কলকাতা, 4 মে : সকাল থেকেই রাজ্যের রেড জ়োনগুলিতেও রাস্তায় বেরিয়ে পড়ল মানুষ । গন্তব্য মদের দোকান । সেখানে ভিড় করে দাড়িয়ে পরেন লাইনে । লকডাউনের মাঝে সামাজিক দূরত্ব না মেনেই সেই লাইন দেখে হস্তক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ । কোথাও কোথাও ঘটেছে লাঠিচার্জের ঘটনা । লালবাজারের তরফে সরাসরি মদের দোকান না খোলার পরামর্শ দেওয়া হয় বলে সূত্রের খবর । পুলিশের সেই পরামর্শ মেনে নিল রাজ্য সরকার । রীতিমতো আইনের পরিবর্তন এনে মদের হোম ডেলিভারি এবং অনলাইন বিক্রির অনুমোদন দেওয়া হল । ভিড় এড়াতেই নবান্নের এই কৌশল ।
এতদিন পর্যন্ত রাজ্যে অনলাইনে মদ বিক্রি নিষিদ্ধ ছিল । শুধুমাত্র দোকান, বার, পাব কিংবা অনুমোদিত ক্লাবে পাওয়া যেত মদ । লকডাউনের মাঝে কেন্দ্রীয় সরকার কনটেনমেন্ট জ়োন ছাড়া সর্বত্র মদের দোকান খোলার অনুমতি দেয় । আর তারপরই রাজ্য আবগারি দপ্তর আজ থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে । তার জন্য অবশ্য রাখা হয়েছে বেশ কিছু গাইডলাইন ।
আবগারি দপ্তরের গাইডলাইন বলছে, মদের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মানতে হবে ছ'ফুটের দূরত্ব । মাস্ক না পড়ে গেলে মদ বিক্রি করা যাবে না । দোকানদারদের স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । সামাজিক দূরত্ব বজায় রাখতে টোকেন সিস্টেম চালু করা যেতে পারে । শপিং কমপ্লেক্সগুলিতে থাকা মদের দোকান খোলা যাবে না । খোলা যাবে শুধুমাত্র অফ শপ দোকান । দেশি মদের ক্ষেত্রেও অন শপ চালানো যাবে না । তবে কন্টেনমেন্ট জ়োনে দোকানগুলো খোলা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার । কিন্তু আজ সকাল থেকেই দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না । ফলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় ।
তারপরেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, অনলাইনে মদ বিক্রি করা যাবে । করা যাবে হোম ডেলিভারি । শুধুমাত্র নির্দেশিকা দিয়েই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকার । সরকারি তরফে জানানো হয়েছে, হোম ডেলিভারিতে রাজ্য সরকার দোকানগুলিকে বেশি উৎসাহ দিচ্ছে । যাতে দোকানে মানুষ ভিড় না করে ।