ETV Bharat / state

Durga Puja 2023: অষ্টমীতে রাজভবন থেকে বেরিয়ে ফুটপাথবাসীদের পাশে রাজ্যপাল! শিশুদের করালেন মিষ্টিমুখ - Durga Puja 2023

Governor CV Ananda Bose Celebrates Durga Puja: দুর্গাপুজোর অষ্টমীতে ফুটপাথবাসীদের সঙ্গে সময় কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে থাকা শিশুদের হাতে মিষ্টি তুলে দিলেন তিনি ৷ ফুটপাথবাসীদের হাতে দুর্গা মূর্তি ও আর্থিক সাহায্য রাজ্যপালের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 7:22 PM IST

বাবুঘাট সংলগ্ন ফুটপাথবাসীদের সঙ্গে মহাষ্টমীর আনন্দ ভাগ করে নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 22 অক্টোবর: রাজভবন থেকে বেরিয়ে প্রতিদিনের কাজকর্ম থেকে বিরতি নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । অষ্টমীতে তিনি সরাসরি পৌঁছে গেলেন ফুটপাতবাসীদের কাছে। মিষ্টি বিতরণ করলেন শিশুদের । রবির অষ্টমীতে রাজ্যপালের গন্তব্য ছিল গঙ্গার পাড় বরাবর বাবুঘাট-সহ একাধিক বস্তি ৷ সেখানে ফুটপাথে বসবাসকারী বাসিন্দাদের কাছে মহাষ্টমীর দিন পৌঁছে গেলেন তিনি ৷ বস্তি ও ফুটপাথবাসীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন রাজ্যপাল ৷ অনেককেই আর্থিকভাবেও সাহায্য় করলেন সিভি আনন্দ বোস ৷ দিলেন প্রতিমা উপহার ৷ আবার কচিকাচাদের সঙ্গে গল্পও করলেন খোশ মেজাজে ৷

পুজোর দিনগুলি একটু অন্যভাবে কাটাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার তিনি গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পুজোতেও আজ গিয়েছিলেন তিনি ৷ রবিবার রাজভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রামমোহন সম্মিলনীর পুজো থেকে ফেরার পথে, রাজ্যপালের গাড়ি বাবুঘাটের দিকে রওনা দেয় ৷ সেখানে ফুটপাথের ধারে বসবাসকারী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতদের কাছে পৌঁছে যান তিনি ৷ আর তাঁর উদ্দেশ্য ছিল, জনরাজভবনের কার্যকলাপ রাজভবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বাইরের দুনিয়াতেও তার পরিষেবা পৌঁছে যায় ৷ আজ তিনি যে বস্তিগুলিতে গিয়েছিলেন, সেগুলি নিছক বিচ্ছিন্ন বসতি ছিল না; তাঁরা দারিদ্র্যের কঠোর বাস্তবতার প্রতিনিধি ৷

বাবুঘাটের ধারে ফুটপাথে থাকা ও সেখানে ঘোরাঘুরি করা শিশু, মহিলা এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটালেন সিভি আনন্দ বোস ৷ তাঁদের সঙ্গে দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিলেন ৷ সেখানেই কয়েকজনের হাতে দুর্গা মূর্তি তুলে দেন তিনি ৷ জীবনযুদ্ধে শক্তির প্রতীক হিসেবে এই মূর্তি এ দিন তুলে দেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে উৎসবের আবহে সকলকে মিষ্টিমুখ করালেন ৷ আবার কেউ কেউ পুজা উদযাপনের জন্য আর্থিক সাহায্য পেয়েছেন ৷

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতবে ভারত, মহাষ্টমীর অঞ্জলি দিয়ে জানালেন সৌরভ

