ETV Bharat / state

Buddhadeb Bhattacharjee Health Update: ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, শনিবার বাড়ি ফিরতে পারেন

Health Update of Former CM Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা উন্নতির পথে ৷ গতকাল রাতের পর আজ তাঁকে ফের এক ইউনিট রক্ত দেওয়া হতে পারে ৷ তাঁর ফুসফুসের সংক্রমণও কিছুটা ঠিক কমেছে ৷ আগামিকাল পর্যন্ত তাঁর অ্যান্টিবায়োটিক চলবে ৷

Buddhadeb Bhattacharjee Health Update ETV BHARAT
Buddhadeb Bhattacharjee Health Update
author img

By

Published : Aug 2, 2023, 10:34 AM IST

Updated : Aug 2, 2023, 11:01 AM IST

কলকাতা, 2 অগস্ট: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 10-এর নীচে রয়েছে ৷ তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম ৷ ফলে গতকাল রাতে তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে ৷ আজ ফের তাঁর হিমোগ্লোবিন পরীক্ষা হবে ৷ সেই রিপোর্ট দেখে আরও এক ইউনিট রক্ত দেওয়া হতে পারে ৷ তার আগে আজ 11 সদস্যের মেডিক্যাল টিম ফের একবার বৈঠকে বসবে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখবেন তাঁরা ৷

অন্যদিকে, ফুসফুসের সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চলছে বুদ্ধবাবুর ৷ বৃহস্পতিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে ৷ তারপর ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে ৷ সেই রিপোর্ট ইতিবাচক হলে শনিবারই বাড়ি ফিরতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তবে, সার্বিকভাবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির পথে বলে জানা যাচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে তাঁর আরও কয়েকটি পরীক্ষা হবে ৷ সেই রিপোর্টেই স্পষ্ট হবে ঠিক কতটা কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ ৷

উল্লেখ্য়, গত শনিবার বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সংকটজনক অবস্থায় ভরতি করানো হয় ৷ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করে জানান, দু’টি ফুসফুসেই সংক্রমণ রয়েছে বুদ্ধবাবুর ৷ এই পরিস্থিতিতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ দ্রুত তাঁকে ইনভেনসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় ৷ সেখানে প্রায় 2 দিন থাকার পর গত সোমবার জ্ঞান ফেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ এর পর তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয় ৷ আগামিকাল থেকে তিনি অল্পবিস্তর কথাও বলছেন ৷ সম্পূর্ণ সচেতন রয়েছেন ৷

আরও পড়ুন: আগের থেকে অনেক উন্নতি, কিন্তু সংকটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য

এমনকী মঙ্গলবার চিকিৎসকদের কাছে বাড়ি যাওয়ার আবদার করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়ার কথাও বলেন ৷ কিন্তু, তাঁর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উনি চাইলেই তা সম্ভব নয় ৷ আর বাড়ি ফেরানোর কোনও প্রশ্নই নেই ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা যা, তাতে আগামী শনিবারের আগে চিকিৎসকরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারবেন না ৷

কলকাতা, 2 অগস্ট: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 10-এর নীচে রয়েছে ৷ তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম ৷ ফলে গতকাল রাতে তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে ৷ আজ ফের তাঁর হিমোগ্লোবিন পরীক্ষা হবে ৷ সেই রিপোর্ট দেখে আরও এক ইউনিট রক্ত দেওয়া হতে পারে ৷ তার আগে আজ 11 সদস্যের মেডিক্যাল টিম ফের একবার বৈঠকে বসবে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখবেন তাঁরা ৷

অন্যদিকে, ফুসফুসের সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চলছে বুদ্ধবাবুর ৷ বৃহস্পতিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে ৷ তারপর ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে ৷ সেই রিপোর্ট ইতিবাচক হলে শনিবারই বাড়ি ফিরতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তবে, সার্বিকভাবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির পথে বলে জানা যাচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে তাঁর আরও কয়েকটি পরীক্ষা হবে ৷ সেই রিপোর্টেই স্পষ্ট হবে ঠিক কতটা কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ ৷

উল্লেখ্য়, গত শনিবার বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সংকটজনক অবস্থায় ভরতি করানো হয় ৷ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করে জানান, দু’টি ফুসফুসেই সংক্রমণ রয়েছে বুদ্ধবাবুর ৷ এই পরিস্থিতিতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ দ্রুত তাঁকে ইনভেনসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় ৷ সেখানে প্রায় 2 দিন থাকার পর গত সোমবার জ্ঞান ফেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ এর পর তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয় ৷ আগামিকাল থেকে তিনি অল্পবিস্তর কথাও বলছেন ৷ সম্পূর্ণ সচেতন রয়েছেন ৷

আরও পড়ুন: আগের থেকে অনেক উন্নতি, কিন্তু সংকটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য

এমনকী মঙ্গলবার চিকিৎসকদের কাছে বাড়ি যাওয়ার আবদার করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়ার কথাও বলেন ৷ কিন্তু, তাঁর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উনি চাইলেই তা সম্ভব নয় ৷ আর বাড়ি ফেরানোর কোনও প্রশ্নই নেই ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা যা, তাতে আগামী শনিবারের আগে চিকিৎসকরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারবেন না ৷

Last Updated : Aug 2, 2023, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.