ETV Bharat / state

Kalyami AIIMS Recruitment দুর্নীতির তদন্ত করতে সিআইডিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে, কল্যাণী এইমস মামলায় নির্দেশ হাইকোর্টের

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে সিআইডিকে অবশ্যই কেন্দ্রের অনুমতি নিতে হবে ৷ সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(HC on Kalyami AIIMS Recruitment)৷

Etv Bharat
কল্যাণী এইমস নিয়ে সিআইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 22, 2022, 4:10 PM IST

কলকাতা, 22 অগস্ট: দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডির কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক । নির্দেশ দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে ।

কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের(Kalyami AIIMS Recruitment Scam)অভিযোগে তদন্ত চালানো সিআইডি-কে এই মর্মে সতর্ক করল হাইকোর্ট । ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর ক্ষেত্রে সিআইডি বেশ বিপাকে পড়ল বলেই মনে করা হচ্ছে । গত শুনানিতে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি ।

এতদিন সিআইডির তরফে শুনানি করা সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেষ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁর বক্তব্য, কোনও সিনিয়র আইনজীবীকে এখানে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি ।

আরও পড়ুন : কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ মামলায় হাসপাতালকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

এইমসে বেআইনি নিয়োগের অভিযোগের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবিতে দায়ের হাওয়া এই মামলা ফের 24 অগস্ট শুনানি করবে হাইকোর্ট । বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে নদিয়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে । এই নিয়োগে সহযোগিতা করেছেন বিজেপি নেতা সুভাষ সরকার । কল্যাণী এইমসে একাধিক ব্যক্তিকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে অভিযোগ দায়েরের পরে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ । কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ হলে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না দাবি করে মামলা হয় হাইকোর্টে । তারপরই এই নির্দেশ দিল হাইকোর্ট (HC on Kalyami AIIMS Recruitment Scam)৷

আরও পড়ুন : কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি'র থেকে রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 22 অগস্ট: দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডির কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক । নির্দেশ দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে ।

কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের(Kalyami AIIMS Recruitment Scam)অভিযোগে তদন্ত চালানো সিআইডি-কে এই মর্মে সতর্ক করল হাইকোর্ট । ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর ক্ষেত্রে সিআইডি বেশ বিপাকে পড়ল বলেই মনে করা হচ্ছে । গত শুনানিতে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি ।

এতদিন সিআইডির তরফে শুনানি করা সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেষ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁর বক্তব্য, কোনও সিনিয়র আইনজীবীকে এখানে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি ।

আরও পড়ুন : কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ মামলায় হাসপাতালকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

এইমসে বেআইনি নিয়োগের অভিযোগের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবিতে দায়ের হাওয়া এই মামলা ফের 24 অগস্ট শুনানি করবে হাইকোর্ট । বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে নদিয়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে । এই নিয়োগে সহযোগিতা করেছেন বিজেপি নেতা সুভাষ সরকার । কল্যাণী এইমসে একাধিক ব্যক্তিকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে অভিযোগ দায়েরের পরে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ । কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ হলে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না দাবি করে মামলা হয় হাইকোর্টে । তারপরই এই নির্দেশ দিল হাইকোর্ট (HC on Kalyami AIIMS Recruitment Scam)৷

আরও পড়ুন : কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি'র থেকে রিপোর্ট তলব হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.