ETV Bharat / state

DA Case Hearing : মেলা, খেলা চললেও রাজ্য সরকার ডিএ দিতে নারাজ; অভিযোগ কর্মচারীদের

author img

By

Published : Apr 27, 2022, 10:15 PM IST

রাজ্য সরকারি কর্মচারী পরিষদের অভিযোগ, ডিএ মামলার বারবার পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার (DA Case Hearing) ৷ মামলার শুনানিতে বারবার সময় নেওয়া হচ্ছে রাজ্যের তরফে ৷ তাঁদের দাবি, মামলায় হার নিশ্চিত জেনেই রাজ্য সরকার সময় নষ্ট করছে ৷

DA Case Hearing
DA Case Hearing

কলকাতা, 27 এপ্রিল : ফের পিছিয়ে গেল রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলার শুনানি ৷ দীর্ঘদিন ধরে এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ঘুরে ফের কলকাতা হাইকোর্টের বিচারাধীন ৷ আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু মামলাটি আগামিকাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন রাজ্য সরকারের পক্ষের আইনজীবী ৷ ফলে এদিনও ঝুলে রইল ডিএ মামলার শুনানি ৷

বুধবার, আদালতের বাইরে এই নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, ডিএ মামলার বারবার পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার ৷ মামলার শুনানিতে বারবার সময় নেওয়া হচ্ছে রাজ্যের তরফে ৷ তাঁদের দাবি, মামলায় হার নিশ্চিত জেনেই রাজ্য সরকার সময় নষ্ট করছে ৷ কর্মচারী পরিষদের তরফে দেবাশিস সেন বলেন, "রাজ্য সরকার লক্ষীর ভাণ্ডারে টাকা দেবে ৷ মারোয়াড়ি পরিষদে টাকা দিচ্ছে । খেলা, মেলা চলছেই ৷ সরকার তবু কর্মচারীদের ডিএ দেবে না । দেশের কোথাও 6 বছর ধরে ডিএ আটকে নেই । কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ দেবেন না বলে আদালতের নির্দেশ সত্ত্বেও বারবার আইনি গোলকধাঁধায় সময় নষ্ট করাচ্ছেন ।"

কর্মচারীদের তরফের আইনজীবী ফিরদৌস সামিম বলেন, "মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের তাঁদের আইনসিদ্ধ অধিকার না দেওয়া বেআইনি । আর রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সেটাই করে চলেছে ।" প্রসঙ্গত, 2016 সাল থেকে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে একাধিকবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ঘুরে ফের হাইকোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে । কিন্তু সেখানেও শুনানিতে অহেতুক বারবার সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ ।

মেলা, খেলা চললেও রাজ্য সরকার ডিএ দিতে নারাজ; অভিযোগ কর্মচারীদের

আরও পড়ুন : PIL on VC Appointment : উপাচার্য নিয়োগে মানা হয়নি ইউজিসি গাইডলাইন ! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

উল্লেখ্য, 2018 সালের 31 অগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানায়, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার । তবে দুটো বিষয় দু'মাসের মধ্যে ঠিক করতে নির্দেশ দেওয়া হয় স্যাটকে (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) ৷

(1) রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর হার কেন্দ্র সরকারি কর্মচারীদের সমহারে হবে কি না ?

(2) রাজ্যেরই কিছু কর্মচারী আছে যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের যুব হস্টেলে নিযুক্ত । তাঁরা কেন্দ্র সরকারি কর্মচারীদের হারেই ডিএ পান । রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি এদের মতোই ডিএ পাবে ?

এরপর স্যাট ও পরে মূল্যবৃদ্ধির নিরিখে কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দিলেও এই সরকারের হেলদোল নেই বলে অভিযোগের সুর রাজ্য সরকারী কর্মচারীদের ।

কলকাতা, 27 এপ্রিল : ফের পিছিয়ে গেল রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলার শুনানি ৷ দীর্ঘদিন ধরে এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ঘুরে ফের কলকাতা হাইকোর্টের বিচারাধীন ৷ আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু মামলাটি আগামিকাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন রাজ্য সরকারের পক্ষের আইনজীবী ৷ ফলে এদিনও ঝুলে রইল ডিএ মামলার শুনানি ৷

বুধবার, আদালতের বাইরে এই নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, ডিএ মামলার বারবার পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার ৷ মামলার শুনানিতে বারবার সময় নেওয়া হচ্ছে রাজ্যের তরফে ৷ তাঁদের দাবি, মামলায় হার নিশ্চিত জেনেই রাজ্য সরকার সময় নষ্ট করছে ৷ কর্মচারী পরিষদের তরফে দেবাশিস সেন বলেন, "রাজ্য সরকার লক্ষীর ভাণ্ডারে টাকা দেবে ৷ মারোয়াড়ি পরিষদে টাকা দিচ্ছে । খেলা, মেলা চলছেই ৷ সরকার তবু কর্মচারীদের ডিএ দেবে না । দেশের কোথাও 6 বছর ধরে ডিএ আটকে নেই । কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ দেবেন না বলে আদালতের নির্দেশ সত্ত্বেও বারবার আইনি গোলকধাঁধায় সময় নষ্ট করাচ্ছেন ।"

কর্মচারীদের তরফের আইনজীবী ফিরদৌস সামিম বলেন, "মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের তাঁদের আইনসিদ্ধ অধিকার না দেওয়া বেআইনি । আর রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সেটাই করে চলেছে ।" প্রসঙ্গত, 2016 সাল থেকে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে একাধিকবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ঘুরে ফের হাইকোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে । কিন্তু সেখানেও শুনানিতে অহেতুক বারবার সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ ।

মেলা, খেলা চললেও রাজ্য সরকার ডিএ দিতে নারাজ; অভিযোগ কর্মচারীদের

আরও পড়ুন : PIL on VC Appointment : উপাচার্য নিয়োগে মানা হয়নি ইউজিসি গাইডলাইন ! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

উল্লেখ্য, 2018 সালের 31 অগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানায়, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার । তবে দুটো বিষয় দু'মাসের মধ্যে ঠিক করতে নির্দেশ দেওয়া হয় স্যাটকে (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) ৷

(1) রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর হার কেন্দ্র সরকারি কর্মচারীদের সমহারে হবে কি না ?

(2) রাজ্যেরই কিছু কর্মচারী আছে যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের যুব হস্টেলে নিযুক্ত । তাঁরা কেন্দ্র সরকারি কর্মচারীদের হারেই ডিএ পান । রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি এদের মতোই ডিএ পাবে ?

এরপর স্যাট ও পরে মূল্যবৃদ্ধির নিরিখে কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দিলেও এই সরকারের হেলদোল নেই বলে অভিযোগের সুর রাজ্য সরকারী কর্মচারীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.