ETV Bharat / state

কলকাতায় স্পায়ের আড়ালে মধুচক্রের আসর, উদ্ধার 4 যুবতি - honey trap behind spa center

কলকাতার S N ব্যানার্জি রোডে স্পায়ের আড়ালে মধুচক্রের পরদা ফাঁস করল পুলিশ । সেখান থেকে চারজন যুবতিকে উদ্ধার করা হয় এবং চক্রের ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ।

S N ব্যানার্জির ওই স্পা সেন্টার
author img

By

Published : Aug 3, 2019, 6:37 PM IST

কলকাতা, 3 অগাস্ট : ফের স্পায়ের আড়ালে মধুচক্রের পরদা ফাঁস করল পুলিশ । এবার S N ব্যানার্জি রোড । ইউনিসেক্স স্পা 'মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পা'-এর আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ । উদ্ধার করা হয় চার যুবতিকে । সেখান থেকে ওই চক্রের ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় । মোট ন'জনকে আজ আদালতে তোলা হয়েছে ।

শপিংমল থেকে শুরু করে অভিজাত এলাকা । কলকাতায় এখন স্পায়ের রমরমা । কিন্তু এই স্পা পার্লারগুলির একাংশের আড়ালে চলছে বেআইনি কাজ কারবার । মূলত মধুচক্রের আসর বসছে সেখানে । চলতি সপ্তাহেই দক্ষিণ কলকাতার 'দ্য থাই রিট্রিট' নামে স্পা ও ম্যাসাজ পার্লারে অভিযান চালায় পুলিশ । নানা সূত্র থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পায়, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর । গতকাল হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুই থাইল্যান্ডের যুবতিসহ আরও এক যৌন কর্মীকে । ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজারসহ এক দালালকেও । তবে, এবার আর থাই স্পা নয় । S N ব্যানার্জি রোডের এই স্পাটির ব্যাপারে কিছু দিন নানা খবর পাচ্ছিলেন লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার অফিসাররা । সেই সূত্রেই গত রাতে হানা দেওয়া হয় মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পায়ে ।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় আপত্তিজনক অবস্থায় পাওয়া যায় দুই কাস্টমারকে । তদন্তকারীরা জানতে পারেন, এই মধুচক্রটি চালাত মূলত ম্যানেজার । গ্রেপ্তার করা হয় দুই দালালসহ ম্যানেজারকে । উদ্ধার করা হয় চার যুবতিকে ।

কলকাতা, 3 অগাস্ট : ফের স্পায়ের আড়ালে মধুচক্রের পরদা ফাঁস করল পুলিশ । এবার S N ব্যানার্জি রোড । ইউনিসেক্স স্পা 'মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পা'-এর আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ । উদ্ধার করা হয় চার যুবতিকে । সেখান থেকে ওই চক্রের ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় । মোট ন'জনকে আজ আদালতে তোলা হয়েছে ।

শপিংমল থেকে শুরু করে অভিজাত এলাকা । কলকাতায় এখন স্পায়ের রমরমা । কিন্তু এই স্পা পার্লারগুলির একাংশের আড়ালে চলছে বেআইনি কাজ কারবার । মূলত মধুচক্রের আসর বসছে সেখানে । চলতি সপ্তাহেই দক্ষিণ কলকাতার 'দ্য থাই রিট্রিট' নামে স্পা ও ম্যাসাজ পার্লারে অভিযান চালায় পুলিশ । নানা সূত্র থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পায়, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর । গতকাল হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুই থাইল্যান্ডের যুবতিসহ আরও এক যৌন কর্মীকে । ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজারসহ এক দালালকেও । তবে, এবার আর থাই স্পা নয় । S N ব্যানার্জি রোডের এই স্পাটির ব্যাপারে কিছু দিন নানা খবর পাচ্ছিলেন লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার অফিসাররা । সেই সূত্রেই গত রাতে হানা দেওয়া হয় মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পায়ে ।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় আপত্তিজনক অবস্থায় পাওয়া যায় দুই কাস্টমারকে । তদন্তকারীরা জানতে পারেন, এই মধুচক্রটি চালাত মূলত ম্যানেজার । গ্রেপ্তার করা হয় দুই দালালসহ ম্যানেজারকে । উদ্ধার করা হয় চার যুবতিকে ।

Intro:কলকাতা, ৩ অগাস্ট: ফের স্পায়ের আড়ালে মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এবার এস এন ব্যানার্জি রোডে। ইউনিসেক্স ওই স্পাটির নাম মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পা। এই স্পায়ের আড়ালেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনায় উদ্ধার করা হয়েছে ৪ যুবতীকে। ম্যানেজার সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জনকেই আজ আদালতে তোলা হবে।
Body:শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা। কলকাতায় এখন স্পায়ের রমরমা। কিন্তু এই স্পা পার্লার গুলির একাংশের আড়ালে চলছে বেআইনি কাজ কারবার। মুলত মধুচক্রের আসর বসছে সেখানে। চলতি সপ্তাহেই দক্ষিণ কলকাতা “দ্য থাই রিট্রিট" নামে স্পা ও ম্যাসাজ পার্লারে অভিযান চালায় পুলিশ। নানা সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পায়, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর। হাতেনাতে গ্রেপ্তার করা হয় ২ থাইল্যান্ডের যুবতী সহ আরও এক সেক্স ওয়ার্কারকে। তার মধ্যে দুজন দুই কাস্টমারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ এক দালালকেও। তবে এবার আর থাই স্পা নয়। একশন ব্যানার্জী রোডের এই স্পাটির ব্যাপারে বেশকিছু দিন নানা খবর পাচ্ছিলেন লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং শাখার অফিসাররা। সেই সূত্রেই গত রাতে হানা দেওয়া হয় মাইন্ড এন্ড বডি বিউটি পার্লার এন্ড স্পায়ে।
Conclusion:পুলিশ সূত্রে খবর, ঘটনায় আপত্তিজনক অবস্থায় পাওয়া যায় দুই কাস্টমারকে। তদন্তকারীরা জানতে পারেন, এই মধুচক্রটি চালাত মুলত ম্যানেজার। গ্রেফতার করা হয় দুই দালালসহ ম্যানেজারকে। উদ্ধার করা হয় ৪ যুবতীকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.