ETV Bharat / state

অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্যপাল, ডাকলেন মমতাকে

author img

By

Published : Jun 14, 2019, 9:01 PM IST

Updated : Jun 15, 2019, 1:19 PM IST

অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন রাজ্যপাল । তবে, মুখ্যমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি ।

রাজ্যপাল

কলকাতা, 14 জুন : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তবে মুখ্যমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি ।

NRS-র ঘটনার পর কেটে গেছে চারদিন । যত সময় গেছে, পরিস্থিতি হয়েছে ততটাই ঘোরালো । একদিকে, সকাল থেকে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শুরু হয়েছে গণইস্তফা । অন্যদিকে, ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ নিয়েছে রাজ্য, তা জানতে চেয়ে প্রশসানকে সাতদিন সময় দিয়েছে হাইকোর্ট । এদিকে, মারধরের প্রতিবাদে শহরের রাজপথে নেমেছেন চিকিৎসকরা । পা মিলিয়েছেন অপর্ণা সেন, রূপম ইসলামও ।

এই সংক্রান্ত খবর : আন্দোলনকারীদের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

এদিকে, আজ আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । পরে বলেন, "পরিবহ ভালো আছে ।" আপনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলবেন ? এর উত্তরে রাজ্যপাল বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি । আমি তাঁকে ফোন করেছিলাম, কিন্তু, এখনও পর্যন্ত তিনি তার কোনও উত্তর দেননি । যদি তিনি আমায় ফোন করেন, তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব । আমি ওঁকে ডেকেছি । উনি আসুন । তারপর কথা হবে ।"

এই সংক্রান্ত খবর : "ভালো আছে পরিবহ", দেখা করার পর বললেন রাজ্যপাল

কলকাতা, 14 জুন : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তবে মুখ্যমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি ।

NRS-র ঘটনার পর কেটে গেছে চারদিন । যত সময় গেছে, পরিস্থিতি হয়েছে ততটাই ঘোরালো । একদিকে, সকাল থেকে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শুরু হয়েছে গণইস্তফা । অন্যদিকে, ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ নিয়েছে রাজ্য, তা জানতে চেয়ে প্রশসানকে সাতদিন সময় দিয়েছে হাইকোর্ট । এদিকে, মারধরের প্রতিবাদে শহরের রাজপথে নেমেছেন চিকিৎসকরা । পা মিলিয়েছেন অপর্ণা সেন, রূপম ইসলামও ।

এই সংক্রান্ত খবর : আন্দোলনকারীদের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

এদিকে, আজ আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । পরে বলেন, "পরিবহ ভালো আছে ।" আপনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলবেন ? এর উত্তরে রাজ্যপাল বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি । আমি তাঁকে ফোন করেছিলাম, কিন্তু, এখনও পর্যন্ত তিনি তার কোনও উত্তর দেননি । যদি তিনি আমায় ফোন করেন, তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব । আমি ওঁকে ডেকেছি । উনি আসুন । তারপর কথা হবে ।"

এই সংক্রান্ত খবর : "ভালো আছে পরিবহ", দেখা করার পর বললেন রাজ্যপাল

sample description
Last Updated : Jun 15, 2019, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.