ETV Bharat / state

রাসবিহারীতে মাথায় আঘাত করে লুট, গ্রেপ্তার অভিযুক্ত

রাতের অন্ধকারে মাথায় রডের আঘাত করে লুট ৷ অভিযুক্ত গ্রেপ্তার ৷ আজ আলিপুর আদালতে পেশ করা হবে ৷

hit on the head and snatched at rashbihari
রাসবিহারীতে মাথায় আঘাত করে লুট
author img

By

Published : Aug 17, 2020, 3:59 PM IST

কলকাতা, 17 অগাস্ট : রাতের কলকাতার চেনা ছবিগুলো এখন আর দেখা যায় না । রাতভর মানুষের আনাগোনা লেগে থাকে না । কোরোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে কলকাতার চেনা ছবির কোলাজ । তার সুযোগ নিয়ে রাসবিহারীর মতো গুরুত্বপূর্ণ মোড়ের কাছেই মাথার পিছনে রড দিয়ে মেরে লুটপাট চলল । ঘটনার তদন্তে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত । তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ।

স্বাধীনতা দিবসের দিন রাত 12 টা নাগাদ সরশুনার বাসিন্দা অজয় কুমার প্রসাদ বাড়ি ফেরার জন্য গাড়ির জন্য উদ্যত ছিল ৷ রাসবিহারী এভিনিউ আর প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে তিনি ট্যাক্সি ধরার চেষ্টা করছিলেন । সেই সময় হঠাৎ অজয়ের মাথার পিছনে দুষ্কৃতীরা রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ ৷ কিছু বোঝার আগেই মানিব্যাগ এবং মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

জানা গেছে, শনিবার মানিব্যাগে 2000 টাকা ছাড়াও ছিল অজয়বাবুর পরিচয় পত্রসহ কিছু জরুরি কাগজপত্র । অজয়বাবুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার জেরে মামলা রুজু করে টালিগঞ্জ থানা । পুলিশ খতিয়ে দেখে ওই রাস্তার CCTV ফুটেজ । চিহ্নিত করা হয় অভিযুক্তকে ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম অজয় গায়েন ওরফে চিন্ডি ৷ বয়স 21 ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের অলকা নামক স্থানের বাসিন্দা ৷ অথচ থাকে কালী টেম্পেল রোডের নাইট শেল্টারে । গতরাতে তাকে 42 নম্বর কালীঘাট রোডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় । তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় 2000 টাকা, অভিযোগকারীর মানিব্যাগ, পরিচয় পত্র,খোয়া যাওয়া জরুরি কাগজপত্র এবং স্মার্ট ফোন ।

কলকাতা, 17 অগাস্ট : রাতের কলকাতার চেনা ছবিগুলো এখন আর দেখা যায় না । রাতভর মানুষের আনাগোনা লেগে থাকে না । কোরোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে কলকাতার চেনা ছবির কোলাজ । তার সুযোগ নিয়ে রাসবিহারীর মতো গুরুত্বপূর্ণ মোড়ের কাছেই মাথার পিছনে রড দিয়ে মেরে লুটপাট চলল । ঘটনার তদন্তে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত । তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ।

স্বাধীনতা দিবসের দিন রাত 12 টা নাগাদ সরশুনার বাসিন্দা অজয় কুমার প্রসাদ বাড়ি ফেরার জন্য গাড়ির জন্য উদ্যত ছিল ৷ রাসবিহারী এভিনিউ আর প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে তিনি ট্যাক্সি ধরার চেষ্টা করছিলেন । সেই সময় হঠাৎ অজয়ের মাথার পিছনে দুষ্কৃতীরা রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ ৷ কিছু বোঝার আগেই মানিব্যাগ এবং মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

জানা গেছে, শনিবার মানিব্যাগে 2000 টাকা ছাড়াও ছিল অজয়বাবুর পরিচয় পত্রসহ কিছু জরুরি কাগজপত্র । অজয়বাবুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার জেরে মামলা রুজু করে টালিগঞ্জ থানা । পুলিশ খতিয়ে দেখে ওই রাস্তার CCTV ফুটেজ । চিহ্নিত করা হয় অভিযুক্তকে ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম অজয় গায়েন ওরফে চিন্ডি ৷ বয়স 21 ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের অলকা নামক স্থানের বাসিন্দা ৷ অথচ থাকে কালী টেম্পেল রোডের নাইট শেল্টারে । গতরাতে তাকে 42 নম্বর কালীঘাট রোডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় । তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় 2000 টাকা, অভিযোগকারীর মানিব্যাগ, পরিচয় পত্র,খোয়া যাওয়া জরুরি কাগজপত্র এবং স্মার্ট ফোন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.