ETV Bharat / state

Abhishek Banerjee: 'নো ভোট টু মমতা'র প্রচার মানুষ 'ভোট ফর মমতা' করে দিয়েছে, বিজেপিকে কটাক্ষ অভিষেকের - ণমূলের সর্বভারতীয় সাধারণ

বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারীর প্রচারের প্রধান হাতিয়ার 'নো ভোট টু মমতা'র এবার পালটা কটাক্ষ করেন অভিষেক ৷ পাশাপাশি এদিনই লোকসভা ভোটের সুরও বেঁধে দিলেন অভিষেক ৷

Etv Bharat
বিজেপিকে কটাক্ষ অভিষেকের
author img

By

Published : Jul 11, 2023, 7:03 PM IST

Updated : Jul 11, 2023, 7:22 PM IST

কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই বিরোধীদের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারীর প্রচারের প্রধান হাতিয়ার 'নো ভোট টু মমতা'র এবার পালটা কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর দাবি, 'নো ভোট টু মমতা' প্রচারা অভিযানকে পঞ্চায়েত ভোটে নস্যাৎ করে দিয়েছে ৷ বরং পঞ্চায়েতে 'নাও ভোট ফর মমতা'-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ ৷

পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে এবার নয়া পদক্ষেপ নিয়েছিল তৃণমূল ৷ মূলত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবজেয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার মধ্য়ে দিয়ে একেবারে তৃণমূল স্তরে গিয়ে প্রার্থী বাছাই করেছিল দল ৷ দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব নয়, বরং নিজেদের প্রার্থী নিজেরাই বেছে নেবে এলাকার মানুষ, মূলত এই বার্তাকে সামনে রেখেই 60 দিনের প্রচার অভিযান চালান অভিষেক ৷ আর পঞ্চায়েতের সেই প্রচার শেষে লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছিলেন তিনি ৷ যদিও অভিষেকের এই নবজোয়ার বা গ্রাম জনসংযোগ যাত্রা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ প্রার্থী বাছাইয়ে প্রায় প্রতি জেলাতেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে ৷ পালটা 'নো ভোট টু মমতা' ক্যাম্পেন শুরু করে বিজেপিও ৷ মঙ্গলবার ভোটের ফল বেরোতে কৌশলে প্রায় সব কিছুরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

  • Grateful to the people for converting Oppn’s ‘NO VOTE TO MAMATA’ campaign to ‘NOW VOTE FOR MAMATA.’

    With unwavering support to #TrinamooleNaboJowar, we'll surely have a roaring mandate, paving the way for LS elections. Bengal, I thank you for all the love. #GramBanglayTMC (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে জয়ী মিমির ছোট মামি পুনম

এদিন টুইটে তিনি লিখেছেন, "বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সম্মিলিত বিরোধীদের হতাশা, দুঃখ মূলধারার সংবাদ মাধ্যমের বন্ধুদের উচিৎ অনুভব করা ৷ এমনকী তৃণমূল এবং রাজ্য সরকারকে হেয় করার জন্য যে ভিত্তিহীন প্রচার-সহ বিদ্বেষপূর্ণ প্রচারাভিযান চালানো হয়েছিল, তাও ভোটারদের প্রভাবিত করতে পারেনি !" এর সঙ্গেই, কার্যত লোকসভা ভোটের প্রচারের সূচনা করে দিয়ে তিনি লিখেছেন, "তৃণমূলের নবজোয়ারের প্রতি মানুষের অটল সমর্থন, ভরসা আমাদের অবশ্যই উজ্জিবিত করছে ৷ যা আগামী লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করবে বলেই বিশ্বাস। আমি সমস্ত মানুষকে এই ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই বিরোধীদের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারীর প্রচারের প্রধান হাতিয়ার 'নো ভোট টু মমতা'র এবার পালটা কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর দাবি, 'নো ভোট টু মমতা' প্রচারা অভিযানকে পঞ্চায়েত ভোটে নস্যাৎ করে দিয়েছে ৷ বরং পঞ্চায়েতে 'নাও ভোট ফর মমতা'-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ ৷

পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে এবার নয়া পদক্ষেপ নিয়েছিল তৃণমূল ৷ মূলত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবজেয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার মধ্য়ে দিয়ে একেবারে তৃণমূল স্তরে গিয়ে প্রার্থী বাছাই করেছিল দল ৷ দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব নয়, বরং নিজেদের প্রার্থী নিজেরাই বেছে নেবে এলাকার মানুষ, মূলত এই বার্তাকে সামনে রেখেই 60 দিনের প্রচার অভিযান চালান অভিষেক ৷ আর পঞ্চায়েতের সেই প্রচার শেষে লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছিলেন তিনি ৷ যদিও অভিষেকের এই নবজোয়ার বা গ্রাম জনসংযোগ যাত্রা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ প্রার্থী বাছাইয়ে প্রায় প্রতি জেলাতেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে ৷ পালটা 'নো ভোট টু মমতা' ক্যাম্পেন শুরু করে বিজেপিও ৷ মঙ্গলবার ভোটের ফল বেরোতে কৌশলে প্রায় সব কিছুরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

  • Grateful to the people for converting Oppn’s ‘NO VOTE TO MAMATA’ campaign to ‘NOW VOTE FOR MAMATA.’

    With unwavering support to #TrinamooleNaboJowar, we'll surely have a roaring mandate, paving the way for LS elections. Bengal, I thank you for all the love. #GramBanglayTMC (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে জয়ী মিমির ছোট মামি পুনম

এদিন টুইটে তিনি লিখেছেন, "বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সম্মিলিত বিরোধীদের হতাশা, দুঃখ মূলধারার সংবাদ মাধ্যমের বন্ধুদের উচিৎ অনুভব করা ৷ এমনকী তৃণমূল এবং রাজ্য সরকারকে হেয় করার জন্য যে ভিত্তিহীন প্রচার-সহ বিদ্বেষপূর্ণ প্রচারাভিযান চালানো হয়েছিল, তাও ভোটারদের প্রভাবিত করতে পারেনি !" এর সঙ্গেই, কার্যত লোকসভা ভোটের প্রচারের সূচনা করে দিয়ে তিনি লিখেছেন, "তৃণমূলের নবজোয়ারের প্রতি মানুষের অটল সমর্থন, ভরসা আমাদের অবশ্যই উজ্জিবিত করছে ৷ যা আগামী লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করবে বলেই বিশ্বাস। আমি সমস্ত মানুষকে এই ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

Last Updated : Jul 11, 2023, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.