কলকাতা, 9 অগস্ট: দেরীতে হলেও বৃষ্টি তার ইনিংসের গতি বাড়াচ্ছে । মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে দুই বঙ্গেই বৃষ্টি হচ্ছে । উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে । ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিত হবে না । এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে ।
দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। গত দু'দিনের মত আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় । আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও দুই বর্ধমান জেলায় । উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে । অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ।
কলকাতায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে ৷ দিনভর মেঘলা আকাশ থাকবে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে, তাপমাত্রার পরিসংখ্যান বলছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97 শতাংশ । বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার । আজ বুধবার কলকাতা এবং তার আশপাশের এলাকায় দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন : জীবনকে নতুন করে সাজাতে পারবে তুলা, বাকিদের ভাগ্য়ে কী আছে; জানুন রাশিফলে