ETV Bharat / state

কাকে খুশি করতে জয়শ্রীরামের বিরোধিতা করছেন বুঝি না : অর্জুন - jai sri ram

কাকে খুশি করতে উনি জয়শ্রীরামের বিরোধিতা করছেন বুঝতে পারছি না । উনি হিন্দুও নন, মুসলিমও নন । উনি কোন ধর্মের ভগবান জানেন । নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।

অর্জুন সিং
author img

By

Published : Jun 4, 2019, 5:01 PM IST

Updated : Jun 4, 2019, 5:42 PM IST

কলকাতা, 4 জুন : "কাকে খুশি করতে উনি জয়শ্রীরামের বিরোধিতা করছেন বুঝতে পারছি না । মুসলিমরা যখন আল্লা-হো-আকবর বলে, তখন তো কোনও হিন্দুর কষ্ট হয় না । তেমনই হিন্দুরা যখন জয়শ্রীরাম বলে তখনও মুসলিম ভাইদের কষ্ট হয় না । উনি হিন্দুও নন, মুসলিমও নন । উনি কোন ধর্মের ভগবানই জানেন ।" নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।

লোকসভা নির্বাচনের পর ভাটপাড়া পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর BJP-তে যোগ দেন । এপ্রসঙ্গে উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "কিছু কাউন্সিলরকে ভয় দেখিয়ে অর্জুন সিং একাজ করেছে ।" এর উত্তরে আজ ব্যারাকপুরের সাংসদ বলেন, "ও তো আইনটাই বোঝে না । ওরাই তো আইন তৈরি করেছে, যার ফলে দু'বছর কোনও অনাস্থা আনা যাবে না । নিজেরা আইন তৈরি করে নিজেরাই যদি ভুলে যায়, তাহলে তার কী জবাব দেব ?"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

লোকসভায় অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস । তাই জন্য কি তিনি BJP-তে গেছেন ? এপ্রসঙ্গে অর্জুন বলেন, "আমার সৌভাগ্য যে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমায় টিকিট দেননি । ওই টিকিটে লড়লে আমিও হেরে যেতাম ।"

লোকসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং । নির্বাচনী ফলাফলে দেখা যায় উত্তর 24 পরগনায় বেশ ভালো ফল করেছে তারা । কিন্তু, সেই তুলনায় দক্ষিণ 24 পরগনায় রেজ়াল্ট ভালো নয় BJP-র । এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ বলেন, "দল যদি দায়িত্ব দেয়, তাহলে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, বীরভূমটাও আমি দেখব ।" বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (কেষ্ট) আক্রমণ করে বলেন, "উনি কাগুজে না সত্যিকারের বাঘ, সেটার ফয়সালা হবে ময়দানে ।"

কলকাতা, 4 জুন : "কাকে খুশি করতে উনি জয়শ্রীরামের বিরোধিতা করছেন বুঝতে পারছি না । মুসলিমরা যখন আল্লা-হো-আকবর বলে, তখন তো কোনও হিন্দুর কষ্ট হয় না । তেমনই হিন্দুরা যখন জয়শ্রীরাম বলে তখনও মুসলিম ভাইদের কষ্ট হয় না । উনি হিন্দুও নন, মুসলিমও নন । উনি কোন ধর্মের ভগবানই জানেন ।" নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।

লোকসভা নির্বাচনের পর ভাটপাড়া পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর BJP-তে যোগ দেন । এপ্রসঙ্গে উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "কিছু কাউন্সিলরকে ভয় দেখিয়ে অর্জুন সিং একাজ করেছে ।" এর উত্তরে আজ ব্যারাকপুরের সাংসদ বলেন, "ও তো আইনটাই বোঝে না । ওরাই তো আইন তৈরি করেছে, যার ফলে দু'বছর কোনও অনাস্থা আনা যাবে না । নিজেরা আইন তৈরি করে নিজেরাই যদি ভুলে যায়, তাহলে তার কী জবাব দেব ?"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

লোকসভায় অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস । তাই জন্য কি তিনি BJP-তে গেছেন ? এপ্রসঙ্গে অর্জুন বলেন, "আমার সৌভাগ্য যে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমায় টিকিট দেননি । ওই টিকিটে লড়লে আমিও হেরে যেতাম ।"

লোকসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং । নির্বাচনী ফলাফলে দেখা যায় উত্তর 24 পরগনায় বেশ ভালো ফল করেছে তারা । কিন্তু, সেই তুলনায় দক্ষিণ 24 পরগনায় রেজ়াল্ট ভালো নয় BJP-র । এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ বলেন, "দল যদি দায়িত্ব দেয়, তাহলে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, বীরভূমটাও আমি দেখব ।" বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (কেষ্ট) আক্রমণ করে বলেন, "উনি কাগুজে না সত্যিকারের বাঘ, সেটার ফয়সালা হবে ময়দানে ।"

Intro:ছবি.. Body:ছবিConclusion:
Last Updated : Jun 4, 2019, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.