ETV Bharat / state

Bengal Shines in ICSE-ISC: দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য - Bengal Shines in ICSE ISC

আইসিএসই ও আইএসসি-তে মেধাতালিকায় প্রথম স্থান দখল করে নিল দুই বঙ্গসন্তান ৷ আইসিএসই-তে দেশের মধ্যে প্রথম হয়েছে বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায় ৷ আইএসসি-তে দেশে প্রথম হয়েছে কলকাতার মান্য গুপ্ত ৷

ICSE-ISC Result 2023
দেশে প্রথম বাংলা
author img

By

Published : May 14, 2023, 4:48 PM IST

Updated : May 14, 2023, 5:51 PM IST

কলকাতা, 14 মে: প্রকাশিত হল সিআইএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গোটা দেশে আইসিএসই ও আইএসসি-তে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন বাংলার দুই পড়ুয়া ৷ আইসিএসই-তে দেশজুড়ে 9 জন প্রথম স্থানে রয়েছে ৷ সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়ের ৷ তার প্রাপ্ত নম্বর 499 অর্থাৎ 99.8 শতাংশ ৷ অপরদিকে, আইএসসি-তে দেশজুড়ে যে 5 জন প্রথম স্থানাধিকারীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্ত ৷ তার প্রাপ্ত নম্বর 399 ৷ 99.75 শতাংশ নম্বর পেয়েছে সে ৷

আইএসসি-র রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 18 জন ৷ তাদের মধ্যে প্রথম 10 জনের নাম একনজরে দেখে নেব...

1শুভম কুমার আগরওয়ালসেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর399
1মান্য গুপ্তহেরিটেজ স্কুল, কলকাতা399
2শুভশ্রী সাহুজিডি বিড়লা স্কুল, কলকাতা398
2সিদ্ধার্থ কুমার দুগারএমসি কেজরিওয়াল স্কুল, হাওড়া398
2অনুষ্কা সামন্তঅ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, বেলঘড়িয়া398
2অনুষা মাইতিপ্র্যাট মেমোরিয়াল, কলকাতা398
2ঐশী গঙ্গোপাধ্যায়জিডি বিড়লা স্কুল, কলকাতা398
2অন্তরা বন্দ্যোপাধ্যায়মডার্ন হাই স্কুল, কলকাতা398
3মেঘমালা দাশগুপ্তঅক্সিলিয়াম কনভেন্ট স্কুল, কলকাতা397
3উপাসনা দাসজিডি বিড়লা স্কুল, কলকাতা397

আইসিএসই-তে রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 22 জন ৷ তাদের মধ্যে মেধাতালিকায় থাকা প্রথম 10 জনের নাম দেখে নেব একনজরে...

1সম্বিত মুখোপাধ্যায়সেন্ট জেভিয়ার্স স্কুল, পূর্ব বর্ধমান499
2অনুরাগ নন্দীঅ্যাসেম্বলি অফ গড চার্চ, কলকাতা498
2তৃষা বেহানিনর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি, মালদা498
2শ্রেয়সী বিশ্বাসদে পাল স্কুল, কলকাতা498
2সাবিকী ইবন খানবিবেকানন্দ মিশন, জোকা498
2আরণ্যক রায়গার্ডেন হাই স্কুল, কলকাতা498
3ঐশী চক্রবর্তীক্যালকাটা গার্লস, কলকাতা497
3মহিকা দেবিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুর497
3অন্তরা দাঁইস্ট ওয়েস্ট মডেল স্কুল, বর্ধমান497
3শিলাজিৎ ঘোষসেন্ট মাইকেল স্কুল, শিলিগুড়ি497

আইসিএসই-তে দেশজুড়ে পাশের হার 98.94 শতাংশ ৷ আর আইএসসি-তে দেশজুড়ে পাশের হার 96.93 শতাংশ ৷ পাশের হারের নিরিখে দুটি ক্ষেত্রেই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে মেয়েদের পাশের হার 99.21 শতাংশ ৷ যেখানে ছেলেদের পাশের হার 92.71 শতাংশ ৷ আর আইএসসি-তে মেয়েদের পাশের হার 98.01 শতাংশ ও ছেলেদের পাশের হার 95.96 শতাংশ ৷

আইসিএসই-তে রাজ্যে পাশের হার 98.71 শতাংশ আর আইএসসি-তে রাজ্যে পাশের হার 96.88 শতাংশ ৷ রাজ্যেও দুটি ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে রাজ্যে মেয়েদের পাশের হার 99.01 শতাংশ আর ছেলেদের পাশের হার 98.47 শতাংশ ৷ আর আইএসসি-তে রাজ্য়ে মেয়েদের পাশের হার 98.04 শতাংশ এবং ছেলেদের পাশের হার 35.88 শতাংশ ৷

