ETV Bharat / state

বেলেঘাটা আইডিতে করোনা রোগীর ঝুলন্ত দেহ

এক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন কালাচাঁদবাবু । বেশ কিছুদিন ধরেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি । চিকিৎসাতেও বিশেষ কাজ হচ্ছিল না তাঁর । কষ্ট বেড়েই চলছিল । হাসপাতাল কতৃপক্ষের ধারণা যে এই কষ্ট বাড়ার কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ৷

বেলেঘাটা আইডিতে করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
বেলেঘাটা আইডিতে করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Apr 26, 2021, 4:21 PM IST

কলকাতা, 26 এপ্রিল : সোমবার সকালে যখন দক্ষিণ কলকাতা চার কেন্দ্রের নির্বাচন নিয়ে ব্যস্ত, তখনই পূর্ব কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ঘটল এক মর্মান্তিক ঘটনা । হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন হাসপাতালের করোনা আক্রান্ত প্রবীণ ব্যক্তি । মৃতের নাম কালাচাঁদ দাস । তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর । তাঁর বাড়ি বেলেঘাটার কুণ্ডু বাগানে ।
আজ সকালে হাসপাতালের শৌচালয় থেকে সেই প্রবীণ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ । ঘটনার আকস্মিকতায় হতবাক হাসপাতালের চিকিসৎসকগণ থেকে কর্মীবৃন্দ । এরপর ঘটনা আরও ঘোরালো হয়, যখন রোগীর পরিবাবের লোকজন এই অভিযোগ করেন যে, হাসপাতাল কতৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ফলে মর্মান্তিক ঘটনা । নমুনা প্রকাশে গাফিলতির জন্যই এই পরিণতি বলে মনে করেন পরিবার ৷ এ নিয়ে হাসপাতালের চত্বরে একটু উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি বেশি ঘোরালো হয়নি ।পরিবারের লোকজনের বক্তব্য, হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কালাচাঁদবাবু শৌচালয়ে ঢুকে আত্মহত্যা করতে পারলেন সেটাই হাসপাতালের চূড়ান্ত গাফিলতির নমুনা ।

আরও পড়ুন : ভারতে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার
এক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন কালাচাঁদবাবু । বেশ কিছুদিন ধরেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি । চিকিৎসাতেও বিশেষ কাজ হচ্ছিল না তাঁর । কষ্ট বেড়েই চলছিল । হাসপাতাল কতৃপক্ষের ধারণা যে এই কষ্ট বাড়ার কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ৷ যার ফলে এই মর্মান্তিক পরিণতি । যেহেতু এটা আত্মহত্যার ঘটনা, তাই করোনা প্রোটোকল মেনেই কালাচাঁদবাবুর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে । এরপর সেই করোনা প্রোটোকল মেনেই তাঁর সৎকার হবে ।

কলকাতা, 26 এপ্রিল : সোমবার সকালে যখন দক্ষিণ কলকাতা চার কেন্দ্রের নির্বাচন নিয়ে ব্যস্ত, তখনই পূর্ব কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ঘটল এক মর্মান্তিক ঘটনা । হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন হাসপাতালের করোনা আক্রান্ত প্রবীণ ব্যক্তি । মৃতের নাম কালাচাঁদ দাস । তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর । তাঁর বাড়ি বেলেঘাটার কুণ্ডু বাগানে ।
আজ সকালে হাসপাতালের শৌচালয় থেকে সেই প্রবীণ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ । ঘটনার আকস্মিকতায় হতবাক হাসপাতালের চিকিসৎসকগণ থেকে কর্মীবৃন্দ । এরপর ঘটনা আরও ঘোরালো হয়, যখন রোগীর পরিবাবের লোকজন এই অভিযোগ করেন যে, হাসপাতাল কতৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ফলে মর্মান্তিক ঘটনা । নমুনা প্রকাশে গাফিলতির জন্যই এই পরিণতি বলে মনে করেন পরিবার ৷ এ নিয়ে হাসপাতালের চত্বরে একটু উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি বেশি ঘোরালো হয়নি ।পরিবারের লোকজনের বক্তব্য, হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কালাচাঁদবাবু শৌচালয়ে ঢুকে আত্মহত্যা করতে পারলেন সেটাই হাসপাতালের চূড়ান্ত গাফিলতির নমুনা ।

আরও পড়ুন : ভারতে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার
এক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন কালাচাঁদবাবু । বেশ কিছুদিন ধরেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি । চিকিৎসাতেও বিশেষ কাজ হচ্ছিল না তাঁর । কষ্ট বেড়েই চলছিল । হাসপাতাল কতৃপক্ষের ধারণা যে এই কষ্ট বাড়ার কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ৷ যার ফলে এই মর্মান্তিক পরিণতি । যেহেতু এটা আত্মহত্যার ঘটনা, তাই করোনা প্রোটোকল মেনেই কালাচাঁদবাবুর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে । এরপর সেই করোনা প্রোটোকল মেনেই তাঁর সৎকার হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.