ETV Bharat / state

'আপনার ছেলের ক্ষতি করব না', কথা দিলেন প্রহৃত বাবুল ! - ক্যান্সার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ

যাদবপুরের ঘটনায় অসহায়ভাবে হাতজোড় করে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন ক্যান্সার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ ৷ আর্তি একটাই, ছেলে দেবাঞ্জন বল্লভকে যেন ক্ষমা করেন বাবুল ৷ সাড়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ আজ টুইট করেন, 'চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের ৷

ছবি
author img

By

Published : Sep 21, 2019, 9:37 AM IST

Updated : Sep 22, 2019, 2:15 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ তারপরের ঘটনাক্রমে উত্তপ্ত রাজনৈতিক মহল ৷ কেন্দ্রীয় মন্ত্রীর চুল টেনে মারমুখী হয়ে উঠল ছাত্ররা ৷ চলল বিক্ষোভ ৷ শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসতে হয় স্বয়ং রাজ্যপালকে ৷ পরিণাম যে ভয়ঙ্কর হতে চলেছে তা জানাই ছিল ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR-ও৷ ঘটনায় যুক্ত ছিল তাঁর ছেলেও ৷ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি৷ তারপরই ছেলের ভবিষ্যতের আশঙ্কা ঘুম কেড়েছে অসুস্থ মায়ের ৷ তাই আর স্থির থাকতে পারেননি ৷ অসহায়ভাবে হাতজোড় করে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ক্যান্সার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ ৷ আর্তি একটাই, ছেলে দেবাঞ্জন বল্লভকে যেন ক্ষমা করেন বাবুল ৷

সাড়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ আজ টুইট করেন, 'চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও FIR তো করিইনি - কারোকে করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না ৷ তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন ৷'

ভিডিয়োয় শুনুন দেবাঞ্জনের মায়ের বক্তব্য

তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত দেবাঞ্জনের মা ৷ চলছে কেমোথেরাপি ৷ কিন্তু এখন কেমোর থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ছেলের অপরিণামদর্শী কাজ ৷ কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে প্রকাশ্যে এসেছে তাঁর ছেলেরও ছবি ৷ সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ৷ TV, সংবাদপত্রে নিজের ছেলের ছবি দেখে চিন্তিত মা ৷ তাই ছেলের জীবন ও ভবিষ্যত রক্ষায় বাবুল সুপ্রিয়র কাছে ক্ষমা চেয়েছেন তিনি ৷ বলেছেন ক্যান্সার আক্রান্ত মায়ের কথা ভেবে যেন ছেলেকে ক্ষমা করে দেওয়া হয় ৷

দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলের কমার্সের শিক্ষক ৷ তিনিও ছেলেকে নিয়ে শঙ্কিত ৷ এদিকে নানা দপ্তর থেকে ছেলের খোঁজ শুরু হয়েছে৷ যদিও ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করছে দেবাঞ্জন ৷ বলছেন BJP-র IT সেল তার ছবি বিকৃত করে ছড়াচ্ছে ৷ কিন্তু এইসব কিছুর ঊর্ধ্বে এখন ছেলের ভবিষ্যৎ ৷ তাই তর্কে বিতর্কে না গিয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মা ৷ সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই ছবি ৷ আজ তা উল্লেখ করে টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ বলেন, "চিন্তা করবেন না মাসিমা ৷ কোনও ক্ষতি করব না আপনার ছেলের৷ তাড়াতাড়ি সেরে উঠুন ৷"

কলকাতা, 21 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ তারপরের ঘটনাক্রমে উত্তপ্ত রাজনৈতিক মহল ৷ কেন্দ্রীয় মন্ত্রীর চুল টেনে মারমুখী হয়ে উঠল ছাত্ররা ৷ চলল বিক্ষোভ ৷ শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসতে হয় স্বয়ং রাজ্যপালকে ৷ পরিণাম যে ভয়ঙ্কর হতে চলেছে তা জানাই ছিল ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR-ও৷ ঘটনায় যুক্ত ছিল তাঁর ছেলেও ৷ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি৷ তারপরই ছেলের ভবিষ্যতের আশঙ্কা ঘুম কেড়েছে অসুস্থ মায়ের ৷ তাই আর স্থির থাকতে পারেননি ৷ অসহায়ভাবে হাতজোড় করে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ক্যান্সার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ ৷ আর্তি একটাই, ছেলে দেবাঞ্জন বল্লভকে যেন ক্ষমা করেন বাবুল ৷

সাড়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ আজ টুইট করেন, 'চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও FIR তো করিইনি - কারোকে করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না ৷ তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন ৷'

ভিডিয়োয় শুনুন দেবাঞ্জনের মায়ের বক্তব্য

তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত দেবাঞ্জনের মা ৷ চলছে কেমোথেরাপি ৷ কিন্তু এখন কেমোর থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ছেলের অপরিণামদর্শী কাজ ৷ কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে প্রকাশ্যে এসেছে তাঁর ছেলেরও ছবি ৷ সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ৷ TV, সংবাদপত্রে নিজের ছেলের ছবি দেখে চিন্তিত মা ৷ তাই ছেলের জীবন ও ভবিষ্যত রক্ষায় বাবুল সুপ্রিয়র কাছে ক্ষমা চেয়েছেন তিনি ৷ বলেছেন ক্যান্সার আক্রান্ত মায়ের কথা ভেবে যেন ছেলেকে ক্ষমা করে দেওয়া হয় ৷

দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলের কমার্সের শিক্ষক ৷ তিনিও ছেলেকে নিয়ে শঙ্কিত ৷ এদিকে নানা দপ্তর থেকে ছেলের খোঁজ শুরু হয়েছে৷ যদিও ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করছে দেবাঞ্জন ৷ বলছেন BJP-র IT সেল তার ছবি বিকৃত করে ছড়াচ্ছে ৷ কিন্তু এইসব কিছুর ঊর্ধ্বে এখন ছেলের ভবিষ্যৎ ৷ তাই তর্কে বিতর্কে না গিয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মা ৷ সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই ছবি ৷ আজ তা উল্লেখ করে টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ বলেন, "চিন্তা করবেন না মাসিমা ৷ কোনও ক্ষতি করব না আপনার ছেলের৷ তাড়াতাড়ি সেরে উঠুন ৷"

Last Updated : Sep 22, 2019, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.