কলকাতা, 2 অগস্ট: পাঁচদিনের বদলে আপাতত সাতদিন অ্যান্টিবায়োটিক চলবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের । এর আগে জানা গিয়েছিল, সংক্রমণ কমাতে বৃহস্পতিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ তারপর ফের তাঁর শারীরিক পরীক্ষা করার কথা ছিল ৷ সেই রিপোর্ট ভালো এলে শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছিল ৷ কিন্তু সেই সিদ্ধান্তে বদল এসেছে ৷ তবে জানা গিয়েছে, এদিন আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তবে রাইলস টিউব দিয়ে যেহেতু তাঁকে এখন খাওয়ানো হচ্ছে, তাই এখন তাঁকে আম খেতে দেওয়া সম্ভব নয় জানিয়েছেন চিকিৎসকরা ৷ কয়েকদিন পর তাঁকে আম খেতে দেওয়া হতে পারে ৷
বুধবার দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনায় বসেছিল মেডিক্যাল বোর্ড । সেই বৈঠকের পরে বোর্ডের সদস্য চিকিৎসক সরোজ মণ্ডল জানান, আপাতত শনিবার পর্যন্ত আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হবে । বর্তমানে চার ঘণ্টা করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে তাঁকে এবং এক ঘন্টা বাইপ্যাপ ছাড়াও থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ফলে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই বিষয়ে সম্ভবত শনিবার কিছু পরীক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ৷
আরও পড়ুন: হরিয়ানার সাম্প্রতিক অশান্তি ও মহারাষ্ট্রে আরপিএফের ঘটনায় বিবৃতি জারি সিপিএম পলিটব্যুরো'র
বুধবার এই চিকিৎসকদের বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ তিনি নিজে একজন চিকিৎসক হওয়ায় এর আগেও মেডিক্যাল বোর্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ এদিন বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গেও দেখাও করেন এই বাম নেতারা ৷ সূর্যকান্ত মিশ্র বলেন, "উনার শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে । আমার সঙ্গে কথা হয়েছে । আমি আর বিমান দা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি । আমাদের যা জিজ্ঞাসা করার ছিল এবং ওনাদের যা বলার ছিল সবটাই আলোচনা হয়েছে । উনার অবস্থা আগের থেকে অনেক ভালো, আমার সঙ্গে কথা হয়েছে । আমরা আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন । ছুটির বিষয়টা হাসপাতাল দেখছে ।"
আরও পড়ুন: 'শুভেন্দু অধিকারীর দাবিকে দাবি হিসেবেই দেখব', 355 ধারা লাগু নিয়ে মত রাজ্যপালের
বিমান বসু জানান, তিনি যখন যান তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন, তবে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে কথা হয়েছে তাঁর । তবে বেশিক্ষণ কথা বলতে পারছেন না তিনি , তবে আগের থেকে অনেকটা ভালো আছেন ।