আরও পড়ুন: আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার, জেনে নিন কীভাবে দেখবেন নিজের ফলাফল

কলকাতা, 14 মে: প্রকাশিত হল সিআইএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গোটা দেশে আইসিএসই ও আইএসসি-তে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন বাংলার দুই পড়ুয়া ৷ আইসিএসই-তে দেশজুড়ে 9 জন প্রথম স্থানে রয়েছে ৷ সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়ের ৷ তার প্রাপ্ত নম্বর 499 অর্থাৎ 99.8 শতাংশ ৷ অপরদিকে, আইএসসি-তে দেশজুড়ে যে 5 জন প্রথম স্থানাধিকারীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্ত ৷ তার প্রাপ্ত নম্বর 399 ৷ 99.75 শতাংশ নম্বর পেয়েছে সে ৷

আইএসসি-র রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 18 জন ৷ তাদের মধ্যে প্রথম 10 জনের নাম একনজরে দেখে নেব...

1শুভম কুমার আগরওয়ালসেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর399
1মান্য গুপ্তহেরিটেজ স্কুল, কলকাতা399
2শুভশ্রী সাহুজিডি বিড়লা স্কুল, কলকাতা398
2সিদ্ধার্থ কুমার দুগারএমসি কেজরিওয়াল স্কুল, হাওড়া398
2অনুষ্কা সামন্তঅ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, বেলঘড়িয়া398
2অনুষা মাইতিপ্র্যাট মেমোরিয়াল, কলকাতা398
2ঐশী গঙ্গোপাধ্যায়জিডি বিড়লা স্কুল, কলকাতা398
2অন্তরা বন্দ্যোপাধ্যায়মডার্ন হাই স্কুল, কলকাতা398
3মেঘমালা দাশগুপ্তঅক্সিলিয়াম কনভেন্ট স্কুল, কলকাতা397
3উপাসনা দাসজিডি বিড়লা স্কুল, কলকাতা397

আইসিএসই-তে রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 22 জন ৷ তাদের মধ্যে মেধাতালিকায় থাকা প্রথম 10 জনের নাম দেখে নেব একনজরে...

1সম্বিত মুখোপাধ্যায়সেন্ট জেভিয়ার্স স্কুল, পূর্ব বর্ধমান499
2অনুরাগ নন্দীঅ্যাসেম্বলি অফ গড চার্চ, কলকাতা498
2তৃষা বেহানিনর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি, মালদা498
2শ্রেয়সী বিশ্বাসদে পাল স্কুল, কলকাতা498
2সাবিকী ইবন খানবিবেকানন্দ মিশন, জোকা498
2আরণ্যক রায়গার্ডেন হাই স্কুল, কলকাতা498
3ঐশী চক্রবর্তীক্যালকাটা গার্লস, কলকাতা497
3মহিকা দেবিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুর497
3অন্তরা দাঁইস্ট ওয়েস্ট মডেল স্কুল, বর্ধমান497
3শিলাজিৎ ঘোষসেন্ট মাইকেল স্কুল, শিলিগুড়ি497

আইসিএসই-তে দেশজুড়ে পাশের হার 98.94 শতাংশ ৷ আর আইএসসি-তে দেশজুড়ে পাশের হার 96.93 শতাংশ ৷ পাশের হারের নিরিখে দুটি ক্ষেত্রেই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে মেয়েদের পাশের হার 99.21 শতাংশ ৷ যেখানে ছেলেদের পাশের হার 92.71 শতাংশ ৷ আর আইএসসি-তে মেয়েদের পাশের হার 98.01 শতাংশ ও ছেলেদের পাশের হার 95.96 শতাংশ ৷

আইসিএসই-তে রাজ্যে পাশের হার 98.71 শতাংশ আর আইএসসি-তে রাজ্যে পাশের হার 96.88 শতাংশ ৷ রাজ্যেও দুটি ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে রাজ্যে মেয়েদের পাশের হার 99.01 শতাংশ আর ছেলেদের পাশের হার 98.47 শতাংশ ৷ আর আইএসসি-তে রাজ্য়ে মেয়েদের পাশের হার 98.04 শতাংশ এবং ছেলেদের পাশের হার 35.88 শতাংশ ৷

আরও পড়ুন: আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার, জেনে নিন কীভাবে দেখবেন নিজের ফলাফল

Last Updated : May 14, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.