কলকাতা , 14 অগস্ট : আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ কমলা সর্তকতা জারি করেছে । এই জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এই জেলাগুলিতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । মাঝে মধ্যেই বজ্রবিদ্যতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে ।
আরও পড়ুন : River Embankment Damaged : বেড়েই চলেছে জলস্তর, আরও বিপন্ন গঙ্গার বাঁধ
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা মুজফফরপুর, শ্রীনিকেতন, হলদিয়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর সঙ্গেই মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে এই দুইয়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে। এই জলীয়বাষ্প থেকেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর দরুণ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে ঘনঘন বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে । কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন : Landslide : টানা বৃষ্টির জেরে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া মেট্রো লাইনে ধস
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ।