ETV Bharat / state

West Bengal Weather Update: বর্ষার ঘাটতি বঙ্গজুড়ে, জোড়া ঘূর্ণাবর্তে হালকা বৃষ্টির পূর্বাভাস - বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে এক জোড়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও তাতে বঙ্গে বিশেষ প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে ৷

Etv Bharat
আবহাওয়ার খবর
author img

By

Published : Jul 19, 2023, 6:35 AM IST

Updated : Jul 19, 2023, 6:47 AM IST

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাসের বক্তব্য

কলকাতা, 19 জুলাই: ফের ঘাটতি বৃষ্টিতে । জুন থেকে বৃষ্টিপাতের যে পরিসংখ্যান মিলেছে তাতে উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা কম হয়েছে । উত্তরে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কম । ফলে বঙ্গের বর্ষা পরিস্থিতির সামগ্রিক ছবিতে ঘাটতি ধরা পড়ছে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর দুটো ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও তাতে বাংলার কোনও লাভ নেই । কারণ ঘূর্ণাবর্ত দুটোর অভিমুখই ওড়িশার দিকে । ফলে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিই আগামী পাঁচদিন জুটবে বঙ্গের ভাগ্যে।

আষাঢ় পেরিয়ে শ্রাবণ চলে এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । এর ফলে বিশেষ করে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে । একটি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে । আগামী 48 ঘণ্টায় এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে এবং মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগর চাঁদবালি এবং আম্বিকাপুরের উপরে রয়েছে । এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলাঙ্গানায় । এই সিস্টেমের ফলে আমাদের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 36 শতাংশ, কলকাতায় 47 শতাংশ এছাড়াও গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে 13 শতাংশ ।

এই সিস্টেমের ফলে বর্ষার ঘাটতি খুব একটা মিটবে না । কলকাতা-সহ দুই বঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই । এই সিস্টেমের জন্য 21 জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন : দৈব যোগ সিংহের, বাকিদের ভাগ্য়ে কি আছে জানুন রাশিফলে

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাসের বক্তব্য

কলকাতা, 19 জুলাই: ফের ঘাটতি বৃষ্টিতে । জুন থেকে বৃষ্টিপাতের যে পরিসংখ্যান মিলেছে তাতে উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা কম হয়েছে । উত্তরে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কম । ফলে বঙ্গের বর্ষা পরিস্থিতির সামগ্রিক ছবিতে ঘাটতি ধরা পড়ছে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর দুটো ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও তাতে বাংলার কোনও লাভ নেই । কারণ ঘূর্ণাবর্ত দুটোর অভিমুখই ওড়িশার দিকে । ফলে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিই আগামী পাঁচদিন জুটবে বঙ্গের ভাগ্যে।

আষাঢ় পেরিয়ে শ্রাবণ চলে এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । এর ফলে বিশেষ করে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে । একটি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে । আগামী 48 ঘণ্টায় এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে এবং মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগর চাঁদবালি এবং আম্বিকাপুরের উপরে রয়েছে । এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলাঙ্গানায় । এই সিস্টেমের ফলে আমাদের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 36 শতাংশ, কলকাতায় 47 শতাংশ এছাড়াও গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে 13 শতাংশ ।

এই সিস্টেমের ফলে বর্ষার ঘাটতি খুব একটা মিটবে না । কলকাতা-সহ দুই বঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই । এই সিস্টেমের জন্য 21 জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন : দৈব যোগ সিংহের, বাকিদের ভাগ্য়ে কি আছে জানুন রাশিফলে

Last Updated : Jul 19, 2023, 6:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.