কলকাতা, 12 মে : নদিয়ার পলাশিপাড়া এলাকায় একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় পলাশিপাড়া থানার কাছে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট (High Court Summons for Case Diary in Nadia Palashipara Murder Case)। 19 মে-র মধ্যে আদালতে কেস ডায়েরি জমা করতে হবে পুলিশকে । পাশাপাশি পলাশীপাড়া থানার ওসিকে ওই পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি । ঘটনার পর থেকে পুলিশ এখনও পর্যন্ত যা তদন্ত করেছে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে 19 মে -র মধ্য়ে ।
রাজ্যের তরফে জানানো হয় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে । বিচারপতি রাজা শেখার মান্থা নদিয়া জেলার এসপি ইশানী পালকে নির্দেশ দিয়েছেন এই তদন্তের তদারকি করতে । রাজ্যের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে । একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় বিজেপির তরফে বিচারবিভাগীয় তদন্ত অথবা সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে ।
গত 2 মে মধ্যরাতে পলাশিপাড়ার বাসিন্দা ডোমন রাজোয়ার (63) ও তাঁর স্ত্রী সুনিতা রাজোয়ার (55) ও কন্যা মালা মণ্ডলকে(28) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা ৷ প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পলাশীপাড়া থানার পুলিশ আসে ৷ এরপর সিআইডি এই ঘটনার তদন্তভার নিলেও এখনও পর্যন্ত কীসের ভিত্তিতে খুন পুলিশ তার কিনারা করতে পারেনি ।
মামলাকারীদের অভিযোগ ছিল পুলিশ ডোমন রাজোয়ারের 11 বছরের নাতনির গোপন জবানবন্দি নিতে অনেক দেরি করেছে ৷ পাশাপাশি ঘটনাস্থল পুলিশ ভাল করে সিল করেনি, ফলে পাড়ার লোকজন অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে । সেই কারণেই এই ঘটনার বিচারবিভাগীয় অথবা সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন ।
আরও পড়ুন : Nadia Murder : নদিয়ায় একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন