ্তাহের শেষে এই ভেজা ভাব কাটলে, শীতের আগমন সহজ হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । বলা যায় শীত পড়ার জন্য নতুন সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.