কলকাতা, 23 অগস্ট: প্রবল বৃষ্টিতে ভাসছে পাহাড়। অস্বস্তিকর গরমে দগ্ধ সমতল। উত্তর এবং দক্ষিণবঙ্গে এমনই বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে। এই অস্বস্তিকর পরিস্থিতি চলতি সপ্তাহজুড়েই চলবে। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখার স্থান পরিবর্তনের জেরেই এমন চিত্র। বর্তমানে বালুরঘাটের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এটি আরও উত্ত দিকে সরবে। আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার নাগাদ উত্তর- দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। যার ফলে উত্তরবঙ্গে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় এই সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে। বৃষ্টির সম্ভাবনাও কম। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে ৷ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের বেশি কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
একটানা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়বে । নিচু এলাকা জলমগ্ন হবে । দার্জিলিং ও কালিম্পং উপরের এই দুই জেলায় ধস নামার আশঙ্কা রয়েছে । গতকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34.2 ডিগ্রি এবং 28.6 ডিগ্রি সেলসিয়াস । দুটোই স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।