ETV Bharat / state

চোট আঘাত নিয়ে চিন্তায় হাবাস

author img

By

Published : Dec 4, 2020, 2:00 PM IST

টানা তিনটি ম্যাচে জেতার পরেও উদ্বিগ্ন আন্তেনিও লোপেজ় হাবাস । চোটের কারণে তিন ফুটবলার মাঠের বাইরে । আর তাদের চোট নিয়ে চিন্তিত স্পানিশ হেডস্যার ।

চোট আঘাত নিয়ে চিন্তায় হাবাস
চোট আঘাত নিয়ে চিন্তায় হাবাস

কলকাতা, 4 ডিসেম্বর : জয়ের হ্যাটট্রিক পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিলেও চিন্তার ভ্রুকূটি আন্তেনিও লোপেজ় হাবাসের কপালে । রয় কৃষ্ণের শেষ মুহূর্তের গোলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে এটিকে মোহনবাগান । তিরির ফ্রিকিক সন্দেশ ঝিঙ্গান হেড করে বাড়িয়ে দিলে তা ফের জালে পাঠান রয় কৃষ্ণ । পরপর তিন ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যেও ফিজির স্ট্রাইকারের গোলসন্ধানী বুট গোলের রাস্তা খুঁজে পাওয়ায় আশার আলো দেখছেন এটিকে-মোহনবাগানের হেডস্যার । কারণ, জয়ের আলো শিবিরজুড়ে থাকলেও আশঙ্কার সিঁদুরে মেঘও রয়েছে ।

দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে । জবি জাস্টিন চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বাইরে । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামলেও চোট পেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন মাইকেল সোসাইরাজ । তার চোট এতটাই গুরুতর যে চলতি আইএসএলে তাকে পাওয়া যাবে না । চোটের তালিকায় এডু গার্সিয়া । গত দুই ম্যাচ তাকে দলে রাখা যাচ্ছে না । একই অবস্থা ডেভিড উইলিয়ামসেরও ।" এডু গার্সিয়া, সোসাইরাজ, ডেভিড উইলিয়ামসের চোট রয়েছে । তাই ওদের খেলানো যাচ্ছে না । আশা করি, এডু এবং উইলিয়াস দু'জনেই দ্রুত মাঠে ফিরবে । ওরা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার," বলেছেন হাবাস ।

হাবাস আরও বলেন, "চোট সমস্যা থাকা সত্ত্বেও দল ভালো খেলছে এবং জিতছে, এটা দেখে আমি খুশি । তবে আরও উন্নতি করতে হবে আমাদের ।" গত দুই ম্যাচের পারফরম্যান্সের তুলনায় ওড়িশা এফসির বিরুদ্ধে এটিকে-মোহনবাগানের খেলা ছিল সাদামাটা । বরং প্রতিপক্ষ রক্ষণের দরজা তারা খুলতে ব্যর্থই হয়েছিল । বিষয়টি মেনে সবুজ মেরুনের চাণক্য বলেছেন,"প্রতিটি ম্যাচে সেরাটা তুলে ধরা সম্ভব নয় । মানছি আমাদের খেলা ভালো হয়নি । তা সত্ত্বেও আমরা এক গোলে জয়ী ।"

তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সবার ওপরে এটিকে-মোহনবাগান । পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় পৌঁছালেও হাবাস বলছেন, "তিনটি ম্যাচ জিতেছি বলে আত্মতুষ্ট হওয়ার কারণ নেই । পরের তিনটি ম্যাচ হারতেও পারি । তবে খেলার উন্নতি করতে হবে আমাদের । সামনের দিকে তাকিয়ে সেটাই পরিকল্পনা ।" ওড়িশার বিরুদ্ধে মনবীর সিংকে প্রথম একাদশে রেখেছিলেন হাবাস । ডার্বিতে অসাধারণ গোল করে নায়ক হলেও ওড়িশার বিরুদ্ধে সেভাবে নজর কাড়তে পারেননি । তবে তরুণ স্ট্রাইকারের প্রশংসা স্প্যানিশ হেডস্যারের ।

কলকাতা, 4 ডিসেম্বর : জয়ের হ্যাটট্রিক পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিলেও চিন্তার ভ্রুকূটি আন্তেনিও লোপেজ় হাবাসের কপালে । রয় কৃষ্ণের শেষ মুহূর্তের গোলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে এটিকে মোহনবাগান । তিরির ফ্রিকিক সন্দেশ ঝিঙ্গান হেড করে বাড়িয়ে দিলে তা ফের জালে পাঠান রয় কৃষ্ণ । পরপর তিন ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যেও ফিজির স্ট্রাইকারের গোলসন্ধানী বুট গোলের রাস্তা খুঁজে পাওয়ায় আশার আলো দেখছেন এটিকে-মোহনবাগানের হেডস্যার । কারণ, জয়ের আলো শিবিরজুড়ে থাকলেও আশঙ্কার সিঁদুরে মেঘও রয়েছে ।

দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে । জবি জাস্টিন চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বাইরে । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামলেও চোট পেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন মাইকেল সোসাইরাজ । তার চোট এতটাই গুরুতর যে চলতি আইএসএলে তাকে পাওয়া যাবে না । চোটের তালিকায় এডু গার্সিয়া । গত দুই ম্যাচ তাকে দলে রাখা যাচ্ছে না । একই অবস্থা ডেভিড উইলিয়ামসেরও ।" এডু গার্সিয়া, সোসাইরাজ, ডেভিড উইলিয়ামসের চোট রয়েছে । তাই ওদের খেলানো যাচ্ছে না । আশা করি, এডু এবং উইলিয়াস দু'জনেই দ্রুত মাঠে ফিরবে । ওরা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার," বলেছেন হাবাস ।

হাবাস আরও বলেন, "চোট সমস্যা থাকা সত্ত্বেও দল ভালো খেলছে এবং জিতছে, এটা দেখে আমি খুশি । তবে আরও উন্নতি করতে হবে আমাদের ।" গত দুই ম্যাচের পারফরম্যান্সের তুলনায় ওড়িশা এফসির বিরুদ্ধে এটিকে-মোহনবাগানের খেলা ছিল সাদামাটা । বরং প্রতিপক্ষ রক্ষণের দরজা তারা খুলতে ব্যর্থই হয়েছিল । বিষয়টি মেনে সবুজ মেরুনের চাণক্য বলেছেন,"প্রতিটি ম্যাচে সেরাটা তুলে ধরা সম্ভব নয় । মানছি আমাদের খেলা ভালো হয়নি । তা সত্ত্বেও আমরা এক গোলে জয়ী ।"

তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সবার ওপরে এটিকে-মোহনবাগান । পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় পৌঁছালেও হাবাস বলছেন, "তিনটি ম্যাচ জিতেছি বলে আত্মতুষ্ট হওয়ার কারণ নেই । পরের তিনটি ম্যাচ হারতেও পারি । তবে খেলার উন্নতি করতে হবে আমাদের । সামনের দিকে তাকিয়ে সেটাই পরিকল্পনা ।" ওড়িশার বিরুদ্ধে মনবীর সিংকে প্রথম একাদশে রেখেছিলেন হাবাস । ডার্বিতে অসাধারণ গোল করে নায়ক হলেও ওড়িশার বিরুদ্ধে সেভাবে নজর কাড়তে পারেননি । তবে তরুণ স্ট্রাইকারের প্রশংসা স্প্যানিশ হেডস্যারের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.