ETV Bharat / state

বিলম্বে বোধোদয় রাজ্যপালের, বললেন মান্নান-সুজন - BJP

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্যপালের বিলম্বে বোধোদয় হয়েছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে BJP-র অতি ঘনিষ্ঠ সম্পর্ক । কেন্দ্রে BJP-র বি টিম হিসেবে এরাজ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে । আইন-শৃংখলা অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে । কেবলমাত্র সিন্ডিকেট এবং লুটের টাকায় দাঁড়িয়ে রয়েছে সরকার ।"

kolkata news
kolkata news
author img

By

Published : Sep 29, 2020, 1:39 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : আজ যে কথা রাজ্যপাল বললেন, রাজ্যের মানুষ বহুদিন ধরেই তার সঙ্গে পরিচিত । রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে আজ একথাই বললেন রাজ্যের বিরোধী দলের নেতারা । রাজ্যপাল যা বললেন তার পুরোটাই গট আপ । BJP-র সঙ্গে শাসকদল তৃণমূল একাত্ম ভাবে রয়েছে বলেই রাজ্যপালকে মাঝে মাঝে এমন খোঁচা দিতে হয় তৃণমূল সরকারকে । যাতে মনে না হয়, BJP এবং তৃণমূল একে অপরের পরিপূরক । বললেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । নিরাপত্তা নেই । শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই । ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য । দাবি বিরোধীদের । আজ রাজ্যপাল যে কথা বলেছেন তা যে কতটা সত্যি তা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করল বিরোধীরা ।

তথ‍্য জানার অধিকার এ রাজ‍্যের মানুষের নেই । বিরোধীদের গুরুত্ব দেয় না রাজ্যের মুখ্যমন্ত্রী । বহুবার তথ্য জানতে চাওয়া হলেও সঠিক তথ্য দেওয়া হয় না রাজ্য সরকারের পক্ষ থেকে । মন্তব্য বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । তিনি বলেন, "তৃণমূলের অন্দরমহলে কান পাতলে হাপরের টান শোনা যাচ্ছে । গত নয় বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আমরা যে সমস্ত অভিযোগ করেছি, আজ রাজ্যপাল সে কথা বললেন । আমরা বহু আগেই এই কথাগুলো বলেছি । মানুষের অভিজ্ঞতা খুব তিক্ত । সরকারের নেতা মন্ত্রীদের মান সম্মান নেই । মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট ঘেরাটোপে আছেন । তিনি ধরাছোঁয়ার বাইরে । আইনের শাসন নেই । নৈরাজ্য চলছে । মানুষের অধিকার নেই । প্রতিবাদীদের অধিকার নেই । বিরোধীদের অধিকার নেই । শাসক দলের নেতা মন্ত্রীরা ভীতসন্ত্রস্ত । তাঁদের কোনও সম্মান নেই । কেউ টেলিফোন ধরেন না । অফিসাররা ফোন ধরেন না । কেবলমাত্র মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য চলছে।"

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্যপালের বিলম্বে বোধোদয় হয়েছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে BJP-র অতি ঘনিষ্ঠ সম্পর্ক । কেন্দ্রে BJP-র বি টিম হিসেবে এরাজ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে । আইন-শৃঙ্খলা অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে । কেবলমাত্র সিন্ডিকেট এবং লুটের টাকায় দাঁড়িয়ে রয়েছে সরকার ।"

কলকাতা, 28 সেপ্টেম্বর : আজ যে কথা রাজ্যপাল বললেন, রাজ্যের মানুষ বহুদিন ধরেই তার সঙ্গে পরিচিত । রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে আজ একথাই বললেন রাজ্যের বিরোধী দলের নেতারা । রাজ্যপাল যা বললেন তার পুরোটাই গট আপ । BJP-র সঙ্গে শাসকদল তৃণমূল একাত্ম ভাবে রয়েছে বলেই রাজ্যপালকে মাঝে মাঝে এমন খোঁচা দিতে হয় তৃণমূল সরকারকে । যাতে মনে না হয়, BJP এবং তৃণমূল একে অপরের পরিপূরক । বললেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । নিরাপত্তা নেই । শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই । ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য । দাবি বিরোধীদের । আজ রাজ্যপাল যে কথা বলেছেন তা যে কতটা সত্যি তা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করল বিরোধীরা ।

তথ‍্য জানার অধিকার এ রাজ‍্যের মানুষের নেই । বিরোধীদের গুরুত্ব দেয় না রাজ্যের মুখ্যমন্ত্রী । বহুবার তথ্য জানতে চাওয়া হলেও সঠিক তথ্য দেওয়া হয় না রাজ্য সরকারের পক্ষ থেকে । মন্তব্য বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । তিনি বলেন, "তৃণমূলের অন্দরমহলে কান পাতলে হাপরের টান শোনা যাচ্ছে । গত নয় বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আমরা যে সমস্ত অভিযোগ করেছি, আজ রাজ্যপাল সে কথা বললেন । আমরা বহু আগেই এই কথাগুলো বলেছি । মানুষের অভিজ্ঞতা খুব তিক্ত । সরকারের নেতা মন্ত্রীদের মান সম্মান নেই । মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট ঘেরাটোপে আছেন । তিনি ধরাছোঁয়ার বাইরে । আইনের শাসন নেই । নৈরাজ্য চলছে । মানুষের অধিকার নেই । প্রতিবাদীদের অধিকার নেই । বিরোধীদের অধিকার নেই । শাসক দলের নেতা মন্ত্রীরা ভীতসন্ত্রস্ত । তাঁদের কোনও সম্মান নেই । কেউ টেলিফোন ধরেন না । অফিসাররা ফোন ধরেন না । কেবলমাত্র মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য চলছে।"

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্যপালের বিলম্বে বোধোদয় হয়েছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে BJP-র অতি ঘনিষ্ঠ সম্পর্ক । কেন্দ্রে BJP-র বি টিম হিসেবে এরাজ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে । আইন-শৃঙ্খলা অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে । কেবলমাত্র সিন্ডিকেট এবং লুটের টাকায় দাঁড়িয়ে রয়েছে সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.