ETV Bharat / state

School reopen from tomorrow: আগামিকাল থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান

আগামিকাল থেকে খুলছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (school reopen from tomorrow)। শুরু হয়েছে স্যানিটাইজেশন প্রক্রিয়া (start sanitization) । কোভিড স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনার নির্দেশ দেওয়া হয়েছে (must have to maintain social distance)।

school open
আগামিকাল থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান
author img

By

Published : Feb 2, 2022, 9:13 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে পুনরায় খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি (school reopen from tomorrow) । বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে স্কুল খোলার প্রস্তুতি । ইতিমধ্যেই একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছ স্যানিটাইজেশন প্রক্রিয়া (start sanitization in school) । অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে উপস্থিত থাকতে পারবে।

আরও পড়ুন: Duyare Pathshala : দুয়ারে পাঠশালার সিদ্ধান্তকে স্বাগত জানালেও খোলা আকাশের নীচে ক্লাসে আপত্তি অভিভাবকদের

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (school reopen from tomorrow) । সেই মতোই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে খুলছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান । স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে । তবে এবার স্কুল খোলা নিয়ে কোনও নতুন নির্দেশিকা জারি হয়নি । আগের নির্দেশিকার মতেই কোভিড সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে পড়ুয়া থেকে শিক্ষিক-শিক্ষিকা সকলকেই (must have to maintain social distance) । প্রতিটি স্কুলে একটি করে আইসলোশন রুমের ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকে । এই রুমটি প্রতিদিন স্যানিটাইজেশ করতে হবে । এই প্রসঙ্গে, এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক কিংকর অধিকারী বলেন, "প্রতিটি ক্লাসরুমে পুরোদমে চলছে স্যানিটাইজেশনের কাজ। সবকটি ক্লাসরুমই পরিষ্কার করা হচ্ছে যাতে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের বসানো যায়।" প্রতিটি স্কুলে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের প্রক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে ভালো করে স্যানিটাইজ ও জীবাণু মুক্ত করা হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিটি ক্লাসকে দুই থেকে তিনটি সেকশনে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন: Howrah Primary School open : সংক্রমণের দাপাদাপির মধ্যেও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা শিশুদের স্কুল !

এই বিষয়েই অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, "এবার আর নতুন করে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি । তবে কেমন চলছে প্রস্তুতি তা নিয়ে দফায় দফায় ভিডিও কনফারেন্সিং চলছে । আগের বারের স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল চলবে ।" স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে, ক্লাসরুমে খেলার মাঠে, লাইব্রেরি, ল্যাবরেটরি, হস্টেল ও ক্লাসরুমের ভিতরে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । সর্বক্ষণ মাস্ক ব্যবহার করতে হবে । কোন পড়ুয়ার জ্বর, কাশি, সর্দি বা উপসর্গ থাকলে তার কোভিড পরীক্ষা করাতে হবে । ক্লাস রুমে প্রবেশ করার সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে । প্রয়োজনে পড়ুয়াদের বই-খাতাও স্যানিটাইজ করতে হবে (use sanitizer frequently)।

কলকাতা, 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে পুনরায় খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি (school reopen from tomorrow) । বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে স্কুল খোলার প্রস্তুতি । ইতিমধ্যেই একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছ স্যানিটাইজেশন প্রক্রিয়া (start sanitization in school) । অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে উপস্থিত থাকতে পারবে।

আরও পড়ুন: Duyare Pathshala : দুয়ারে পাঠশালার সিদ্ধান্তকে স্বাগত জানালেও খোলা আকাশের নীচে ক্লাসে আপত্তি অভিভাবকদের

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (school reopen from tomorrow) । সেই মতোই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে খুলছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান । স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে । তবে এবার স্কুল খোলা নিয়ে কোনও নতুন নির্দেশিকা জারি হয়নি । আগের নির্দেশিকার মতেই কোভিড সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে পড়ুয়া থেকে শিক্ষিক-শিক্ষিকা সকলকেই (must have to maintain social distance) । প্রতিটি স্কুলে একটি করে আইসলোশন রুমের ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকে । এই রুমটি প্রতিদিন স্যানিটাইজেশ করতে হবে । এই প্রসঙ্গে, এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক কিংকর অধিকারী বলেন, "প্রতিটি ক্লাসরুমে পুরোদমে চলছে স্যানিটাইজেশনের কাজ। সবকটি ক্লাসরুমই পরিষ্কার করা হচ্ছে যাতে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের বসানো যায়।" প্রতিটি স্কুলে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের প্রক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে ভালো করে স্যানিটাইজ ও জীবাণু মুক্ত করা হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিটি ক্লাসকে দুই থেকে তিনটি সেকশনে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন: Howrah Primary School open : সংক্রমণের দাপাদাপির মধ্যেও সরকারি নির্দেশ উড়িয়ে খোলা শিশুদের স্কুল !

এই বিষয়েই অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, "এবার আর নতুন করে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি । তবে কেমন চলছে প্রস্তুতি তা নিয়ে দফায় দফায় ভিডিও কনফারেন্সিং চলছে । আগের বারের স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল চলবে ।" স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে, ক্লাসরুমে খেলার মাঠে, লাইব্রেরি, ল্যাবরেটরি, হস্টেল ও ক্লাসরুমের ভিতরে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । সর্বক্ষণ মাস্ক ব্যবহার করতে হবে । কোন পড়ুয়ার জ্বর, কাশি, সর্দি বা উপসর্গ থাকলে তার কোভিড পরীক্ষা করাতে হবে । ক্লাস রুমে প্রবেশ করার সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে । প্রয়োজনে পড়ুয়াদের বই-খাতাও স্যানিটাইজ করতে হবে (use sanitizer frequently)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.