কলকাতা, 2 এপ্রিল : আংশিক মেঘলা আকাশে রোদের তাপ সেভাবে অনুভূত না হলেও গরম রয়েছে তার চেনা ছন্দে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তা আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে । বঙ্গে এখনও নেই কালবৈশাখীর দেখা ৷ তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহাওয়া (West Bengal Weather Update) । যেটুকু বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় সবটাই উত্তরবঙ্গে ।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । চৈত্রের গরমে বৃষ্টির কথা সব অর্থেই স্বস্তির । চৈত্র মাসে গরমের এই মারকুটে ব্যাটিং যে বৈশাখে কী ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা নয় বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই । স্বস্তির খবর যে গরম সেভাবে মাত্রা ছাড়াবে না । অন্তত আলিপুর আবহাওয়া অফিস থেকে এমনটাই জানা গিয়েছে ।
আরও পড়ুন : আপনার ব্যবসা কি পার্টনারশিপে রয়েছে, যদি থাকে তাহলে লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে
রবিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কমে 33.1 ডিগ্রিতে পৌঁছেছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 26.9 ডিগ্রি স্পর্শ করেছে। শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। বাতাসের আপেক্ষিক আদ্রতা 89 শতাংশ, যে কারণে অস্বস্তি বাড়ছে।