ETV Bharat / state

24 ঘণ্টায় 18 ! রাজ্যে নয়া রেকর্ড কোরোনা আক্রান্তের - রাজ্যে সর্বোচ্চ মৃত্যু কোরোনায়

আজ রাজ্যে 18 জনের মৃ্ত্যু হয়েছে । যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Jul 3, 2020, 9:48 PM IST

কলকাতা, 3 জুলাই : একদিনে সর্বোচ্চ কোরোনাআক্রান্ত রাজ্যে । গত 24 ঘণ্টায়মৃতের সংখ্যাও সর্বাধিক । কোরোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত 717 জনের মৃত্যু হল রাজ্যে । এর মধ্যে আজ 18 জনের মৃত্যু হয়েছে । লাফিয়ে বাড়ছেআক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায়রাজ্যে মোট 669 জনেরশরীরে COVID-19-র সন্ধান মিলেছে । যা এ পর্যন্ত সর্বোচ্চ ।

গতকালপর্যন্ত রাজ্যে কোরোনায় 699 জনেরমৃত্যু হয়েছিল । আজ 18 জনেরমৃত্যু হওয়ায়, সেইসংখ্যা বেড়ে দাঁড়ায় 717 ।মৃতদের মধ্যে বেশ কয়েকজন কোরোনা ছাড়াও একাধিক রোগে আক্রান্ত ছিলেন । পাশাপাশিবেড়েছে আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় 669 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজমিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 20 হাজার 488 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তেরসংখ্য়া ছিল 19 হাজার819 ।আজ 534 জনহাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এ নিয়ে রাজ্যে মোট 13 হাজার 571 জন সুস্থ হয়ে উঠলেন । আজ রাজ্যেসুস্থতার হার 66.23 শতাংশ। গত কয়েক দিনের নিরিখে বাড়ছে সুস্থতার হারও ।

রাজ্যেগতকাল পর্যন্ত 5 লাখ 8 হাজার 1 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ 11 হাজার53 জনেরনমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 5 লাখ 19 হাজার 54 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি10 লাখে5 হাজার 767 জনের পরীক্ষা করা হয়েছে । নমুনাপরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়েছে । যার পরিমাণ 3.95 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনাপরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 51 । এই সপ্তাহে নতুন কোনও ল্যাবরেটরি যুক্ত হয়নি । পাশাপাশিএকটি ল্য়াবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

বর্তমানে, রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারেরসংখ্য়া 582 ।এই মুহূর্তে সেখানে 6 হাজার 287 জন রয়েছেন । এ পর্যন্ত সরকারিকোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 97 হাজার 807 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 21 হাজার 394 জন রয়েছেন । এই মুহূর্তে হোমকোয়ারানটিনে রয়েছেন 51 হাজার770 জন। ছাড়া পেয়েছেন 2 লাখ 69 হাজার 624 জন । ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 3 হাজার 33টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করাহয়েছে । বর্তমানে সেখানে 14 হাজার771 জনরয়েছেন । ছাড়া পেয়েছেন 2 লাখ 54 হাজার 320 জন ।

এইমুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 78 । এর মধ্যে 25টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনাহাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 458 ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোটভেন্টিলেটরের সংখ্য়া 395 ।রাজ্যে মোট সেফ সেন্টারের সংখ্যা 106 । সেন্টারগুলিতে শয্যা সংখ্যা 6,908 । অল্পবিস্তর উপসর্গ নিয়ে বর্তমানেসেখানে 347 জনরয়েছেন ।

কলকাতা, 3 জুলাই : একদিনে সর্বোচ্চ কোরোনাআক্রান্ত রাজ্যে । গত 24 ঘণ্টায়মৃতের সংখ্যাও সর্বাধিক । কোরোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত 717 জনের মৃত্যু হল রাজ্যে । এর মধ্যে আজ 18 জনের মৃত্যু হয়েছে । লাফিয়ে বাড়ছেআক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায়রাজ্যে মোট 669 জনেরশরীরে COVID-19-র সন্ধান মিলেছে । যা এ পর্যন্ত সর্বোচ্চ ।

গতকালপর্যন্ত রাজ্যে কোরোনায় 699 জনেরমৃত্যু হয়েছিল । আজ 18 জনেরমৃত্যু হওয়ায়, সেইসংখ্যা বেড়ে দাঁড়ায় 717 ।মৃতদের মধ্যে বেশ কয়েকজন কোরোনা ছাড়াও একাধিক রোগে আক্রান্ত ছিলেন । পাশাপাশিবেড়েছে আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় 669 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজমিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 20 হাজার 488 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তেরসংখ্য়া ছিল 19 হাজার819 ।আজ 534 জনহাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এ নিয়ে রাজ্যে মোট 13 হাজার 571 জন সুস্থ হয়ে উঠলেন । আজ রাজ্যেসুস্থতার হার 66.23 শতাংশ। গত কয়েক দিনের নিরিখে বাড়ছে সুস্থতার হারও ।

রাজ্যেগতকাল পর্যন্ত 5 লাখ 8 হাজার 1 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ 11 হাজার53 জনেরনমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 5 লাখ 19 হাজার 54 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি10 লাখে5 হাজার 767 জনের পরীক্ষা করা হয়েছে । নমুনাপরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়েছে । যার পরিমাণ 3.95 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনাপরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 51 । এই সপ্তাহে নতুন কোনও ল্যাবরেটরি যুক্ত হয়নি । পাশাপাশিএকটি ল্য়াবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

বর্তমানে, রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারেরসংখ্য়া 582 ।এই মুহূর্তে সেখানে 6 হাজার 287 জন রয়েছেন । এ পর্যন্ত সরকারিকোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 97 হাজার 807 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 21 হাজার 394 জন রয়েছেন । এই মুহূর্তে হোমকোয়ারানটিনে রয়েছেন 51 হাজার770 জন। ছাড়া পেয়েছেন 2 লাখ 69 হাজার 624 জন । ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 3 হাজার 33টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করাহয়েছে । বর্তমানে সেখানে 14 হাজার771 জনরয়েছেন । ছাড়া পেয়েছেন 2 লাখ 54 হাজার 320 জন ।

এইমুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 78 । এর মধ্যে 25টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনাহাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 458 ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোটভেন্টিলেটরের সংখ্য়া 395 ।রাজ্যে মোট সেফ সেন্টারের সংখ্যা 106 । সেন্টারগুলিতে শয্যা সংখ্যা 6,908 । অল্পবিস্তর উপসর্গ নিয়ে বর্তমানেসেখানে 347 জনরয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.