ETV Bharat / state

রাজভবনে না জানিয়েই স্থগিত NPR-এর প্রস্তুতি, মুখ‍্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের - রাজভবনে না জানিয়েই স্থগিত NPR-এর প্রস্তুতি

NPR -এর প্রস্তুতি বন্ধ করেছে রাজ্য । সেই নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

mamata
মমতা- রাজ্যপাল
author img

By

Published : Dec 20, 2019, 9:34 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : দেশের প্রায় সব প্রান্তেই নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC নিয়ে চলছে বিতর্ক । এরই মাঝে ন‍্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার(NPR), যা 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে হওয়ার কথা, তার প্রস্তুতি স্থগিত করে দিয়েছে সরকার । কারণ নবান্ন মনে করছে NPR-কে NRC-র প্রথম ধাপ হিসেবে প্রচার চালাচ্ছে কেউ কেউ । তাই এর মাঝে NPR হলে ছড়াবে বিভ্রান্তি । রাজভবনের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে কোনওরকম কথা না বলেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপালের ছাড়পত্রও নেওয়া হয়নি । সেই সূত্রেই রাজ্যপাল এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে ।

ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ ৷ রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন, সেগুলিকে নথিভুক্ত করা হয় NPR- এর মাধ্যমে । কোন এলাকায় কত নারী, পুরুষ এবং শিশু থাকে তার চুলচেরা নথি তৈরি করা হয় । বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যার প্রকৃত চিত্রটা পাওয়া যায় । রাজ্য সরকার কিছুদিন আগে NPR-এর প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছিল । দ্রুত এর জন্য কর্মীদের প্রশিক্ষণেরও কথা চলছিল । কিন্তু 16 ডিসেম্বর নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করা হয় সেই প্রস্তুতি । আর আজ এই নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ধনকড় । চিঠিতে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি রাজ্যে এসেছিল সেটুকুও পাঠানো হয়নি রাজভবনে । সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেছেন রাজ্যপাল ।

mamata
মুখ‍্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

2011-র আদমসুমারির জন্য তথ্য সংগ্রহের সময় NPR-এর জন্যও তথ্য় সংগ্রহ করা হয়েছিল । সেই তথ্য় আরও আপডেট করতে 2015-এও NPR নিয়ে তথ্য সংগ্রহ করা হয় । সেই তথ্যও আরও আপডেট করতে চাইছে সরকার । যার জন্য 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম ছাড়া দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NPR হওয়ার কথা । সেই প্রস্তুতিই রাজ্যে বন্ধ করেছে নবান্ন । যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল ।

কলকাতা, 20 ডিসেম্বর : দেশের প্রায় সব প্রান্তেই নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC নিয়ে চলছে বিতর্ক । এরই মাঝে ন‍্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার(NPR), যা 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে হওয়ার কথা, তার প্রস্তুতি স্থগিত করে দিয়েছে সরকার । কারণ নবান্ন মনে করছে NPR-কে NRC-র প্রথম ধাপ হিসেবে প্রচার চালাচ্ছে কেউ কেউ । তাই এর মাঝে NPR হলে ছড়াবে বিভ্রান্তি । রাজভবনের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে কোনওরকম কথা না বলেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপালের ছাড়পত্রও নেওয়া হয়নি । সেই সূত্রেই রাজ্যপাল এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে ।

ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ ৷ রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন, সেগুলিকে নথিভুক্ত করা হয় NPR- এর মাধ্যমে । কোন এলাকায় কত নারী, পুরুষ এবং শিশু থাকে তার চুলচেরা নথি তৈরি করা হয় । বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যার প্রকৃত চিত্রটা পাওয়া যায় । রাজ্য সরকার কিছুদিন আগে NPR-এর প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছিল । দ্রুত এর জন্য কর্মীদের প্রশিক্ষণেরও কথা চলছিল । কিন্তু 16 ডিসেম্বর নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করা হয় সেই প্রস্তুতি । আর আজ এই নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ধনকড় । চিঠিতে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি রাজ্যে এসেছিল সেটুকুও পাঠানো হয়নি রাজভবনে । সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেছেন রাজ্যপাল ।

mamata
মুখ‍্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

2011-র আদমসুমারির জন্য তথ্য সংগ্রহের সময় NPR-এর জন্যও তথ্য় সংগ্রহ করা হয়েছিল । সেই তথ্য় আরও আপডেট করতে 2015-এও NPR নিয়ে তথ্য সংগ্রহ করা হয় । সেই তথ্যও আরও আপডেট করতে চাইছে সরকার । যার জন্য 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম ছাড়া দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NPR হওয়ার কথা । সেই প্রস্তুতিই রাজ্যে বন্ধ করেছে নবান্ন । যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল ।

Intro:কলকাতা, 20 ডিসেম্বর: গোটা দেশেই এনআরসি নিয়ে চলছে বিতর্ক। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হিংসার আগুনে পুড়ছে দেশের একটা বড় অংশ। এরই মাঝে ন‍্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার স্থগিত করে দিয়েছে রাজ্য সরকার। কারণ নবান্ন মনে করছে NPR কে এনআরসির প্রথম ধাপ হিসেবে প্রচার চালাচ্ছে কেউ কেউ। এর মাঝে NPR হলে ছড়াবে বিভ্রান্তি। রাজভবনের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে কোনো রকম কথা না বলেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপাল ধনকারের কোন ছাড়পত্র নেওয়া হয়নি। সেই সূত্র ধরে রাজ্যপাল এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।



Body:জনগণণার স্বার্থে প্রতিটি রাজ্যে হয় NPR। রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন, সেগুলিকে নথিভুক্ত করা হয় NPR এর মাধ্যমে। কোন এলাকায় কত স্ত্রী,পুরুষ এবং শিশু থাকেন তার চুলচেরা তথ্য তৈরি করা হয়। বিষয়টি জনগণণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যা প্রকৃত চিত্রটা পাওয়া যায়। রাজ্য সরকার কিছুদিন আগে NPR এর কাজ শুরু করে দিয়েছিল। দ্রুত এর জন্য কর্মীদের প্রশিক্ষণেরও কথা চলছিল। কিন্তু গত 16 ডিসেম্বর নবান্নের তরফে নোটিফিকেশন করে স্থগিত দেওয়া হয় সেই কাজ। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তাতে দাবি করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশনটুকুও রাজভবনে পাঠানো হয়নি। সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেছেন রাজ্যপাল।



Conclusion:নবান্ন সূত্রে জানা গেছে, 2011 এবং 2015 সালে হয়েছিল NPR।। চার বছর অন্তর অন্তর ওই কাজ চলে। সেই সূত্রে বছর শুরু হওয়ার কথা ছিল কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে NRCর বিরোধিতায় সরব হয়েছেন, তারপর NPR এর কাজ শুরু হলে তা অন‍্য বার্তা দিতে পারতো। কারণ এনআরসির প্রাথমিক ধাপ NPR। এই তথ্যের ওপর ভিত্তি করেই অসময়ে এনআরসি হয়েছিল। অন্য কারণে ডিটেনশন ক্যাম্প তৈরির জমি খোঁজা নিয়ে বিরোধীদের একটা অংশ এনআরসির জুজু দেখছেন, তারপর NPR ক্ষেত্রেও সেই একই প্রচার চালানো অসম্ভব নয়। আর এসব ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। রাজ্যপাল মনে করিয়ে দিয়েছেন এমন ধরনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার সময় মন্ত্রিসভার অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা নেওয়া হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.