ETV Bharat / state

এমন মানুষকে মা হিসেবে পেয়ে গর্বিত : সুগত বসু - Former MP Krishna Basu's death

মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলে সুগত বসু । জানাতে ভুললেন না এমন মানুষকে মা হিসেব পেয়ে তিনি গর্বিত ।

sugata on krishna
সুগত বসু
author img

By

Published : Feb 22, 2020, 5:29 PM IST

Updated : Feb 22, 2020, 6:20 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : 1996 সালে তৃণমূলের টিকিটে রাজনীতিতে প্রবেশ । প্রথমবারই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয় । রাজনৈতিক পরিবারের বধূ হলেও রাজনীতি থেকে দূরেই ছিলেন । একটিবারের জন্য তাঁর কাছ থেকে পাঠ নিতে মুখিয়ে থাকত হাজার হাজার কলেজ পড়ুয়া । শিক্ষা জগতে বরাবরই বিচরণ তাঁর । 89 বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা বসু । মায়ের মৃত্যুতে শোকাহত ছেলে সুগত বসু । তবে, জানাতে ভুললেন না এমন মানুষকে মা হিসেব পেয়ে তিনি গর্বিত ।

বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গতকাল রাত 10টা 20 মিনিটে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । প্রাক্তন এই সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজসেবী থেকে শিক্ষাবিদ । শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আরেক প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণা বসুর ছেলে শিক্ষাবিদ সুগত বসু । মা'কে নিয়ে বলতে গিয়ে তিনি তাঁর বাবা ও মা'র মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য সকলের সামনে জানান । সুগত বসু বলেন, বাবাকে সকলে শ্রদ্ধা করতেন আর মা'কে সকলে ভালোবাসতেন । মা শুধু আমার মা ছিলেন না । অনেকের মা ছিলেন । আজ তাঁদেরও আমি সান্ত্বনা দিচ্ছি ।

দেখুন কী বললেন সুগত বসু

রাজনীতিতে কৃষ্ণা বসু প্রসঙ্গে বলতে গিয়ে সুগত বসু আরও বলেন, মা অন্য ধরনের রাজনীতি করতেন । আমি গর্বিত এমন একজনকে মা হিসেবে পেয়ে । আমার শিক্ষা, শিক্ষকতার শিক্ষা সবটাই মা'র কাছ থেকে পাওয়া ।

নিজেকে রাজনীতিবিদের থেকে শিক্ষাবিদ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন কৃষ্ণা বসু । তাঁর মৃত্যুতে শিক্ষা মহলে অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন অনেকে ।

কলকাতা, 22 ফেব্রুয়ারি : 1996 সালে তৃণমূলের টিকিটে রাজনীতিতে প্রবেশ । প্রথমবারই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয় । রাজনৈতিক পরিবারের বধূ হলেও রাজনীতি থেকে দূরেই ছিলেন । একটিবারের জন্য তাঁর কাছ থেকে পাঠ নিতে মুখিয়ে থাকত হাজার হাজার কলেজ পড়ুয়া । শিক্ষা জগতে বরাবরই বিচরণ তাঁর । 89 বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা বসু । মায়ের মৃত্যুতে শোকাহত ছেলে সুগত বসু । তবে, জানাতে ভুললেন না এমন মানুষকে মা হিসেব পেয়ে তিনি গর্বিত ।

বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গতকাল রাত 10টা 20 মিনিটে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । প্রাক্তন এই সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজসেবী থেকে শিক্ষাবিদ । শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আরেক প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণা বসুর ছেলে শিক্ষাবিদ সুগত বসু । মা'কে নিয়ে বলতে গিয়ে তিনি তাঁর বাবা ও মা'র মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য সকলের সামনে জানান । সুগত বসু বলেন, বাবাকে সকলে শ্রদ্ধা করতেন আর মা'কে সকলে ভালোবাসতেন । মা শুধু আমার মা ছিলেন না । অনেকের মা ছিলেন । আজ তাঁদেরও আমি সান্ত্বনা দিচ্ছি ।

দেখুন কী বললেন সুগত বসু

রাজনীতিতে কৃষ্ণা বসু প্রসঙ্গে বলতে গিয়ে সুগত বসু আরও বলেন, মা অন্য ধরনের রাজনীতি করতেন । আমি গর্বিত এমন একজনকে মা হিসেবে পেয়ে । আমার শিক্ষা, শিক্ষকতার শিক্ষা সবটাই মা'র কাছ থেকে পাওয়া ।

নিজেকে রাজনীতিবিদের থেকে শিক্ষাবিদ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন কৃষ্ণা বসু । তাঁর মৃত্যুতে শিক্ষা মহলে অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন অনেকে ।

Last Updated : Feb 22, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.