কলকাতা, 11 সেপ্টেম্বর: আগামিকাল মঙ্গলবার স্পেন উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই বিদেশ যাত্রার আগে সোমবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না । টেনশন দিতে চাই না। এলে কথা হবে ।"
দিন দুই আগে অর্থাৎ 9 সেপ্টেম্বর রাতে রাজ্যপাল নবান্ন ও দিল্লিকে গোপন চিঠি পাঠিয়েছিলেন । সেই বিষয়ে এ দিন জানতে চাওয়া হলে রাজ্যপাল বলেন, "গোপন জিনিস গোপন থাকা ভালো । আমি চিঠি পাঠিয়েছি, কারণ আমি কিছু জানাতে চেয়েছিলাম । রাজ্যকে যা পাঠানো হয়েছে, সেটা নিয়ে এখন আলোচনার সময় নয় ৷ তার কারণ মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন । আমি তাঁকে নতুন করে টেনশন দিতে চাই না । এই বিষয় প্রাপক উত্তর দিতে পারেন ।"
প্রায়ই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে, রাজভবনে একাধিক বিল পড়ে রয়েছে । রাজ্যপাল ফেলে রেখেছেন । সাক্ষর করছেন না । এই বিষয়ে সোমবার জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল বলেন, "মোট 8টা বিল, যার মধ্যে সাতটা বিল ক্ল্যারিফিকেশন চেয়ে দফতরে পাঠানো হয়েছে । একটা রাজভবনে আছে বিবেচনাধীন অবস্থায় ।"
গত 9 সেপ্টেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে 'ভ্যাম্পায়ার' বলে আক্রমণ করেন । সেই বিষয়ে আজ রাজ্যপাল বলেন, ‘‘জুনিয়র অ্যাপয়েন্টি ।" নাম করেই ব্রাত্যকে তির্যক মন্তব্য করেন তিনি । রাজ্যপাল সিভি আনন্দ বোসের এক তরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠনের তরফে দিন কয়েক আগে রাজভবনের বাইরে বিক্ষোভ দেখানো হয় । এবার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের নানা কার্যকলাপের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ । সেই বিষয়ে রাজ্যপাল বলেন, "বিক্ষোভ গণতান্ত্রিক অধিকার । যে কেউ দেখাতে পারেন ।"
আরও পড়ুন: জারি রাজ্যপালের মাঝরাতের পত্র বোমার রহস্য, বাড়ছে রাজনৈতিক তরজা