কলকাতা, 20 ডিসেম্বর : দেশের প্রায় সব প্রান্তেই নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC নিয়ে চলছে বিতর্ক । এরই মাঝে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার(NPR), যা 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে হওয়ার কথা, তার প্রস্তুতি স্থগিত করে দিয়েছে সরকার । কারণ নবান্ন মনে করছে NPR-কে NRC-র প্রথম ধাপ হিসেবে প্রচার চালাচ্ছে কেউ কেউ । তাই এর মাঝে NPR হলে ছড়াবে বিভ্রান্তি । রাজভবনের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে কোনওরকম কথা না বলেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপালের ছাড়পত্রও নেওয়া হয়নি । সেই সূত্রেই রাজ্যপাল এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে ।
ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ ৷ রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন, সেগুলিকে নথিভুক্ত করা হয় NPR- এর মাধ্যমে । কোন এলাকায় কত নারী, পুরুষ এবং শিশু থাকে তার চুলচেরা নথি তৈরি করা হয় । বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যার প্রকৃত চিত্রটা পাওয়া যায় । রাজ্য সরকার কিছুদিন আগে NPR-এর প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছিল । দ্রুত এর জন্য কর্মীদের প্রশিক্ষণেরও কথা চলছিল । কিন্তু 16 ডিসেম্বর নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করা হয় সেই প্রস্তুতি । আর আজ এই নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ধনকড় । চিঠিতে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি রাজ্যে এসেছিল সেটুকুও পাঠানো হয়নি রাজভবনে । সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেছেন রাজ্যপাল ।
2011-র আদমসুমারির জন্য তথ্য সংগ্রহের সময় NPR-এর জন্যও তথ্য় সংগ্রহ করা হয়েছিল । সেই তথ্য় আরও আপডেট করতে 2015-এও NPR নিয়ে তথ্য সংগ্রহ করা হয় । সেই তথ্যও আরও আপডেট করতে চাইছে সরকার । যার জন্য 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম ছাড়া দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NPR হওয়ার কথা । সেই প্রস্তুতিই রাজ্যে বন্ধ করেছে নবান্ন । যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল ।