ETV Bharat / state

অনশনকারী শিক্ষকদের প্রতি সরকারের মনোভাব রুড অ্যান্ড রাফ : কৌশিক সেন

শিক্ষামন্ত্রীকে সরাসরি আক্রমণ, পাশাপাশি অনশনকারীদের প্রতি সরকারের মনোভাবকে "রুড অ্যান্ড রাফ" বলে কটাক্ষ করলেন অভিনেতা কৌশিক সেন ৷

কৌশিক সেন
author img

By

Published : Jul 22, 2019, 8:59 PM IST

কলকাতা, 22 জুলাই : এখনও অনশন চালিয়ে যাচ্ছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) 18 জন শিক্ষক-শিক্ষিকা । দাবি ন্যায্য বেতনক্রম ৷ আজ তাঁদের সমর্থন জানাতে মঞ্চে আসেন অভিনেতা কৌশিক সেন ৷ শিক্ষামন্ত্রীকে সরাসরি আক্রমণের পাশাপাশি অনশনকারীদের প্রতি সরকারের মনোভাবকে "রুড অ্যান্ড রাফ" বলে কটাক্ষ করেন তিনি ৷

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও কাটেনি জট । আর্থিক কারণেই অনশনকারীদের দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ তা নিয়ে অনশনকারীদের বক্তব্য, সরকারের ইগো ও সদিচ্ছার অভাবই দাবিপূরণে প্রধান বাধা । আর্থিক অনটন তাঁদের ন্যায্য বেতনক্রম দেওয়ার পথে কোনও বাধা নয় । এবিষয়ে কৌশিক সেন বলেন, "অনশনকারী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সরকারের ব্যবহার অত্যন্ত রুড অ্যান্ড রাফ । সরকার যে ব্যবহারটা তাঁদের প্রতি করছে, যে মনোভাব সরকারের সেটা খুব দুঃখজনক ৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনশনকারীরা না কি কেন্দ্রীয় বেতনক্রম অনুযায়ী বেতন চাইছেন ৷ সেটা একেবারেই নয় ৷ সরকারের একটা দিক থাকতেই পারে সেটা বলুক ৷ কিন্তু ধরনটা নিয়ে আমি বলছি ৷ সরকার যেভাবে নিজেদের বক্তব্য রাখছে সেটা খুবই রাফ ৷"

কৌশিক সেন আরও বলেন, "প্রাথমিক শিক্ষকরা তাঁদের দাবি জানাতেই পারেন । আর সরকারও বলতে পারে যে, তাদের পক্ষে অতটা দাবি পূরণ করা সম্ভব নয় । কিন্তু, যাঁরা দায়িত্বে রয়েছেন, বিশেষত শিক্ষামন্ত্রীর ব্যবহার হুমকি দেওয়ার মতো । একটা রুড অ্যান্ড রাফ অ্যাটিটিউড । এটা যদি সহমর্মিতার সঙ্গে ডিল করা যায় তাহলে ভালো ৷ নিজেদের বক্তব্যটা পেশ করার মধ্যে একটা সভ্যতা, ভদ্রতা থাকা উচিত । যেটা এই সরকারের নেই ৷ সেটাই আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে ।"

hunger strike
মঞ্চে বক্তব্য রাখছেন কৌশিক সেন

টানা অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । প্রত্যেকেই শারীরিকভাবে কমবেশি অসুস্থ । আজ সকালেও এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে গরমেও কষ্ট হচ্ছে অনশনকারীদের । UUPTWA-র রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, "কমবেশি সকলেই অসুস্থ । আমার নিজেরই পায়ে ক্র্যাম্প ধরেছে । বাকি অনেককেই হাসপাতালে যেতে হচ্ছে । শারীরিকভাবে দুর্বল হয়েছি, মানসিকভাবে নয় ।"

কলকাতা, 22 জুলাই : এখনও অনশন চালিয়ে যাচ্ছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) 18 জন শিক্ষক-শিক্ষিকা । দাবি ন্যায্য বেতনক্রম ৷ আজ তাঁদের সমর্থন জানাতে মঞ্চে আসেন অভিনেতা কৌশিক সেন ৷ শিক্ষামন্ত্রীকে সরাসরি আক্রমণের পাশাপাশি অনশনকারীদের প্রতি সরকারের মনোভাবকে "রুড অ্যান্ড রাফ" বলে কটাক্ষ করেন তিনি ৷

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও কাটেনি জট । আর্থিক কারণেই অনশনকারীদের দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ তা নিয়ে অনশনকারীদের বক্তব্য, সরকারের ইগো ও সদিচ্ছার অভাবই দাবিপূরণে প্রধান বাধা । আর্থিক অনটন তাঁদের ন্যায্য বেতনক্রম দেওয়ার পথে কোনও বাধা নয় । এবিষয়ে কৌশিক সেন বলেন, "অনশনকারী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সরকারের ব্যবহার অত্যন্ত রুড অ্যান্ড রাফ । সরকার যে ব্যবহারটা তাঁদের প্রতি করছে, যে মনোভাব সরকারের সেটা খুব দুঃখজনক ৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনশনকারীরা না কি কেন্দ্রীয় বেতনক্রম অনুযায়ী বেতন চাইছেন ৷ সেটা একেবারেই নয় ৷ সরকারের একটা দিক থাকতেই পারে সেটা বলুক ৷ কিন্তু ধরনটা নিয়ে আমি বলছি ৷ সরকার যেভাবে নিজেদের বক্তব্য রাখছে সেটা খুবই রাফ ৷"

