কলকাতা, 5 জুলাই: ফের রাজ্যপালের তলব এড়ালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। রাজ্যের স্পর্শকাতর বুথ নিয়ে রাজ্যপাল আলোচনা করতে চেয়েছিলেন বলেই খবর। কিন্তু, ব্যস্ততার কারণ দেখিয়ে রাজীবা সিনহা মঙ্গলবারও সেই তলব এড়িয়ে যান। এরপরই রাজভবন থেকে চিঠি যায় রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে।
সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে একটি সিল করা খাম পাঠিয়েছেন। ওই সিল করা খামে কী রয়েছে তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করে রাজ্যপালের যা উপলব্ধি হয়েছে সেটাই ওই চিঠিতে তুলে ধরা হয়ে থাকতে পারে। এছাড়া তাঁর কিছু পর্যবেক্ষণের বিষয়ও উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এই চিঠি পাঠানোর আগে মঙ্গলবার রাজ্যপাল, রাজীবাকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পাওয়া রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য ডেকে পাঠান। কিন্ত, ডাক পাওয়ার পরেও ব্যস্ততার কারণে কমিশনার রাজভবনে না-আসায় সিল করা খামটি পাঠানো হয়েছে ।
এর আগে বহুবার তলবের পরে গত 25 জুন রবিবার নিজে সময় চেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। সেদিন দু'ঘণ্টার বেশি রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজীবা সিনহার মধ্যে আলোচনা হয়। বিকেল সাড়ে পাঁচটায় ঢুকে সাড়ে সাতটার পরে রাজভবন ছাড়েন রাজীবা। পরে সাংবাদিকদের প্রশ্নতেও সাড়া দেননি। গাড়িও দাঁড় করাননি! একপ্রকার নীরবেই রাজভবন ছাড়েন নির্বাচন কমিশনার। তবে, প্রায় দু'ঘণ্টার বেশি বৈঠকে কেন্দ্রীয় বাহিনী ও বিভিন্ন জায়গায় হিংসা মোকাবিলা নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলেই রাজভবন সূত্রের দাবি।
এমনকী, রাজ্যপালের উদ্যোগে রাজভবনে খোলা শান্তিকক্ষে যে সমস্ত অভিযোগ এসেছে সেসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেই সূত্রের দাবি।রাজভবন সূত্রে খবর, নির্বাচন কমিশনারকে রাজ্যের পরিস্থিতি শান্ত করতে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছিল রাজ্যপালের তরফে। আজ পর্যন্ত সেই সময়সীমা রয়েছে।
আরও পড়ুন: চারদিন পরেই নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দড়ি টানাটানি কমিশন ও কোর্টের
অন্যদিকে, আজ, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে যাবেন কি না তা অবশ্য স্পষ্ট নয়। তবে গতকাল রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হলেও তিনি রাজভবনে না-আসায় ফের রাজ্যপাল-রাজ্য নির্বাচন কমিশন সংঘাত যে বাড়তে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।