সপ্তমীর সন্ধ্যায় বয়স্ক ও শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের চিলড্রেনস হোম এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন ৷ তাঁদের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলেন তিনি ৷ আলাপচারিতার মধ্যে সন্ধ্যাটা মহাসপ্তমীর সন্ধ্যা স্মরণীয় করে রাখেন ৷ একই সঙ্গে রাজ্যপাল হোমের 50 জন শিশুকে কাশ্মীরের টিউলিপ গার্ডেনে ঘোরানোর কথা জানিয়েছেন ৷ একইভাবে 50 জন প্রবীণ মহিলাকেও রাজভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

বাবুঘাট সংলগ্ন ফুটপাথবাসীদের সঙ্গে মহাষ্টমীর আনন্দ ভাগ করে নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 22 অক্টোবর: রাজভবন থেকে বেরিয়ে প্রতিদিনের কাজকর্ম থেকে বিরতি নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । অষ্টমীতে তিনি সরাসরি পৌঁছে গেলেন ফুটপাতবাসীদের কাছে। মিষ্টি বিতরণ করলেন শিশুদের । রবির অষ্টমীতে রাজ্যপালের গন্তব্য ছিল গঙ্গার পাড় বরাবর বাবুঘাট-সহ একাধিক বস্তি ৷ সেখানে ফুটপাথে বসবাসকারী বাসিন্দাদের কাছে মহাষ্টমীর দিন পৌঁছে গেলেন তিনি ৷ বস্তি ও ফুটপাথবাসীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন রাজ্যপাল ৷ অনেককেই আর্থিকভাবেও সাহায্য় করলেন সিভি আনন্দ বোস ৷ দিলেন প্রতিমা উপহার ৷ আবার কচিকাচাদের সঙ্গে গল্পও করলেন খোশ মেজাজে ৷

পুজোর দিনগুলি একটু অন্যভাবে কাটাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার তিনি গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পুজোতেও আজ গিয়েছিলেন তিনি ৷ রবিবার রাজভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রামমোহন সম্মিলনীর পুজো থেকে ফেরার পথে, রাজ্যপালের গাড়ি বাবুঘাটের দিকে রওনা দেয় ৷ সেখানে ফুটপাথের ধারে বসবাসকারী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতদের কাছে পৌঁছে যান তিনি ৷ আর তাঁর উদ্দেশ্য ছিল, জনরাজভবনের কার্যকলাপ রাজভবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বাইরের দুনিয়াতেও তার পরিষেবা পৌঁছে যায় ৷ আজ তিনি যে বস্তিগুলিতে গিয়েছিলেন, সেগুলি নিছক বিচ্ছিন্ন বসতি ছিল না; তাঁরা দারিদ্র্যের কঠোর বাস্তবতার প্রতিনিধি ৷

বাবুঘাটের ধারে ফুটপাথে থাকা ও সেখানে ঘোরাঘুরি করা শিশু, মহিলা এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটালেন সিভি আনন্দ বোস ৷ তাঁদের সঙ্গে দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিলেন ৷ সেখানেই কয়েকজনের হাতে দুর্গা মূর্তি তুলে দেন তিনি ৷ জীবনযুদ্ধে শক্তির প্রতীক হিসেবে এই মূর্তি এ দিন তুলে দেন রাজ্যপাল ৷ সেই সঙ্গে উৎসবের আবহে সকলকে মিষ্টিমুখ করালেন ৷ আবার কেউ কেউ পুজা উদযাপনের জন্য আর্থিক সাহায্য পেয়েছেন ৷

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতবে ভারত, মহাষ্টমীর অঞ্জলি দিয়ে জানালেন সৌরভ

সপ্তমীর সন্ধ্যায় বয়স্ক ও শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের চিলড্রেনস হোম এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন ৷ তাঁদের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলেন তিনি ৷ আলাপচারিতার মধ্যে সন্ধ্যাটা মহাসপ্তমীর সন্ধ্যা স্মরণীয় করে রাখেন ৷ একই সঙ্গে রাজ্যপাল হোমের 50 জন শিশুকে কাশ্মীরের টিউলিপ গার্ডেনে ঘোরানোর কথা জানিয়েছেন ৷ একইভাবে 50 জন প্রবীণ মহিলাকেও রাজভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.