ETV Bharat / state

স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে ইন্ধন, কঠোর ব্যবস্থার পথে এম আর বাঙুর কর্তৃপক্ষ

author img

By

Published : Apr 4, 2020, 1:22 PM IST

বিক্ষোভের জেরে নষ্ট হচ্ছে হাসপাতালের শৃঙ্খলা । তাই যারা নার্স, সাফাইকর্মীদের ভুল বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে এম আর বাঙুর কর্তৃপক্ষ ।

corona
কোরোনা

কলকাতা, 4 এপ্রিল : চিকিৎসক, নার্স, সাফাইকর্মীদের ভুল বোঝানো হচ্ছে । ফলে, বার বার তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন । আর এতে নষ্ট হচ্ছে হাসপাতালের শৃঙ্খলা । তাই যারা নার্স, সাফাইকর্মীদের ভুল বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে এম আর বাঙুর কর্তৃপক্ষ ।

এম আর বাঙুরের নতুন বিল্ডিংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা সংক্রমণ সন্দেহে যাঁদের আনা হচ্ছে তাঁদের এখানেই চিকিৎসা করা হচ্ছে । কোরোনা আক্রান্তদেরও চিকিৎসা করা হচ্ছে এখানেই । এবার থেকে এই হাসপাতালের পুরানো বিল্ডিংয়েও কোরোনা চিকিৎসা হবে বলে গতকাল জানতে পারেন সেখানকার চিকিৎসক, নার্স ও সাফাইকর্মীরা । এরপরই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁদের একাংশ । তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোরোনায় আক্রান্তদের চিকিৎসায় যুক্তদের স্বাস্থ্য সুরক্ষায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । নেই পর্যাপ্ত PPE কিট । এরপরই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

কর্তৃপক্ষের তরফে বিক্ষোভকারীদের জানানো হয়, পুরানো বিল্ডিংয়ে এই রোগের পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের প্রত্যেকেরই সুরক্ষা নিশ্চিত করা হবে । সকলকেই দেওয়া হবে PPE কিট । এরপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয় । সূত্রের খবর অনুযায়ী, যখন কর্তৃপক্ষের তরফে বিক্ষোভকারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের কে বা কারা বলেছেন পুরানো বিল্ডিংয়ে কোরোনা চিকিৎসার সঙ্গে যুক্তদের PPE কিট দেওয়া হবে না ? তখনই তাঁরা জানান, ভুল বোঝানো হয়েছে তাঁদের । এরপরই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ করতে শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের অনুমান, যারা হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাফাইকর্মীদের ভুল বোঝাচ্ছে তারা হাতেগোনা কয়েকজন । তাই চিহ্নিত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

অন্যদিকে গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এম আর বাঙুরকে কোরোনা হাসপাতালে পরিণত করা হবে । তাই ওই হাসপাতালের অন্যান্য রোগীদের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ও SSKM-এ স্থানান্তরিত করা হবে ।

কলকাতা, 4 এপ্রিল : চিকিৎসক, নার্স, সাফাইকর্মীদের ভুল বোঝানো হচ্ছে । ফলে, বার বার তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন । আর এতে নষ্ট হচ্ছে হাসপাতালের শৃঙ্খলা । তাই যারা নার্স, সাফাইকর্মীদের ভুল বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে এম আর বাঙুর কর্তৃপক্ষ ।

এম আর বাঙুরের নতুন বিল্ডিংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা সংক্রমণ সন্দেহে যাঁদের আনা হচ্ছে তাঁদের এখানেই চিকিৎসা করা হচ্ছে । কোরোনা আক্রান্তদেরও চিকিৎসা করা হচ্ছে এখানেই । এবার থেকে এই হাসপাতালের পুরানো বিল্ডিংয়েও কোরোনা চিকিৎসা হবে বলে গতকাল জানতে পারেন সেখানকার চিকিৎসক, নার্স ও সাফাইকর্মীরা । এরপরই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁদের একাংশ । তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোরোনায় আক্রান্তদের চিকিৎসায় যুক্তদের স্বাস্থ্য সুরক্ষায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । নেই পর্যাপ্ত PPE কিট । এরপরই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

কর্তৃপক্ষের তরফে বিক্ষোভকারীদের জানানো হয়, পুরানো বিল্ডিংয়ে এই রোগের পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের প্রত্যেকেরই সুরক্ষা নিশ্চিত করা হবে । সকলকেই দেওয়া হবে PPE কিট । এরপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয় । সূত্রের খবর অনুযায়ী, যখন কর্তৃপক্ষের তরফে বিক্ষোভকারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের কে বা কারা বলেছেন পুরানো বিল্ডিংয়ে কোরোনা চিকিৎসার সঙ্গে যুক্তদের PPE কিট দেওয়া হবে না ? তখনই তাঁরা জানান, ভুল বোঝানো হয়েছে তাঁদের । এরপরই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ করতে শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের অনুমান, যারা হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাফাইকর্মীদের ভুল বোঝাচ্ছে তারা হাতেগোনা কয়েকজন । তাই চিহ্নিত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

অন্যদিকে গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এম আর বাঙুরকে কোরোনা হাসপাতালে পরিণত করা হবে । তাই ওই হাসপাতালের অন্যান্য রোগীদের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ও SSKM-এ স্থানান্তরিত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.