কৌশিক সেন আরও বলেন, "প্রাথমিক শিক্ষকরা তাঁদের দাবি জানাতেই পারেন । আর সরকারও বলতে পারে যে, তাদের পক্ষে অতটা দাবি পূরণ করা সম্ভব নয় । কিন্তু, যাঁরা দায়িত্বে রয়েছেন, বিশেষত শিক্ষামন্ত্রীর ব্যবহার হুমকি দেওয়ার মতো । একটা রুড অ্যান্ড রাফ অ্যাটিটিউড । এটা যদি সহমর্মিতার সঙ্গে ডিল করা যায় তাহলে ভালো ৷ নিজেদের বক্তব্যটা পেশ করার মধ্যে একটা সভ্যতা, ভদ্রতা থাকা উচিত । যেটা এই সরকারের নেই ৷ সেটাই আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে ।"

hunger strike
মঞ্চে বক্তব্য রাখছেন কৌশিক সেন

টানা অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । প্রত্যেকেই শারীরিকভাবে কমবেশি অসুস্থ । আজ সকালেও এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে গরমেও কষ্ট হচ্ছে অনশনকারীদের । UUPTWA-র রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, "কমবেশি সকলেই অসুস্থ । আমার নিজেরই পায়ে ক্র্যাম্প ধরেছে । বাকি অনেককেই হাসপাতালে যেতে হচ্ছে । শারীরিকভাবে দুর্বল হয়েছি, মানসিকভাবে নয় ।"

Intro:কলকাতা, 22 জুলাই: অনশনকারী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সরকারের ব্যবহার অত্যন্ত রুড অ্যান্ড রাফ। যা তাঁকে কষ্ট দিয়েছে বলে জানান অভিনেতা কৌশিক সেন। আজ দুপুরে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনশন মঞ্চে সমর্থন জানাতে আসেন কৌশিক সেন। তার বক্তব্য প্রাথমিক শিক্ষকরা তাঁদের দাবি জানাতেই পারে। আর সরকারও বলতে পারে যে, তাদের পক্ষে অতটা দাবি পূরণ করা সম্ভব নয়। কিন্তু, যারা দায়িত্বে রয়েছেন, বিশেষত শিক্ষামন্ত্রী ব্যবহার হুমকি দেওয়ার মতো।


Body:অভিনেতা কৌশিক সেন বলেন, "দেখুন আমার মূলত মনে হয়েছে যে, দাবিদাওয়াটার থেকেও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে, সরকারপক্ষ থেকে যে ব‍্যবহারটা ওরা করছে। সেটা আমার খারাপ লাগছে। হতে পারে যে প্রাথমিক শিক্ষকদের একটা দাবি আছে, আর সরকার পক্ষ থেকে বলা হল আমরা এতটা পারছি না। কিন্তু, আমার খারাপ লেগেছে, যে কারণে আমার আসা সেটা হচ্ছে, যে ভঙ্গিতে ওরা ডিল করছে। অ্যাটিটিউড অফ দ‍্য পিপল হু আর ইনচার্জ, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রীর। প্রায় একটা হুমকি দেওয়ার মতো। তুলে দেব, দেখি কত জোর আছে।" গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত প্রাথমিক শিক্ষকদের এই আন্দোলনকে কটাক্ষ করেই বলেন, "যাঁরা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তাঁরা কেন্দ্রীয় সরকারে চলে যান।" আজ মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের সমালোচনা করেন কৌশিক সেন। তিনি বলেন, "গতকাল মুখ্যমন্ত্রী সম্পূর্ণ একটা ভিন্ন কথা বললেন, যেটার কোনও মানে হয় না। যে এরা নাকি সেন্ট্রাল পে-স্কেল অনুযায়ী চাইছে। মোটেই সেটা না। এরা যেটা চাইছে সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই আছে। তাঁদের দাবিটা একেবারেই অসঙ্গত নয়। আমার মনে হয় সরকারের কাছে অনেক দাবিদাওয়া থাকতেই পারে, সরকার বলতেই পারে যে আমি এই এই গুলো পারব, এই এই গুলো পারব না। আমার কাছে যেটা লক্ষণীয় যে, সরকার কিভাবে সেটা বলছে। সেই অ্যাটিটিউডটা আমার খারাপ লেগেছে।একটা রুড অ্যান্ড রাফ অ্যাটিটিউড। এটা যদি সহমর্মিতার সঙ্গে ডিল করা যায়, সেটা যদি মনে হয় কতগুলো মানুষ সংগত দাবি নিয়ে এসেছেন, আমি ভাই এতগুলো পারছি, এতগুলো পারছি না। কিন্তু সেটা বলার মধ্যে একটা সভ্যতা, একটা ভদ্রতা থাকবে। সেইটা আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে।" আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) অনশন 10 দিনে পা দিল। প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা। অথচ, নিজেদের ন্যায্য দাবি আদায়ের লড়াই চালিয়ে যেতে তাঁদের মনোবল‌ অটুট।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.